24/09/2025
শুরু থেকেই এই তারকা পুত্র বুঝে গিয়েছিলেন যে, সে যদি নায়ক হিসেবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তার তুলনা তার বাবার সাথে হতে বাধ্য।
রোমান্টিক বাদশা বলি বা বলি বলিউড বাদশা, শাহরুখ খানের কাছাকাছি যাবার ক্ষমতা যে কারোর নেই এটা বুদ্ধিমান আরিয়ান খান বুঝতে পেরেছিলেন।
তাই তো অন্যান্য নেপো কিডদের মতো, ডান্স, ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ না নিয়ে তিনি সরাসরি চলে যান ফিল্ম এবং টেলিভিশনের প্রডাকশনের উপর পড়াশোনা করতে। ভারত ইংল্যান্ড এবং সবশেষে আমেরিকার লস আন্জেলসেও পড়াশোনা করেন, ফিল্ম মেকিং এর উপর।
এলাম দেখলাম জয় করলাম। এই নীতিতে নয়, বরং বেশ ধীর গতিতে এগিয়েছেন এই ২৭ বছরের টগবগে যুবক। তিনি চেয়েছিলেন তাঁর কাজ দিয়ে পুরো বলিউডকে তাক লাগিয়ে দিতে। যা তিনি করতে সক্ষমও হয়েছেন। তার প্রথম কাজ The Ba***ds of Bollywood ইতিমধ্যে নেটফ্লিক্সে টপ টেনে যায়গা করে।নিয়েছে।
এই সিরিজের প্রতিটি দৃশ্যই প্রশংসিত হচ্ছে, প্রতিটি চরিত্রের কাছ থেকে তাদের সেরা কাজটাই বের করে নিতে পেরেছেন এই নবাগত পরিচালক। ক্যামিও চরিত্রে তিনি, তিন খানকে যেমন এক ছাদের নীচে আনতে পেরেছেন, তেমনি তাঁর সাথে হওয়া অন্যায়ের এক মধুর প্রতিশোধও নিয়েছেন তিনি তার এই প্রথম সিরিজেই।
তিনি যে পরিচালনায় তার দক্ষতার পরিচয় দিয়েছেন তা নয়, তিনি যে গুনীর কদর করতে জানেন তারও প্রমাণ দিয়েছেন শতভাগ। ইমরান হাশমিকে দিয়ে তিনি কোনো ক্যামিও চরিত্র করাননি, বেসিক্যালি তিনি ইমরান হাশমির হাতে জনতার অস্কার তুলে দিয়েছেন। এই সিরিজের পর থেকে বলিউড যে ইমরান হাশমিকে নিয়ে নতুন করে ভাববে, তাতে কোনো সন্দেহ নেই।
সবশেষে বলব, আরিয়ান খান, ধনী তারকা পুত্র হবার অনেক সুবিধা পেয়েছেন সত্যি, কিন্তু তিনি যে মেধাবী, তা তার শত্রুও স্বীকার করতে বাধ্য।।