iqball hossain

iqball hossain নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত।♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
(11)

কিছু মানুষ আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন না যে আমি তার কোনো ক্ষতি করেছি, অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকে ...
07/04/2025

কিছু মানুষ আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন না যে আমি তার কোনো ক্ষতি করেছি, অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকে আসে!

তুমি বিশ্বাস করে হেরে যাবেআবার অবিশ্বাস করেও ঠকতে পারোবিশ্বাস অবিশ্বাস এর গোলকধাঁধায়তুমি আমি আমরা সবাই আটকে আছিএটাই আমা...
29/03/2025

তুমি বিশ্বাস করে হেরে যাবে
আবার অবিশ্বাস করেও ঠকতে পারো
বিশ্বাস অবিশ্বাস এর গোলকধাঁধায়
তুমি আমি আমরা সবাই আটকে আছি
এটাই আমাদের নিয়তিতে ছিলো
এটাই ভাগ্যের লিখন হিসেবে মেনে নাও।

#বিশ্বাস #নিয়তি🤔🤔

আমাকে কিছু ভাবতে দাও,অথবা মনের সুখে ছুটতে দাও।আমি তোমাকে জীবন্ত কিছুকথা উপহার দিব,__ যা অনুভবে,কবিতার থেকে আরো বেশি কিছু...
27/03/2025

আমাকে কিছু ভাবতে দাও,
অথবা মনের সুখে ছুটতে দাও।
আমি তোমাকে জীবন্ত কিছু
কথা উপহার দিব,__ যা অনুভবে,
কবিতার থেকে আরো বেশি কিছু হবে।

তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি তো আমার বিশ্বাসের কাছে লজ্জিত!😭😭😭
27/03/2025

তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই
আমি তো আমার বিশ্বাসের কাছে লজ্জিত!😭😭😭

27/03/2025

- শীতল আঁখি আকাশ পানে সুখের ছোঁয়া খোঁজে, সুুখ সে যে দুর দিগন্তের অসীম মায়া মন কি তাহা বোঝে!❤️‍🩹

কতবার ভাবি কোথাও পা' লিয়ে যাবো! যা'ন্ত্রি'ক কোলাহল ছে'ড়ে, যেখানে কোনো বি*ষাদ নেই! সকাল, দুপুর ছুঁটে চলা নেই, যেখানে জীব...
27/03/2025

কতবার ভাবি কোথাও পা' লিয়ে যাবো! যা'ন্ত্রি'ক কোলাহল ছে'ড়ে, যেখানে কোনো বি*ষাদ নেই!

সকাল, দুপুর ছুঁটে চলা নেই, যেখানে জীবন আর আমাকে খুঁজে পাবে না! যেখানে গেলে একটা সুন্দর বিকেল আমার অপেক্ষায় থাকবে। যেখানে মা'থা ভর্তি দু*শ্চিন্তা নিয়ে ঘুমাতে হবে না। কারণে অকারণে বুকের ব্য'থা তী*ব্র হবে না!

কতবার পা'লিয়ে যাবো ভেবেও পা'লানো হয় না! ঘরে ফিরে সেই একই সকাল, একই দিন, একই জীবন, একই চি'ন্তা, একই রাত। পা'লাবো ভেবে ও পা'লানোর সময় পাই না।

27/03/2025

একদিন সব হারিয়ে যাবে, সময়ের স্রোতে মিলিয়ে যাবে স্মৃতি,
তবুও কিছু অনুভূতি রয়ে যাবে হৃদয়ের গহীনে,
কিছু না বলা কথা, কিছু অসম্পূর্ণ স্বপ্ন—
সেগুলোই হয়তো একদিন চোখের কোণে জল হয়ে ঝরবে।

26/03/2025

হে আরশের মালিক!
তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো। আমিন 🤲🤲

26/03/2025

ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই ঠাই হবে, আকাশে থাকবে জোছনা, অথচ কবরে আঁধার রবে 🤔🤔🤔

26/03/2025

তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি– ক) গাটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, খ) খোটাদানকারী, গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। –
মিশকাত

Address

Dhaka

Telephone

+971563375755

Website

https://www.facebook.com/profile.php?id=1000808

Alerts

Be the first to know and let us send you an email when iqball hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to iqball hossain:

Share