Sofa Prokashoni

Sofa Prokashoni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sofa Prokashoni, Publisher, 38/2 kha mannan market, Banglabazar, Dhaka.

এখনো এখান থেকে কার কোনটা কেনা বাকি? ভৌতিক টাইপের কোন বই কিনতে হলে যেই  প্রকাশনীর নামটি সর্বপ্রথম মুখে আসে সেটি হচ্ছে "সফ...
07/08/2025

এখনো এখান থেকে কার কোনটা কেনা বাকি?

ভৌতিক টাইপের কোন বই কিনতে হলে যেই প্রকাশনীর নামটি সর্বপ্রথম মুখে আসে সেটি হচ্ছে "সফা প্রকাশনী"

সর্বপ্রথম বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের এর লেখা সকল ভৌতিক গল্প একত্রিত করে আমরা একটি ভয় সমগ্র তৈরি করি, তারপর পাঠকদের ব্যাপক চাহিদায় আসতে থাকে একের পর এক লেখকের ভয় সমগ্র, আর এখন ভয় সমগ্র এর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০ এর ঘরে, খুব শীঘ্রই এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ

ভয় সমগ্র বিমল কর ও ভয় সমগ্র হেমেন্দ্রকুমার রায় এর (গল্প) আপাতত প্রিন্ট নেই খুব শীঘ্রই এগুলোও চলে আসবে ।

04/08/2025

আমাদের প্রকাশনীর দুইটি নান্দনিক প্রচ্ছদের ক্লাসিক বই , বিভূতিভূষণের গোল্ডেন এডিশন এর কথা মনে আছে তো ?

গোল্ডেন এডিশনের মধ্যে আছে আমাদের প্রকাশনীর প্রকাশিত ৮ টি বই, তার মধ্যে এই এই দুইটি ও আছে।

অপরাজিত_

মুদ্রিত মূল্য.. ৩৮০ টাকা

সামারি ,
অপরাজিত

অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। উপন্যাসের দৈর্ঘের কারণে এটি দু খণ্ডে প্রকাশিত হয়। প্রথম ভাগের প্রকাশকাল এপ্রিল ১৯৩২ ও দ্বিতীয় ভাগের প্রকাশকাল মে ১৯৩২। পরবর্তীতে উপন্যাসটি খণ্ডের জায়গায় এক খণ্ডে মুদ্রিত হয়।

'পথের পাঁচালী' র অপু-কাহিনীরই পরবর্তী অংশ 'অপরাজিত'। অনেক সময়ই দেখা যায়, একটি উপন্যাসের দ্বিতীয় পর্ব প্রথম পর্বকে মান বা জনপ্রিয়তার দিক দিয়ে ছাপিয়ে যেতে পারে না। তবে অপরাজিত এদিক দিয়ে ব্যতিক্রম। 'পথের পাঁচালি'-এর পরের পর্ব হিসেবে প্রকাশিত হওয়া এই উপন্যাসে বিভূতি তার পাঠকদের অপুর চোখ দিয়ে কৌতূহল, বিস্ময় ও বোধশক্তির এক আশ্চর্য জগত খুলে দিয়েছিলেন। অজানার প্রতি অপুর যে দুর্বার আকর্ষণ, তা ফুটিয়ে তুলতে পুরোপুরি সফল হয়েছেন।

পথের পাঁচালী _

মুদ্রিত মূল্য ..৩৫০ টাকা

সামারি,

পথের পাঁচালী

পথের পাঁচালী প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস। ১৯২৮ সালে একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। গ্রাম বাংলার দুই ভাইবোন অপু আর দুর্গা এই উপন্যাসের মুখ্য চরিত্র। শিশু অপুর বড় হয়ে ওঠার কাহিনী, যে পথ দিয়ে জীবনে সে অগ্রসর হয়েছে। যে সব মানুষের সংস্পর্শে সে এসেছে, সে সবই এই কাহিনীর পটভূমি।

এই উপন্যাসের ছোটোদের সংস্করণটির নাম 'আম আঁটির ভেঁপু'। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণ করেন যা পৃথিবী-বিখ্যাত হয়।

গ্রে আফটার ডার্ক ...বইটির মুদ্রিত মূল্য.. ৫৫০ টাকাসামারি ,,'গ্রে আফটার ডার্ক' উপন্যাসটি মূলত একজন অলিম্পিক অ্যাথলেট মাইল...
02/08/2025

গ্রে আফটার ডার্ক ...

