
29/05/2025
ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ - কমিউনিটির কণ্ঠস্বর উপেক্ষিত কেন?
অনেক প্রতীক্ষা ও কল্পনার পর অবশেষে ফ্রি ফায়ার বাংলাদেশ ইস্পোর্টস কমিউনিটি পেয়েছে তাদের কাঙ্ক্ষিত টুর্নামেন্ট - Free Fire Bangladesh Championship 2025 (FFBC 2025)। এই টুর্নামেন্ট ঘিরে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি এক বিতর্কও সৃষ্টি হয়েছে কাস্টার নির্বাচনের ক্ষেত্রে।
সম্প্রতি FFENU-এর এক পোস্টের মাধ্যমে টুর্নামেন্টটির সম্ভাব্য ৬ জন কাস্টারের নাম প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকায় ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটির অন্যতম জনপ্রিয় ও অভিজ্ঞ কাস্টার ধ্রুব মাহমুদের নাম না থাকায় অনেকেই হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক গ্রুপে আয়োজিত এক কমিউনিটি ভোটিংয়ে সর্বোচ্চ ভোট পেয়ে সবচেয়ে জনপ্রিয় কাস্টার হিসেবে উঠে আসেন ধ্রুব মাহমুদ। তাঁর স্পষ্ট ও তথ্যভিত্তিক বিশ্লেষণ, প্লেয়ারদের সম্পর্কে গভীর জ্ঞান এবং সাবলীল উপস্থাপনা বহু দর্শকের কাছে তাঁকে প্রিয় করে তুলেছে। এমন একজন অভিজ্ঞ কাস্টারকে উপেক্ষা করা সত্যিই হতাশাজনক ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।
ইস্পোর্টসের স্বচ্ছতা ও কমিউনিটির কণ্ঠস্বর বজায় রাখতে হলে, জনপ্রিয়তা ও অভিজ্ঞতার ভিত্তিতে কাস্টার নির্বাচন করা উচিত। আমরা, কমিউনিটির সচেতন সদস্যরা, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।