NASIM Hacks

NASIM Hacks ভিডিও দেখে সবাই বিনোদোন নেন

26/11/2023
26/11/2023
মেনে নিলাম দর্শকের ভুয়া ডাকও সঠিক ছিলো। পারফরমেন্স না করলে মানুষতো বলবেই।সাকিব বলল তিনি এটা ডিজার্ভ ও করেন।আসলেই ডিজার্ভ...
04/11/2023

মেনে নিলাম দর্শকের ভুয়া ডাকও সঠিক ছিলো। পারফরমেন্স না করলে মানুষতো বলবেই।সাকিব বলল তিনি এটা ডিজার্ভ ও করেন।

আসলেই ডিজার্ভ করে কিনা সেই প্রশ্নে না যায়।মানুষ বলতে থাকুক, আর কয়দিন বলবে !সময়তো শেষ ই প্রায়।
সাকিব মেনে নিলেও তার রক্তক্ষরণ ঠিকই হচ্ছে, লুকিয়ে হইতো সাকিব ও কাঁদেন, যেভাবে তার খারাপ সময় অশ্রুসিক্ত হয় তার কোটি ভক্তের।
সাকিব, আপনাকে ঘৃণা করা আমার পক্ষে সম্ভব না।আপনি স্বরুপে ফিরে আসুন।মানুষিকভাবে শক্ত হোন।খারাপ সময় চিরদিন থাকেনা।আপনি হাসবেন আমাদের হাসাবেন ইনশাআল্লাহ..!🥺🖤
❤️

ICC Men's Cricket World Cup 2023Bangladesh 🆚 England 🏏Venue: Dharamsala (India) | Date: October 10, 2023 | Time: 11:00 A...
09/10/2023

ICC Men's Cricket World Cup 2023
Bangladesh 🆚 England 🏏

Venue: Dharamsala (India) | Date: October 10, 2023 | Time: 11:00 AM(BST)

| |

লিটন দাসকে নিয়ে ভাবতেই হবেশেষ ১৮ ইনিংসে লিটন দাসের রান মোটে ৩৭৪ রান। গড় ১৯+।  তার মধ্যে আবার আয়ারল্যান্ড সাথে করেছেন ২০২...
09/10/2023

লিটন দাসকে নিয়ে ভাবতেই হবে

শেষ ১৮ ইনিংসে লিটন দাসের রান মোটে ৩৭৪ রান। গড় ১৯+। তার মধ্যে আবার আয়ারল্যান্ড সাথে করেছেন ২০২ রান। যার অর্থ হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বাদ দিলে ১৫ ম্যাচে ১৭২ রান!! কি ভয়ংকর!! গড় ১৪+

সিরিজের পর সিরিজ অফফর্মে থাকার পরও দলে খেলতেছে কার চয়েসে?? বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে এরকম একজন প্লেয়ারকে ক্যারি করা হচ্ছে কিসের জন্য?

এই মূহুর্তে তাঁকে দল থেকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওপেনিংয়ে আর শান্তকে তার ফ্যাবারিট পজিশন ৩ এ খেলানো যায়। ফলশ্রুতিতে একজন স্পেশালিষ্ট স্পিনার নেওয়া যাবে। ইভেন নাসুমও তার চেয়ে বেশি রান করবে।

বাংলাদেশে এই টিমটা খুবই সম্ভাবনীময়। এখন ভালো না খেললে আর কখন? সেই সুযোগ কাজে লাগানোর জন্য লিটনের মতো অফফর্মের প্লেয়ারকে পরের ম্যাচ থেকে বাদ দেওয়া হবে স্মার্ট ডিসিশন।

যে কারণগুলোর জন্য লিটন দাসকে ড্রপ করা উচিৎ

★ অফফর্মে আছেন
★ তাকে বাদ দিলে একজন স্পেশালিষ্ট স্পিনার খেলানো যাবে সেটা নাসুম কিংবা শেখ মেহেদী। যেটা আবার বাংলাদেশকে সিক্সথ বোলিং অপশন দেবে।

★ ৮ বছর ক্রিকেট খেলার পরও টপ ৯ দেশের বিপক্ষে যার গড় ১৮ সে কিভাবে নিজেকে দেশসেরা ওপেনার মনে করেন?

★ এক্সট্রিম ওভার এক্সপোজারে ধ্বংস হচ্ছে। কার্যত ইমরুল কায়েসের স্ট্যাটও তার চেয়ে বেটার।

★ ক্রিকেট শুধু ছোট দলগুলোর বিপক্ষে রান করলেই হয় না। বড় দলগুলোর বিপক্ষেও রান করতে হয়। তার সেই সামর্থ্য নেই। ১০ ম্যাচে ১ ম্যাচ ভালো খেলে এখন আর বাংলাদেশ দলে টেকা যাবে না।

★ বাংলাদেশের এই দলের একাদশে লিটন দাস কোনভাবেই চলে না। তার মত অফফর্মের কারও জন্য ইনফর্ম নাসুম, শেখ মেহেদীরা একাদশের বাইরে!!

04/10/2023

নাসুম বনে গেলেন সাংবাদিক; রিয়াদ বললেন, ভারতই আমাদের 'দ্বিতীয় বাড়ি'!

03/10/2023

হাসানের ইনসুইংয়ে বোল্ড হয়ে হ্যারি ব্রুক বললেন ওয়াও; বেয়ারস্টোকে আউট করে মুস্তাফিজ দিলেন মাথায় হাত!

02/10/2023

আফগানিস্তানের জন্য থ্রেট তাসকিন-শান্ত; ১৯ উইকেট নিয়ে সেরা তাসকিন!




01/10/2023

কেমন হবে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ?? ওপেনিংয়ে বা থাকছেন কোন দুজন?? থাকছেন কি সাকিব,শান্ত??






29/09/2023

লিটন-তামিমের ওপেনিংয়ে নতুন দিনের সূচনা; দাপুটে বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে হেসেখেলে জিতল টাইগাররা

আজব! নাটকের লোকেরা ক্রিকেট খেলে,ক্রিকেটাররা নাটক করে !!
28/09/2023

আজব! নাটকের লোকেরা ক্রিকেট খেলে,ক্রিকেটাররা নাটক করে !!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NASIM Hacks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NASIM Hacks:

Share