AHAAS

AHAAS লেখা আমার পেশা নয়;লেখা আমার ভালোলাগা,অভিনয় আমার পেশা নয়,অভিনয় আমার শখ❤️

-আহাস

দুঃখজনক।
21/11/2022

দুঃখজনক।

04/12/2021

...🍁🍁
মুক্তি পায় আত্মা থেকে যায় স্মৃতি, হারিয়ে যায় মানুষ,,হারায় না মায়া।

_____আহাস

04/12/2021

কিছু জিনিস হারিয়ে গেলেও মায়াটা হারিয়ে যায় না❤️

~আহাস

ফুল মনকে ভালো রাখার আরেকটি মাধ্যম।
04/12/2021

ফুল মনকে ভালো রাখার আরেকটি মাধ্যম।

25/11/2021
19/10/2021

গতরাতে এক মাইয়া আমারে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে,তার আইডি খান পরিদর্শন করে, একটু শাকিব খানের মতো ভাব নিলাম,আর মনে মনে ভেবে রাখলাম একটু পরে রিকুয়েষ্ট একসেপ্ট করবো।সাথে সাথে রিকুয়েষ্ট একসেপ্ট করলে আমার ভাবটা কমে যেতে পারে হাজার হোক আমি ছেলে মানুষ।

ও বাবা,একটু পর যায়ে দেখি;ওই মাইয়া ফ্রেন্ড রিকুয়েষ্ট ক্যানসেল করে দিছে,সাথে সাথে শাকিব খান থেকে বাপ্পা রাজ হয়ে গেলাম,শোকে কাতর হৃদয় আমার বলতে লাগলো,এ বিশ্বাস করিনা আমি,এ হতে পারেনা, এটা হতে পারেনা🥺

আয়নায় নিজেকে দেখে মুগ্ধ 😌
19/10/2021

আয়নায় নিজেকে দেখে মুগ্ধ 😌

19/10/2021

"রেইন লাভ" শর্ট ফ্লিমটা দেখে আমার বাচ্চা সুলভ মনটা কেমন জানি প্রেম করতে চাচ্ছে।

ইচ্ছে জাগছে আমিও যদি বাসে করে মিরপুর বা টঙ্গীতে অথবা গ্রামের বাড়িতে যাওয়ার সময় কোন মেয়ের উপর চরমভাবে ক্রাস খেয়ে তার সাথে চোখাচোখি করে প্রেমে চিৎপটাং হয়ে পড়ে যেতাম,সেও যদি বাসের ভিতরে আড়ে আড়ে আমাকে দেখতো, চোখেমুখে লেপ্টে থাকতো প্রেমে পড়ে যাওয়ার লক্ষণ,আহা কতোই না ভালো লাগতো।

তারপর নেমে যেতাম দুইজনে নিজ নিজ গন্তব্যে,পরে তার কথা ভেবে কষ্ট পেতাম, আফসোস করতাম ঈশ তার মোবাইল নাম্বার টা নিলে কতোই না ভালো হতো।
হয়তো অপর পাশ থেকে সেও এসবই ভাবতো।

এই ভাবে স্মৃতি হয়ে বেঁচে থাকতো দুই জনের চোখাচোখি ক্রাস খাওয়ার জার্নি বাই প্রেম-কাহিনি।

"তুমি আমারই,ও সুন্দরী
দু'টি দেহে এক প্রাণরে,
ও আমার জানরে,
ও আমার প্রাণরে"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHAAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category