মতামত

মতামত সত্য প্রচারে অভয়
(1)

ইন্না-লিল্লাহ
11/12/2024

ইন্না-লিল্লাহ

22/09/2024

মসজিদ ভেঙ্গে মন্দির করা জাতি,
আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়।
স্বজাতির রক্তে হলি খেলা 'লীগ',
আমাদেরকে মানবতার সবক দেয়।
মতামত Muhammad Eusuf Ali
Mohammad Eusuf Ali

17/08/2024

২০২৩ সালের ১৫ আগষ্ট ঢাকায়
মাওলানা সাঈদী রহি. এর জানাজা পড়তে দেয়া হয় নি।
ইতিহাসের নির্মম পরিহাস,
ঠিক তার এক বছরের ব্যবধানে আজ
২০২৪ সালের ১৫ আগষ্ট অনেক বিখ্যাত মানুষের জন্যে
শোক প্রকাশের লোকও খুজে পাওয়া যাচ্ছেনা।

মতামত শায়েখ Mokhter Ahmad

16/08/2024

জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের।

মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।

এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন কেবল মজা না নিয়ে শিক্ষাও গ্রহণ করি।
মতামত শায়েখ Ahmadullah

বায়তুল মোকাররমের নতুন খতিব (ভারপ্রাপ্ত) ড. ওয়ালিউর রহমান খান আজহারী।
16/08/2024

বায়তুল মোকাররমের নতুন খতিব (ভারপ্রাপ্ত) ড. ওয়ালিউর রহমান খান আজহারী।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী'রা কেমন একটা উদাহরণ দেই...ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০১৮ সালের জানুয়ারি মাসে ৮ বছর বয়সী পিচ্চি...
16/08/2024

ভারতের উগ্র হিন্দুত্ববাদী'রা কেমন একটা উদাহরণ দেই...

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০১৮ সালের জানুয়ারি মাসে ৮ বছর বয়সী পিচ্চি বোন আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে ধ’র্ষণ ও খু’ন করা হয়েছিল।

মন্দিরের পুরোহিত সঞ্জিরাম, তার ছেলে, ভাগ্নে এবং পুলিশ অফিসার দীপক শিশুটিকে ধ’র্ষণ করে। পরবর্তীতে জানা যায়, দু’জন পুলিশ অফিসারসহ আটজন মেয়েটিকে আটদিন ধরে ধ’র্ষণের পর পাথর দিয়ে মাথায় আঘাত করে হ’ত্য| করে। আসিফার দেহ রাসানা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। আসিফাকে তাদের গোষ্ঠীর লোকেরা নিজ ভিটেতে দাফন করতে চেয়েছিল। কিন্তু আসিফার লাশ দাফন করতে গেলেও হিন্দুত্ববাদী'রা বাধা দেয়। তারপর ৪০ কিলোমিটার দূরে কাঠুয়া জেলার একটি গ্রামের জঙ্গলে আসিফাকে কবর দেয়া হয়। আসিফার জানাজায় হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ।

একটা শিশুকে ৮ দিন ধরে ধ’র্ষণ করেছে!

৮ জন মিলে!

৮ টা দিন!

তারপর কি করলো? পাথর দিয়ে হ'ত্য| করলো...

কারা করেছে?
১. মন্দিরের পুরোহিত
২. পুরোহিতের নিজের ছেলে
৩. তার ভাগিনা
৪. দু'জন পুলিশ অফিসার
৫. আরও কয়েকজন মিলে....

এই কেইসটা বাংলাদেশে ভাইরাল হয়নি কারণ বোন আসিফা বানু মুসলিমাহ্ ছিল। কোনো এলিট কেউ ছিলো না...

10/08/2024

ব্রেকিং নিউজ : রাতেই স্বাধীন হচ্ছে গোপালগঞ্জ

09/08/2024

এখন পর্যন্ত যতজন ডাকাত ধরা পরছে
সবাই আম্লীগের নেতা-কর্মী।
সদরঘাট এলাকায় ধরা পরা
একজন চাঁদাবাজ যুবদলের কর্মী।

শেখ হাসিনাকে দেশে এনে জনগণের হাতে তুলে দিবেন।
07/08/2024

শেখ হাসিনাকে দেশে এনে
জনগণের হাতে তুলে দিবেন।

04/08/2024

ব্রেকিং নিউজ:
ছাত্রদের ১ দফার সাথে
ওবায়দুল কাদেরের সংহতি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মতামত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share