Daily Dhaka Press

Daily Dhaka Press A companion for the smart generation.

শুরু থেকেই এই তারকা পুত্র বুঝে গিয়েছিলেন যে, সে যদি নায়ক হিসেবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তার তুলনা তার ...
24/09/2025

শুরু থেকেই এই তারকা পুত্র বুঝে গিয়েছিলেন যে, সে যদি নায়ক হিসেবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তার তুলনা তার বাবার সাথে হতে বাধ্য।

রোমান্টিক বাদশা বলি বা বলি বলিউড বাদশা, শাহরুখ খানের কাছাকাছি যাবার ক্ষমতা যে কারোর নেই এটা বুদ্ধিমান আরিয়ান খান বুঝতে পেরেছিলেন।

তাই তো অন‍্যান‍্য নেপো কিডদের মতো, ডান্স, ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ না নিয়ে তিনি সরাসরি চলে যান ফিল্ম এবং টেলিভিশনের প্রডাকশনের উপর পড়াশোনা করতে। ভারত ইংল্যান্ড এবং সবশেষে আমেরিকার লস আ‍ন্জেলসেও পড়াশোনা করেন, ফিল্ম মেকিং এর উপর।

এলাম দেখলাম জয় করলাম। এই নীতিতে নয়, বরং বেশ ধীর গতিতে এগিয়েছেন এই ২৭ বছরের টগবগে যুবক। তিনি চেয়েছিলেন তাঁর কাজ দিয়ে পুরো বলিউডকে তাক লাগিয়ে দিতে। যা তিনি করতে সক্ষমও হয়েছেন। তার প্রথম কাজ The Ba***ds of Bollywood ইতিমধ্যে নেটফ্লিক্সে টপ টেনে যায়গা করে।নিয়েছে।

এই সিরিজের প্রতিটি দৃশ‍্যই প্রশংসিত হচ্ছে, প্রতিটি চরিত্রের কাছ থেকে তাদের সেরা কাজটাই বের করে নিতে পেরেছেন এই নবাগত পরিচালক। ক্যামিও চরিত্রে তিনি, তিন খানকে যেমন এক ছাদের নীচে আনতে পেরেছেন, তেমনি তাঁর সাথে হওয়া অন‍্যায়ের এক মধুর প্রতিশোধও নিয়েছেন তিনি তার এই প্রথম সিরিজেই।

তিনি যে পরিচালনায় তার দক্ষতার পরিচয় দিয়েছেন তা নয়, তিনি যে গুনীর কদর করতে জানেন তারও প্রমাণ দিয়েছেন শতভাগ। ইমরান হাশমিকে দিয়ে তিনি কোনো ক‍্যামিও চরিত্র করাননি, বেসিক‍্যালি তিনি ইমরান হাশমির হাতে জনতার অস্কার তুলে দিয়েছেন। এই সিরিজের পর থেকে বলিউড যে ইমরান হাশমিকে নিয়ে নতুন করে ভাববে, তাতে কোনো সন্দেহ নেই।

সবশেষে বলব, আরিয়ান খান, ধনী তারকা পুত্র হবার অনেক সুবিধা পেয়েছেন সত‍্যি, কিন্তু তিনি যে মেধাবী, তা তার শত্রুও স্বীকার করতে বাধ্য।।

দুর্দান্ত জয়, অভিনন্দন টিম বাংলাদেশ! এগিয়ে যাও লক্ষ্যে অবিচল থেকে... 🇧🇩⁩✌️🏆
20/09/2025

দুর্দান্ত জয়, অভিনন্দন টিম বাংলাদেশ!
এগিয়ে যাও লক্ষ্যে অবিচল থেকে... 🇧🇩⁩✌️🏆

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে  ৬০ নারী পেলেন সেলাই মেশিনআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবা...
20/09/2025

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে
৬০ নারী পেলেন সেলাই মেশিন

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জগন্নাথপুর আধুনিক অডিটরিয়ামে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন বলেন, বসুন্ধরা চায় না কেউ হাত পেতে চলুক। কেউ ধার নিয়ে চলুক।