বইটির মুদ্রিত মূল্য.. ৫৫০ টাকা

সামারি ,,

'গ্রে আফটার ডার্ক' উপন্যাসটি মূলত একজন অলিম্পিক অ্যাথলেট মাইলির জীবন সংগ্রামের গল্প। মাইলি একজন সাহসী, দৃঢ়চিত্ত এবং অধ্যাবসায়ী নারী। তার জীবনে অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু সে কখনো হার মানেনি। অপহরণের পরও সে নিজের মধ্যে নতুন এক শক্তি খুঁজে পায়। এই উপন্যাসটি আমাদের শিখিয়ে দেয় যে, জীবনের যে কোনো পরিস্থিতিতে হার মানা যাবে না। সাহস এবং ধৈর্য থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়।

উপন্যাসটিতে আমেরিকার আইডাহো প্রদেশের নির্জন পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য এবং ভয়াবহতার এক অবিস্মরণীয় চিত্র উপস্থাপন করা হয়েছে। এই নির্জনতা মাইলিকে একাকিত্বের অনুভূতি দেয়। কিন্তু একই সাথে এই নির্জনতা তাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। মাইলির মধ্যে যে মানসিক শক্তি লুকিয়ে ছিল, সেটি এই উপন্যাসের মধ্য দিয়ে প্রকাশ পায়। অপহরণের পরও সে নিজের মধ্যে নতুন এক শক্তি খুঁজে পায়। এই উপন্যাসটি আমাদের শিখিয়ে দেয় যে, মানুষের মন কতটা শক্তিশালী হতে পারে। এই উপন্যাসটি কেবল একজন অলিম্পিক অ্যাথলেটের জীবন সংগ্রামের গল্প নয়। এটি প্রকৃতির বিশালতা, মানুষের অস্তিত্বের সংকট, একাকিত্ব এবং মানসিক শক্তির মতো গভীর বিষয়গুলোকে স্পর্শ করে। আমার বিশ্বাস, এই গল্পটি বাংলাদেশের পাঠকদের মনে অনুরণন সৃষ্টি করবে।

২০২৫ সালের বইমেলায় প্রকাশিত আমাদের মৌলিক দুটি বই— ‘ভ্যাম্পায়ার আখ্যান’ এবং ‘সহস্র বছরের শত স্বৈরশাসক’— লিখেছেন ইকরাম ম...
29/07/2025

২০২৫ সালের বইমেলায় প্রকাশিত আমাদের মৌলিক দুটি বই— ‘ভ্যাম্পায়ার আখ্যান’ এবং ‘সহস্র বছরের শত স্বৈরশাসক’— লিখেছেন ইকরাম মাহমুদ।”

সামারি,,
সহস্র বছরের শত স্বৈরশাসক ..

ইতিহাস এক রহস্যময় আয়না- যেখানে কখনো ফুটে ওঠে মানুষের সাহসিকতার ছবি, আর কখনো স্পষ্ট হয় ক্ষমতার নির্মম খেলা। সহস্র বছরের শত স্বৈরশাসক বইটি সেই আয়নার অন্ধকার দিকটি তুলে ধরে, যেখানে রাজতন্ত্র, সাম্রাজ্যবাদ, এবং একনায়কত্বের নির্মম চিত্র বিদীর্ণ করে সভ্যতার হৃদয়।

রিচার্ড থেকে শুরু করে আধুনিক বিশ্বের নিষ্ঠুর শাসকদের কাহিনি-এই বইটি উপস্থাপন করে এক শক্তিশালী ক্রনিকল। কীভাবে ক্ষমতা মানুষের নৈতিকতাকে ধ্বংস করে? কীভাবে শাসকদের হাত ধরে তৈরি হয় অত্যাচারের নতুন অধ্যায়?

পাঠক, ইতিহাসের এই কঠিন সত্যগুলো জানতে প্রস্তুত তো? সহস্র বছরের শত স্বৈরশাসক বইটি আপনাকে নিয়ে যাবে মানবজাতির চিরন্তন লড়াইয়ের কেন্দ্রে, যেখানে প্রশ্ন একটাই-ক্ষমতা কি সত্যিই মানুষকে অমানুষ করে তোলে?

