
10/07/2025
সাকিব ফুরিয়ে গেছে।সাকিব চলে না।বাংলাদেশে এখন আর সাকিবের প্রয়োজন নেই। ওরা কি জানে সাকিব কি জিনিস। একদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার নিকট নাস্তানাবুদ আরেকদিকে সাকিব প্রায় একাই দুবাই ক্যাপিটাসকে জিতিয়ে নিজে ম্যাচ সেরার পুরস্কার তুলে নিল। ভাবা যায় এই বয়সে এসেও ৩৭ বলে ৫৮ রান ম্যাচেরই সর্বোচ্চ রান করলেন। শুধু রান করেই ক্ষ্রান্ত হননি বল হাতেও ৪ ওভারে মাত্র ১৩ রান খরচে মুল্যবান ৪ উইকেট তুলে নিয়েছেন। ভাবুনতো এই খেলাটা আজকে যদি বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতো কি হতো?এটাই বাংলাদেশ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য প্রায় ২০ বছরের অবদান ভুলে গিয়েছি। যেখানেই থাকো সাকিব ভাল থেকো। একজন সাকিবিয়ান।
Shakib Al Hasan