আমাদের তখনই ভালো লাগবে, যখন শুনব এসব সেলাই মেশিন নিয়ে আপনারা স্বাবলম্বী হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, এ পর্যন্ত প্রায় ৩০ জেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সব মিলিয়ে প্রায় তিন হাজার সেলাই মেশিন বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ আরো তিন উপজেলায় সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সকাল ১১টায় আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টার আগেই উপকারভোগীরা আসতে শুরু করেন। ঢাকা থেকে আসা শুভসংঘের একটি দল ও বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্যরা আয়োজন সফল করতে সহযোগিতা করেন।

অধ্যাপক চাঁন মিয়া সরকারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া জাহান ইভা। এ ছাড়া এতে স্থানীয় সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অডিটরিয়ামের এককোণে মলিন মুখে বসে ছিলেন শাহজাদা বেগম। আপনিও কি সেলাই মেশিন পেয়েছেন-এমন প্রশ্নে একগাল হেসে নিলেন মাঝবয়সী ওই নারী।

তিনি বললেন, আমার এতিম নাতিনডা পাইছে। নাতিনডির জীবনডা লয়াঅই বাবতা আছলাম। অহন একটা কুল হইলো হেরার।

অনুষ্ঠানের শুরু থেকেই বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল সুরাইয়া জামানকে। উপকারভোগীদের মধ্যে তিনিও একজন। সুরাইয়া জামান বলেন, স্বামী মারা যাওয়ায় দুই শিশুসন্তানকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলাম।

শ্বশুরের সঙ্গে কৃষিকাজে সহায়তা করি। এখন সেলাই মেশিন পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। সেলাই করে আয় থেকে কিডনি সমস্যায় ভোগা ছোট ছেলের চিকিৎসাকাজে সহায়তা করতে পারব ভেবে ভালো লাগছে।

উপকারভোগী নাজমা আক্তার, ববিতা রানী শীল, জাহানারা বেগম তাদের কথায় বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগের প্রশংসা করেন। গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।

বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর বলেন, বসুন্ধরা গ্রুপ নারীসহ অসহায় মানুষদের স্বাবলম্বী করতে বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করে। এরই অংশ সেলাই মেশিন বিতরণ। আপনারা এটিকে কাজে লাগালে সার্থকতা আসবে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। পাশাপাশি তারা সমাজসেবামূলক কাজ করে। তাদের নাম যেন সারা বিশ্বে খচিত হয়, সেই দোয়া রইল।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া জাহান ইভা বলেন, বসুন্ধরা অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে। এখানে তাদের কোনো স্বার্থ নেই। এ ভালো কাজের সফলতা তখনই আসবে, যখন আপনারা এ মেশিন কাজে লাগিয়ে স্বাবলম্বী হবেন। আশা করি, আপনারা সেটা করবেন।

🌸 কিশোরী বয়সে চিত্রনায়িকা  #পপি তার বাবা-মায়ের সঙ্গে 🌸ঢালিউডের সোনালি পর্দার উজ্জ্বল নক্ষত্র সাদিকা পারভিন পপি সবসময়ই ছি...
10/09/2025

🌸 কিশোরী বয়সে চিত্রনায়িকা #পপি তার বাবা-মায়ের সঙ্গে 🌸

ঢালিউডের সোনালি পর্দার উজ্জ্বল নক্ষত্র সাদিকা পারভিন পপি সবসময়ই ছিলেন বাবার আদরের মেয়ে আর মায়ের ভরসার নাম। কিশোরী বয়সে বাবা-মায়ের সঙ্গে তাঁর ছবিগুলো এখনো হৃদয় ছুঁয়ে যায়।

👨‍👩‍👧পপির বাবার নামঃ আমির হোসেন – যিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান।

🌹 পপির মায়ের নাম: মরিয়ম বেগম – আজও তিনি মেয়ের শক্তি, সাহস আর ভালোবাসার সবচেয়ে বড় আশ্রয়।

✨ পপির জীবনে বাবা-মায়ের এই অসীম স্নেহ ও দোয়া-ভালোবাসাই তাঁকে গড়ে তুলেছে ঢালিউডের অন্যতম সফল ও শ্রদ্ধেয় নায়িকায়।

এই নায়িকারে আপনারা চিনতে পারছেন? আলোচিত একজন অভিনেত্রী। কিছুদিন আগে সুপারহিট একটি গান উপহার দিয়েছেন তিনি!
07/09/2025

এই নায়িকারে আপনারা চিনতে পারছেন?