বইটির মুদ্রিত মূল্য .. ৫০০ টাকা
পেজ সংখ্যা .. ৩১২

ভ্যাম্পায়ার আখ্যান ..

রাতের গভীর আঁধারে, যেখানে চাঁদের আলোও ভয়ে লুকিয়ে থাকে, সেখানেই শুরু হয় ভ্যাম্পায়ারের গল্প। শতাব্দীপ্রাচীন রহস্য, অমরত্বের অভিশাপ, এবং তৃষ্ণার এক অশান্ত অধ্যায়- ভ্যাম্পায়ার আখ্যান আমাদের নিয়ে যায় এক ভয়াবহ কিন্তু মগ্নকর জগতে।

কেনো এই প্রাণীরা রাতের অন্ধকারকে আশ্রয় করে? কীভাবে তাদের রক্ততৃষ্ণা যুগ যুগ ধরে মানব জাতিকে শিহরিত করেছে? এই বইটি আপনাকে পরিচয় করিয়ে দেবে ভ্যাম্পায়ার মিথের শেকড়, বিভিন্ন সংস্কৃতির গল্প, এবং তাদের অন্ধকার জগতের নানা দিক। সিনেমা থেকে গল্প সব থাকছে।

যারা সাহসী এবং অজানাকে জানতে চায়, তাদের জন্য এটি কেবল একটি বই নয়, বরং এক গভীর অভিজ্ঞতা। আলো-ছায়ার মাঝে ভয় আর বিস্ময়ের এক মিশ্রণ, ভ্যাম্পায়ার আখ্যান পাঠকদের হৃদয়ে স্থায়ী দাগ রেখে যাবে।

আপনারা প্রস্তুত তো ভ্যাম্পায়ার আখ্যানের এই যাত্রায়?

বইটির মুদ্রিত মূল্য .. ৩০০ টাকা
পেজ সংখ্যা.. ১৯২

‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রতীকধর্মী নাটক, যা অমল নামে এক অসুস্থ শিশুর জীবনের শেষ পর্বকে ঘিরে রচিত। অমল শারীর...
28/07/2025

‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রতীকধর্মী নাটক, যা অমল নামে এক অসুস্থ শিশুর জীবনের শেষ পর্বকে ঘিরে রচিত। অমল শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঘরের বাইরে যেতে পারে না, তবে তার মন সর্বদা বাইরের পৃথিবীর প্রতি আকর্ষিত। জানালার ধারে বসে সে স্বপ্ন দেখে বাইরের দুনিয়ার।

অমলের কল্পনার জগতে সবচেয়ে বড় স্থান দখল করে আছে রাজার ডাকঘর। সে বিশ্বাস করে, একদিন রাজার কাছ থেকে তার নামে একটি চিঠি আসবে, যা তাকে মুক্তি এনে দেবে। এই প্রতীক্ষায় তার মন অনবরত উচ্ছল থাকে।

নাটকের শেষে রাজার দূতের আগমন ঘটে, যা অমলের প্রতীক্ষার অবসান ঘটায়। অমল ঘুমিয়ে পড়ে এবং এই ঘুমই আসলে তার মৃত্যুর প্রতীক—একটি পরম মুক্তি। ‘ডাকঘর’-এ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে ভয়ের কিছু না ভেবে এক ধরনের মুক্তির রূপে দেখিয়েছেন, যেখানে সীমাবদ্ধতার অবসান ঘটে।

এই প্রতীকী নাটকটি জীবনের সীমাবদ্ধতার বাইরে মুক্তির আকাঙ্ক্ষার এক সুন্দর রূপক।

প্রচ্চদ ঃ আদনান আহমেদ রিজন
মুল্যঃ২০০ টাকা

বইঃ হিরা মানিক জলে মুল্যঃ ৩০০ টাকা কভার ডিজাইনঃ পরাগ ওয়াহিদ সুশীল, একজন সাহসী বাঙালি ছেলে সাথে সনৎ ও জামাতুল্লাকে নিয়ে আ...
28/07/2025

বইঃ হিরা মানিক জলে
মুল্যঃ ৩০০ টাকা
কভার ডিজাইনঃ পরাগ ওয়াহিদ

সুশীল, একজন সাহসী বাঙালি ছেলে সাথে সনৎ ও জামাতুল্লাকে নিয়ে আসেন ডাচ ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপে। সেখানে তার রোমাঞ্চকর এক অভিযানে যায়। যেখানে তারা আবিষ্কার করে প্রাচীন হিন্দু রাজ্যের রাজধানী এ রাজপ্রাসাদ। সেই ধ্বংসপ্রাপ্ত রাজধানী শহরের মধ্যেই একটি গুহা এবং বেশ কিছু অমূল্য পাথর ও অন্যান্য ধনসম্পদ খুঁজে পায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল।

