28/11/2024
সরাসরিঃ
মুখোমুখি ড. সলিমুল্লাহ খান
লিংকঃ কমেন্টে
ড. সলিমুল্লাহ খান- সমাজতাত্ত্বিক, গণবুদ্ধিজীবী, দার্শনিক, রাষ্ট্র চিন্তাবিদ, ইতিহাসবিদ, গবেষক, লেখক, শিক্ষক; অনেক পরিচয়ে মহীয়ান তিনি। দেশ-দুনিয়া-রাজনীতি-সমাজ নিয়ে তার বক্তব্য মন্ত্রমূগ্ধ করে রাখে শ্রোতাদের। শিক্ষার্থীদের পক্ষে তার একটি ভাষণ জুলাই আন্দোলন আরো বেগবান করে তুলেছিল। নতুন এক পরিস্থিতিতে রাষ্ট্রের সংস্কারে তিনি এখনো সক্রিয়। এমনি সময়ে আমাদের মুখোমুখি গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান।
বিষয়: মুখোমুখি সলিমুল্লাহ খান।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি সমাজতাত্ত্বিক, গণবুদ্ধিজীবী, শিক্ষক ও লেখক ড. সলিমুল্লাহ খান।
দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য: