MRM 007 Vlogs

MRM 007 Vlogs popularity.

সাকিব ফুরিয়ে গেছে।সাকিব চলে না।বাংলাদেশে এখন আর সাকিবের প্রয়োজন নেই। ওরা কি জানে সাকিব কি জিনিস। একদিকে বাংলাদেশ শ্রীলঙ্...
10/07/2025

সাকিব ফুরিয়ে গেছে।সাকিব চলে না।বাংলাদেশে এখন আর সাকিবের প্রয়োজন নেই। ওরা কি জানে সাকিব কি জিনিস। একদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার নিকট নাস্তানাবুদ আরেকদিকে সাকিব প্রায় একাই দুবাই ক্যাপিটাসকে জিতিয়ে নিজে ম্যাচ সেরার পুরস্কার তুলে নিল। ভাবা যায় এই বয়সে এসেও ৩৭ বলে ৫৮ রান ম্যাচেরই সর্বোচ্চ রান করলেন। শুধু রান করেই ক্ষ্রান্ত হননি বল হাতেও ৪ ওভারে মাত্র ১৩ রান খরচে মুল্যবান ৪ উইকেট তুলে নিয়েছেন। ভাবুনতো এই খেলাটা আজকে যদি বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতো কি হতো?এটাই বাংলাদেশ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য প্রায় ২০ বছরের অবদান ভুলে গিয়েছি। যেখানেই থাকো সাকিব ভাল থেকো। একজন সাকিবিয়ান।
Shakib Al Hasan

অনেক দিন পর বসের খেলা দেখতেছি। দলের বিপদের সময় ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৫৮ রানে নটআউট সাকিব আল হাসান।কি আর বলবো বস শুধুই আক...
10/07/2025

অনেক দিন পর বসের খেলা দেখতেছি। দলের বিপদের সময় ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৫৮ রানে নটআউট সাকিব আল হাসান।কি আর বলবো বস শুধুই আক্ষেপ। ঐদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে রামধোলাই খাচ্ছে এই দিকে আমাদের সাকিব পরিস্থিতির শিকার হয়ে অন্যের দলকে আলোকিত করছে। তবুও আমাদের হুস হচ্ছে না, আমাদের সাকিব আল হাসান প্রয়োজন।
Shakib Al Hasan

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়...
29/06/2025

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!

কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই, পিঁপড়াগুলো এক দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে! লাল পিঁপড়ারা ধারণা করবে, কালো পিঁপড়াগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে, লাল পিঁপড়াগুলো তাদের শত্রু! অথচ, প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল, সে।

মানব সমাজেও ঠিক এটিই ঘটে! পেছন থেকে উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাধিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ।

তাই, পরস্পরকে মারতে ছোটার আগে, আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত, বয়ামটি ঝাঁকাচ্ছে কে?
কপি পোস্ট

26/06/2025

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মবজাস্টিস কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।বাহ বাহ বাহ কি সুন্দর কথা, মব জাস্টিসের প্রশ্রয়দানকারী বলেন মব জাস্টিস কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন। এই লোকটি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকতেন তাহলে আজকে বাংলাদেশটা কেমন থাকতো? উন...
12/06/2025

বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন। এই লোকটি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকতেন তাহলে আজকে বাংলাদেশটা কেমন থাকতো? উনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতেন তাহলে কি মব জাস্টিস মব ভায়োলেন্স দেশের মধ্যে সন্ত্রাসের আকড়া কখনো কি গড়ে উঠতে পারতো? আইন-শৃঙ্খলার এত নিম্নমুখী বিপর্যয় হত বা অবনতি হতো? বর্তমান বাংলাদেশ কি উনার মত একজন স্বরাষ্ট্র উপদেষ্টার অভাব অনুভব করছে? উত্তরগুলো দিয়ে যাবেন। #রাজনীতি

06/06/2025

চোখ গেছে নষ্ট হয়ে, অন্তর গেছে বিষাক্ত হয়ে। গোলাম মাওলা রনি। #গোলাম_মাওলা_রনি #বাংলাদেশ #ভাইরালভিডিওシ #টকশো #রাজনীতি #আলাপচারিতা #ভাইরালভিডিওシভিডিওভিডিও

30/05/2025

এই সেই ভাইরাল ভিডিও। না দেখলে মিস করবেন।
゚viralシfypシ゚viralシalシ

29/05/2025

গত নয় মাসে নাকি এক টাকাও বিনিয়োগ আসেনি! না না এটা হতে পারে না এটা আমি বিশ্বাস করি না,বিশ্বাস করি না।।

24/05/2025

বাজান আমারে মাফ করে দেন আমার এইডা ভাইনগেন না। এটাই ছিল এই হতভাগা গরিবের আর্তনাদ। কিন্তু কে শুনে গরিবের কথা। #ভাইরালপোস্ট #বাংলাদেশ #মাতৃভুমি #প্রিয়_বাংলাদেশ ゚viralシfypシ゚viralシalシ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MRM 007 Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share