একটি সুন্দর প্রচ্ছদ যেকোনো বইকে স্পেশাল করে তুলতে পারে ও বানিয়ে ফেলতে পারে পাঠকের পছন্দের বই, তারাদাস বন্দোপাধ্যায় এর ...
28/07/2025

একটি সুন্দর প্রচ্ছদ যেকোনো বইকে স্পেশাল করে তুলতে পারে ও বানিয়ে ফেলতে পারে পাঠকের পছন্দের বই, তারাদাস বন্দোপাধ্যায় এর কবি বইটি আমরা প্রথম প্রকাশ করি অক্টোবর ২০২৩ এ , এখন ২০২৫ সালেও এই বইটির ব্যাপক চাহিদা পাঠকের কাছে । চাহিদা হওয়ার কারণ শুধুই যে প্রচ্ছদ এমনটা না , আমাদের বইয়ের পেজ কোয়ালিটি ও বাইন্ডিং কোয়ালিটিও ভালো হইতো এটাই পাঠকদের পছন্দের কারণ।

সামারি,

কবি উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা দ্বাদশ উপন্যাস। এ

উপন্যাসটি প্রকৃতপক্ষে তার লেখা একটি পূর্ব-প্রকাশিত ছোটগল্পের বিস্তৃত রূপ। রামানন্দ চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত প্রবাসী মাসিকপত্রে গল্পটি ১৯৪১ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশের আগে 'কবি" উপন্যাসটি পাটনা থেকে প্রকাশিত প্রভাতী পত্রিকায় ধারাবাহিকভাবে ১৯৪২ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। কবি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৩ সালে।

বই .. কবি
লেখক.. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী .. সফা প্রকাশনী
মুদ্রিত মূল্য .. ৩০০ টাকা
ডিসকাউন্ট মূল্য.. ১২০ টাকা

P.c_Arean

সফা প্রকাশনী বইঃ  বনলতাসেন মুল্যঃ ২০০ টাকা প্রচ্চদঃ পরাগ ওয়াহিদ বনলতা সেন বাঙালি কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। এটি...
28/07/2025

সফা প্রকাশনী
বইঃ বনলতাসেন
মুল্যঃ ২০০ টাকা
প্রচ্চদঃ পরাগ ওয়াহিদ

বনলতা সেন বাঙালি কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। এটি তার প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ। সংকলটিতে রবীন্দ্রত্তোর সময়ে প্রেম, স্বাধীনতা এবং বেদনার দ্বারা কবির অনুভূত প্রাসঙ্গিক সংগ্রামকে প্রতিফলিত করে। বইটির নামকরণ করা হয়েছে কাব্যগ্রন্থে সংকলিত "বনলতা সেন" শীর্ষক কবিতার নামানুসারে, যেটি একজন বৈদ্য বর্ণের নারীর রূপের মধ্য দিয়ে মানবিক পরিপূর্ণতাকে অন্বেষণ করে। সংকলনে এই চরিত্রকে হাইপারবোলাইজ করার মাধ্যমে ক্রমান্বয়ে মানুষের পরিপূর্ণতা অন্বেষণ করার এই আদর্শ রূপ নজরে আসে। ১৯৫৩ সালে বনলতা সেনের সিগনেট প্রেসের পরিবর্ধিত সংস্করণটি নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে বাংলা ১৩৫৯ সালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কার লাভ করে।

আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত কীর্তিহাটের কড়চা,এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক বৃহত্তম উপন্যাস। বইটির মুদ্রিত মূল্য....
27/07/2025

আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত কীর্তিহাটের কড়চা,এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক বৃহত্তম উপন্যাস।

বইটির মুদ্রিত মূল্য... ১৬০০ টাকা ( দুই খন্ড একত্রে )

