Hafej Usman Mahmud

Hafej Usman Mahmud বই পড়া ব্যক্তির মনোভাব আর,আর যে পড়েনা তাঁর মনোভাব সমান হয় না muhammad usman goni.madrasa student,tamirul millat kamil madrasa tongi cmpus,book rivew.

16/09/2025
কতটা আবেগ অনুভব করেছিলাম বইটি কেনার আগে। এখন যত পড়ি, ততই হৃদয় বিগলিত হতে থাকে। যাকে চিনিই না, তাকে ভালবাসবো কি করে? তাই ...
12/09/2025

কতটা আবেগ অনুভব করেছিলাম বইটি কেনার আগে। এখন যত পড়ি, ততই হৃদয় বিগলিত হতে থাকে। যাকে চিনিই না, তাকে ভালবাসবো কি করে? তাই তো ভালবাসতে হলে আগে চিনতে হবে, জানতে হবে সম্পর্কের পরিধিটাও। প্রতিটি লাইনের মাঝে মুগ্ধতা ছড়ানো, মনে হয় যেন "আমার রবের সাথে এক নতুন পরিচয় হচ্ছে।

#আমি_ও_আমার_রব

10/09/2025

ইসলামের জন্য নিজেকে ছড়িয়ে দাও

মানুষ ভাবে রিজিক কেবল টাকা..!আসলে রিজিক হলো-সুস্থতা, ভালোবাসা, আর আল্লাহর হিদায়াত।🤍🤍
10/09/2025

মানুষ ভাবে রিজিক কেবল টাকা..!
আসলে রিজিক হলো-সুস্থতা, ভালোবাসা, আর আল্লাহর হিদায়াত।🤍🤍

09/09/2025

দ্বীন শব্দটা কত সহজ তাইনা? খুব সহজেই উচ্চারন করা যায়, বলে দেওয়া যায়। কিন্তু এর উপর অবিচল থাকাটাই যেন ফেতনার এই যুগে খুব কঠিন হয়ে দাঁড়ায়।

হেদায়াত লাভ করা যেমন কঠিন, এই ফেতনার যুগে হেদায়াতের ওপর অবিচল থাকা আরও কঠিন। অনেক ভাই দ্বীনে ফিরেন। শরিয়ত মোতাবেক চলেন। অনেক আপু দ্বীনে ফিরেন। নামাজ, রোজা, হিজাব পরেন। শয়তানের ধোঁকায় আবার ভুল পথে হারিয়ে যান। আমরা তো হেদায়াতের পথে আসি। কিন্তু কীভাবে চললে দ্বীনে অটল থাকা যাবে।

ঈমানের সাথে চলা যাবে। সেসব বিষয় শিখি না। মানুষ হেদায়াত প্রাপ্তির পরে কী কী কারণে পথচ্যুত হয়। সেসব কারণ উদ্ঘাটন করে তার সমাধান এই বইতে দেওয়া হয়েছে। দ্বীনের ওপর অবিচল থাকার জন্য এই বই গাইড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

বইঃ দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়ো না

কাশ্মীর: ইতিহাস না রাজনীতি? না কি দুটোরই জটিল জাল?ভূস্বর্গ বলি আমরা—কিন্তু কারা বাস করে সেখানে? কেমন তাঁদের জীবন, প্রেম,...
08/09/2025

কাশ্মীর: ইতিহাস না রাজনীতি? না কি দুটোরই জটিল জাল?

ভূস্বর্গ বলি আমরা—কিন্তু কারা বাস করে সেখানে? কেমন তাঁদের জীবন, প্রেম, ঘৃণা আর প্রতিদিনের লড়াই?

ভারতের দখল, পাকিস্তানের দাবি আর জনগণের বাস্তবতা—এই তিন রূঢ় সত্যের মাঝে কাশ্মীর যেন হয়ে উঠেছে এক দগদগে ইতিহাস

আপনি কি আসলেই নবীজিকে ভালোবাসেন? আমরা সবাই বলি, আমরা নবীজিকে ভালোবাসি। কিন্তু আমরা কি আসলেই জানি এই ভালোবাসার দাবি কী? ক...
08/09/2025

আপনি কি আসলেই নবীজিকে ভালোবাসেন?
আমরা সবাই বলি, আমরা নবীজিকে ভালোবাসি। কিন্তু আমরা কি আসলেই জানি এই ভালোবাসার দাবি কী? কেন তাঁকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা ঈমানের পূর্ণতার জন্য শর্ত? নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা শুধু মুখে বলার বিষয় নয়। এটি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করার এবং সে অনুযায়ী আমল করার একটি ব্যাপার।
'নবীজির প্রতি ভালোবাসা কী, কেন, কীভাবে?' বইটিতে আপনি পাবেন:
— নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসার সঠিক সংজ্ঞা এবং ঈমানের সঙ্গে এর সম্পর্ক।
— সাহাবি ও সালাফদের জীবন থেকে এই ভালোবাসার অসাধারণ সব উদাহরণ।
— আমাদের দৈনন্দিন জীবনে এই ভালোবাসার বাস্তব প্রতিফলন কীভাবে ঘটানো যায়, তার দিকনির্দেশনা।
এই বইটি আপনাকে শেখাবে, কীভাবে মুখের কথা থেকে হৃদয়ের গভীরে নবীজির প্রতি প্রকৃত ভালোবাসা লালন করতে হয় এবং তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ধাপে বাস্তবায়ন করতে হয়।

Address

Balughat, Barantak, 88
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafej Usman Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category