30/06/2022
বেকারত্ব নয়, নিজ পায়ে দাঁড়ান, নিজের যোগ্যতা প্রমাণ করুন-
নিজেকে বলুন সবাই পারে, আমিও পারব-
যুগ পাল্টাছে, আপনিও পাল্টিয়ে ফেলুন-
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
এখন শিক্ষিত ছেলে মেয়েরা অনলাইনে কাপড়, কসমেটিক সামগ্রী, ঔষধ, মোবাইল, ইলেকট্রনিক্স সামগ্রী, বিভিন্ন খাবার সামগ্রী এবং বই সহ এরূপ শত শত আইটেম প্রোডাক্ট বিক্রি করছে, লাইভে এসে তার প্রোডাক্ট দেখাচ্ছে, এর পেছনে কারণ কী ???
অনেক ধনীলোকের ছেলে মেয়ে, বউ হয়ে নিজে জব করে টাকা ইনকাম করে তার কারণ কী ???
অনেক হ্যান্ডসাম ছেলেরা ডেলিবারি বয়ের কাজ করছে, মার্কেটেং-এর কাজ করছে এর কারণ কী ???
অনেক গৃহবধূরা বাসায় রান্না করে বিভিন্ন অফিস ও মার্কেট প্লেসে খাবার ডেলিভারি দিচ্ছে- এর কারণ কী ???
কারণ তারা উপলব্ধি করতে শিখেছে
অন্যের কাছে হাত পাতা মানেই ভিক্ষা চাওয়া,
অন্যের দয়ায় চলা, স্মার্ট হওয়া ব্যক্তিত্বের লক্ষণ নয়।
কাজে লজ্জা নেই।
অন্যের দয়ার উপর চলা খুব লজ্জার বিষয়।
গলার জোরে ভ্যালু ক্রিয়েট করা সম্ভব না।
যুগ পাল্টে যাচ্ছে।
যত বড় শিক্ষিতই হোন না কেন, নিজের জোর না থাকলে, নিজের টাকা না থাকলে, জীবনটা হয়ে যাবে valueless.
আর valueless life-এই জীবন সংসারে সব সময়ই পুরাতন কাপড়ের মতো মনে করে।
তাই
মামা চাচা চাকরি দিবে সেই আশায় বসে না থেকে নিজের যোগ্যতা প্রমাণ করুন।
জীবন খুবই কঠিন, খুবই বাস্তব মূখী।
অনুধাবন করুন----
(কপি পোস্ট)