বিক্রয় মূল্য ... ৭৫০ টাকা

সামারি,,

কীর্তিহাটের কড়চা' তারাশঙ্করের বৃহত্তম রচনা শুধু নয়-সম্ভবত তার মহত্তম রচনাও। এপিক উপন্যাস বলতে যা বোঝায়-তার সমস্ত শর্তই এতে পালিত হয়েছে। প্রায় দুশো বছর সময়ের পৃষ্ঠপটে, জমিদারী প্রথার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত এর কাহিনীতে একটি বংশের সাতপুরুষের ইতিহাস বিধৃত আছে।

'পার্মানেন্ট সেটেলমেন্ট' এই উপন্যাসের মেরুদণ্ড।

উপন্যাসের মূল আখ্যানের আরম্ভ চিরস্থায়ী বন্দোবস্তের আরম্ভের সঙ্গে, সমাপ্তি পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই চিরস্থায়ী বন্দোবস্ত সমাপ্তি ঘোষণা দিয়ে। তবে স্বাভাবিক আরম্ভেরও আরম্ভ আছে, সমাপ্তির পরও যে শেষ থাকে সেই সুশেষ আছে। চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বে ও পরে সেই অংশটুকুও সেই কারণেই আছে স্বাভাবিকভাবেই।

২০২৫ সালের বই মেলায় প্রকাশিত আমাদের এই থ্রিলার বই ,কিলার্স অব দ্যা ফ্লাওয়ার মুন। সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের সকল ব...
27/07/2025

২০২৫ সালের বই মেলায় প্রকাশিত আমাদের এই থ্রিলার বই ,কিলার্স অব দ্যা ফ্লাওয়ার মুন।

সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের সকল বুকশপ থেকে, অথবা আমাদের ইনবক্স করতে পারেন ।

মুদ্রিত মূল্য ৫৫০ টাকা

Summary

১৯২০ এর দশকে, বিশ্বের মাথাপিছু আয়ের সবচেয়ে ধনী জাতি ছিল ওলকাহোমার ওসেজ উপজাতি। তাদের জমির নিচে তেল আবিষ্কার হলে তারা গাড়িতে চড়তে, বড় বড় অট্টালিকা তৈরি হয় এবং তাদের সন্তানরা পড়াশোনা করতে পাড়ি জমায় ইউরোপ।

টাকার কাঁধ ধরে আসে বিপদ! খুন হতে থাকে একের পর এক ওসেজ। মলি বুরখার্টের ওসেজ পরিবার হয়ে উঠে সেই খুনচক্রের প্রধান লক্ষ্য। তার এক বোন গুলিবদ্ধ হয় আরেকজন মারা যায় বিষপ্রয়োগে। এ তো সবে শুরু, আরো ওসেজ অদ্ভুত রহস্যজনকভাবে মারা যেতে থাকে। আর যারা-ই এই রহস্যের সন্ধানের চেষ্টা করে, খুন হয় তাদের ও।

মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে তখনকার সদ্য নির্মিত এফবিআই মামলাটি নেয় এবং তরুণ পরিচাল জে এডগার হুভার রহস্যের কুলকিনারা পাওয়ার জন্য যায় টম হোয়াইট নামের এক প্রাক্তন টেক্সাস রেঞ্জারের কাছে। হোয়াইট একটা গোপন দল তৈরি করে যার মাঝে একজন নেটিভ আমেরিকান এজেন্ট ও ছিল। তারা সেই এলাকায় প্রবেশ করে ওসেজের সাথে মিলে আমেরিকান ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ জঘন্য ষড়যন্ত্র একের পর এক ফাঁস করে নিয়ে আসে পৃথিবীর সামনে।

হঠাৎ একদিন চলে আসবে।
23/07/2025

হঠাৎ একদিন চলে আসবে।

"দেখতে দেখতে আমাদের অনুবাদ বইয়ের সংখ্যা ২১-এ পৌঁছে গেছে। ইনশাআল্লাহ্, সামনে আরও কিছু চমৎকার অনুবাদ বই আনব।এখানে থাকা আম...
23/07/2025

"দেখতে দেখতে আমাদের অনুবাদ বইয়ের সংখ্যা ২১-এ পৌঁছে গেছে। ইনশাআল্লাহ্, সামনে আরও কিছু চমৎকার অনুবাদ বই আনব।

এখানে থাকা আমাদের প্রকাশিত অনুবাদ বইগুলোর মধ্যে কার কালেকশনে কোনটি নেই?

Address

38/2 Kha Mannan Market, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801716285830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sofa Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sofa Prokashoni:

Share

Category