14/10/2025
নিজের সঙ্গে বোঝাপড়ায় আমি কখনো জয়ী হতে পারিনি। সবসময় আমি হেরে যাই, জীবন শুধু আমাকে হারিয়ে দেয়। আমি ভেবেছিলাম সবকিছু জয় করেছি, কিন্তু বেলা শেষে সবকিছুই শূন্যতা। কিছুই জড়ো করা হয়নি সবকিছু ফাঁকা। আমি হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে ক্লান্ত। আমি ভাবি, হয়তো জয়ী হবো কিন্তু এই ভাবনা সহজ, জয়ের পথ হয়তো বহুদূর!