আলোচিত একজন অভিনেত্রী। কিছুদিন আগে সুপারহিট একটি গান উপহার দিয়েছেন তিনি!

07/09/2025

জমে উঠেছে ডাকসু নির্বাচন....

02/09/2025

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নার্স সহ জনবল সংকট,চরম ভোগান্তিতে রোগীরা...

জোড়া অ্যাওয়ার্ড জিতলেন মেগাস্টার শাকিব খানশাকিব খান এমন একজন তারকা, যে তাকে জোড়া  অ্যাওয়ার্ডস দেয় অথচ উনি খোঁজ রাখে না,অ...
01/09/2025

জোড়া অ্যাওয়ার্ড জিতলেন মেগাস্টার শাকিব খান
শাকিব খান এমন একজন তারকা, যে তাকে জোড়া অ্যাওয়ার্ডস দেয় অথচ উনি খোঁজ রাখে না,অন্যরা যেখানে
অ্যাওয়ার্ড পাওয়ার জন্য দৌড়ায়।

বিশেষ করে নাটক থেকে আসা অভিনেতারা অ্যাওয়ার্ড পেলে ফেসবুকে এমন ভাবে পোস্ট করে মনে হয় অস্কার পেয়েছে😊।

শাকিব খানের মতে মানুষের ভালবাসায় সব থেকে বড় পুরস্কার।

29/08/2025

গাজীপুর কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকার ব্যস্ত রাস্তাগুলোর পাশে অবৈধভাবে হকার, দোকানি ও বিভিন্ন ব্যবসায়ীদের দখলে। যার ফলে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়...

সচেতনতা জরুরি। পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ছোঁ/য়া/চে রোগ ‘স্ক্যা'বি'স’ 😭স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ।এটি S...
27/08/2025

সচেতনতা জরুরি।
পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ছোঁ/য়া/চে রোগ ‘স্ক্যা'বি'স’ 😭
স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ।এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।
স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:
* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা, ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
👉 আঙুল ও পায়ের আঙুলের মাঝে
👉 কবজি
👉 কনুই ও হাঁটুর ভাঁজে
👉 বগলের নিচে
👉 কোমর
👉 নিতম্ব
স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।(সংগৃহীত)

নায়করাজ রাজ্জাকের প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশনসের লোগোতে ল্যাম্পপোস্টের নিচে একজন মানুষ ও একটি ডাস্টবিনের প্...
25/08/2025

নায়করাজ রাজ্জাকের প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশনসের লোগোতে ল্যাম্পপোস্টের নিচে একজন মানুষ ও একটি ডাস্টবিনের প্রতীক অনেকের মনেই কৌতূহল জাগায়।

রাজ্জাকের সুযোগ্য দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাট সম্প্রতি এই লোগোর পেছনের গল্পটি জানালেন।

১৯৬৪ সালে ঢাকায় এসে পরিচিত কেউ না থাকায় এবং কপর্দকহীন অবস্থায় পরিবারের সঙ্গে স্টেডিয়ামের একটি ল্যাম্পপোস্টের নিচে বসে রাত কাটিয়েছিলেন রাজ্জাক।

সেখান থেকেই তাঁর নতুন জীবনের শুরু। লোগোটি সেই সংগ্রামী জীবনেরই প্রতীক।

রাজ্জাকের পরিকল্পনা অনুযায়ী, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত এই লোগোর নকশা করেছিলেন। তাঁর সব প্রতিষ্ঠানে এই লোগোটি ব্যবহার করা হয়েছে।

এই ছবি পোস্ট দিয়ে জয়া আহসান লিখেছেন "In my working zone”!! ওয়ার্কে তিনি ব্যস্ত আছেন ঠিক আছে। কিন্তু সিল্ক স্মিতার ভঙিমায়...
24/08/2025

এই ছবি পোস্ট দিয়ে জয়া আহসান লিখেছেন "In my working zone”!!

ওয়ার্কে তিনি ব্যস্ত আছেন ঠিক আছে। কিন্তু সিল্ক স্মিতার ভঙিমায় পোজ দিয়ে খানিকটা অসুন্দর করেছেন।

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Daily Dhaka Press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Dhaka Press:

Share