
07/01/2024
#অভিনন্দন_ব্যারিস্টার_সুমন
পরিশ্রম রূপান্তরিত হয়েছে গণজোয়ারে। এবারের সংসদ সদস্য নির্বাচনে তৈরি করেছেন নতুন রেকর্ড। বাংলাদেশের ফুটবল বদলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসনে জয়যুক্ত। ভোটার সংকটের নির্বাচনে ব্যারিস্টার সুমনের আসনের ৮০% মানুষ ভোট দিয়েছেন।
প্রমাণিত হল, কাজ করলে ফল আসতে বাধ্য!