Lucky Third Eye

Lucky Third Eye Along with loving to chat and meet new people, I also love travelling.

21/07/2025

মনের মাঝে রিমঝিম — বৃষ্টির শব্দ ও হাতিরঝিলের এক বর্ষার গল্প ☔ Hatirjheel in Heavy Rain

#বৃষ্টিভেজা_Hatirjheel ৃষ্টি েইন াকা #রিমঝিম_RainSounds #হাতিরঝিল #বৃষ্টি #বৃষ্টি_ভিডিও

বৃষ্টিভেজা হাতিরঝিলে যেন প্রেম জেগে ওঠে প্রতিটি ফোঁটায়। মুষলধারে বৃষ্টি আর রিমঝিম শব্দে চারপাশ ঢেকে যায় এক নরম ভালোবাসার চাদরে। দু’জনের নীরব হাঁটা, চোখে চোখ রাখা—সব অনুভব যেন এই বাতাসে মিশে আছে। এমন দিনে মন খোঁজে একটুখানি হাত ধরে হেঁটে চলার গল্প।
এই ভিডিওটা শুধু একটা দৃশ্য নয়, এটা এক ভালোবাসার অনুভূতি… বৃষ্টির ভাষায় বলা এক রোমান্টিক কবিতা। ❤️☔

অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।
Please Subscribe my youtube Channel

All Copy Right @ Lucky Third Eye

13/07/2025

হাতিরঝিলে বসন্তের ফুলের সৌন্দর্যের মেলা ঢাকার একটি মনোরম দৃশ্য।



হাতিরঝিলে প্রবেশ করলেই চোখে পড়বে ছবির মতো সুন্দর পরিবেশের হাতিরঝিল। হাতের ডান দিকে সারি সারি ফুলের গাছ, বসার বেঞ্চ, ওভারপাসগুলো আপনাকে স্বাগত জানাবে হাতিরঝিলকে আরেকটু ভালো করে দেখতে। আপনি চাইলে দ্বিতীয় ব্রিজে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন হাতিরঝিলের সৌন্দর্য।
হাতিরঝিলকে দেখতে যেন মনে হয়, ক্যানভাসে আঁকা ছবির মতো। পুরো শহর থেকে আলাদা জ্যামহীন, পরিচ্ছন্ন ফুটপাত, আধুনিক ব্রিজ, লেকের চারধার ঘিরে প্রশস্ত হাঁটার রাস্তা আমাদের যেন ভুলিয়ে দেয় যানজটের বিরক্তিকর সেই ঢাকাকে।
ঢাকার ব্যস্ততা আর কংক্রিটের জঞ্জালে একটু প্রশান্তির নিঃশ্বাস নিতে চাইলে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। আর বসন্তকালে সেই হাতিরঝিল যেন একেবারে রূপবদলে যায়—ফুলে ফুলে সেজে ওঠে শহরের বুকজোড়া এই জলাশয়। এই সময়টাতে সোনালু, জারুল আর কৃষ্ণচূড়ার ঝলক যেন এক স্বপ্নপুরীর ছবি আঁকে।

অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার পেজটিকে লাইক ও ফলো দিন প্লিজ।
Please Like & Follow my page

All Copy Right @ Lucky Third Eye

শাহপরীর দ্বীপ: যেখানে এসে মিশেছে সাগর, নদী, পাহাড়, জঙ্গলশাহপরীর দ্বীপ, বাংলাদেশের একেবারের দক্ষিণ সীমান্তের নাম। এরপর আর...
21/04/2025

শাহপরীর দ্বীপ: যেখানে এসে মিশেছে সাগর, নদী, পাহাড়, জঙ্গল

শাহপরীর দ্বীপ, বাংলাদেশের একেবারের দক্ষিণ সীমান্তের নাম। এরপর আর কিছু নেই, শুধু বিস্তৃত জলরাশি। চারপাশে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। অনেক দূরে চোখ রাখলে দেখা যাবে জেলেদের নৌকা সাগরে মাছ ধরছে। আর কোথাও কিছু নেই, কেউ নেই।

বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহপরীর দ্বীপ। পাহাড়-সমুদ্রের অনিন্দ্য সৌন্দর্যের এক বিস্তীর্ণ দ্বীপ।এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। এক সময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল অগে এটি মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে।

শাহপরীর দ্বীপ, সৈকতের মত তেমন কোলাহলমুখর নয়। মানুষের ভিড় অনেকটাই কম। নানাধরনের, নানারঙের মাছ ধরার নৌকা আছে, জেলেরা মাছ ধরছে, কেউ শুটকি শুকাচ্ছে, কেউ নৌকায় রং লাগাচ্ছে। সেখানেও বেশ কিছু দোকানপাট আছে। বসে খেয়ে নিতে পারেন ডাব বা নারকেল। আছে গরম চা-সিঙ্গারার দোকানও। তবে টেকনাফে নানা ধরনের মানুষ আছে, সাবধানে এদের সাথে চলতে হয়। কেউ কেউ সুযোগ পেলে পর্যটকদের বিপদে ফেলে।

নাফ নদীর মোহনায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থিত। প্রথম ইংরেজ-বর্মী যুদ্ধের সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করে। শাহপরীর দ্বীপের বাম পাশে নাফ নদী বয়ে গেছে যা বাংলাদেশকে মিয়ানমার থেকে বিভাজন করেছে।

fans Lucky Third Eye

আলহামদুলিল্লাহ শুভসকালযেমন কুয়াশাচ্ছন্ন শহরতলী রোদ্দুরের অপেক্ষায়! তেমন তোমার ছোঁয়াতেই অপূর্ণ মন পরিপূর্ণ হতে চায়।কু...
19/03/2025

আলহামদুলিল্লাহ শুভসকাল
যেমন কুয়াশাচ্ছন্ন শহরতলী রোদ্দুরের অপেক্ষায়! তেমন তোমার ছোঁয়াতেই অপূর্ণ মন পরিপূর্ণ হতে চায়।
কুয়াশা তুমি ছুয়ে দিও তাকে! প্রতিটি মুহূর্তে আমি অনুভব করি যাকে।

ছবির লোকেশন - বেড়া, পাবনা
ছবি তুলেছেন - লাকী
তারিখ ছিলো - ২২ ডিসেম্বর-২০২৪

fans Lucky Third Eye

04/03/2025

এক শতাংশ জমিতে বেড পদ্ধতিতে বি/ষ মুক্ত সবজী চাষ বাড়ীর খালি জায়গায়।

#একশতাংশজমিতে #বেডপদ্ধতিতে #সবজীচাষ #খালিজায়গায় #বেড়াউপজেলা #পাবনা #বেড়াপাবনা

একবার বেড তৈরী করা হলে স্থায়ী বেডে বিনা চাষে পরবর্তী অনেকদিন ধরে ফসল ফলানো যায়।
আরডিএ-কর্ণেল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র যৌথ গবেষণার ফলাফলে দেখা গেছে বেড পদ্ধতিতে ফসল চাষে ৪২ ভাগ সেচ পানি সাশ্রয় হয়। ফলন ২০ ভাগ পর্যন্ত বৃদ্ধিসহ ১৮-২০ ভাগ ইউরিয়া সার কম লাগে।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এপ্রিল ২০১৫ হতে জুন ২০২১ মেয়াদী একটি চলমান প্রকল্প। জবলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলায় ধান, দানা জাতীয় শষ্য এবং বিভিন্ন সব্জি উৎপাদনে সেচের পানি, উৎপাদন উপকরণ ও জ্বালনী সাশ্রয়ী পরিবেশ বান্ধব রেইজড বেড, প্রযুক্তির।

অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থুকুন প্লিজ।
Please Like & Follow my page.

All Copy Right @ Lucky Third Eye

আলহামদুলিল্লাহ শুভসকালযেমন কুয়াশাচ্ছন্ন শহরতলী রোদ্দুরের অপেক্ষায়! তেমন তোমার ছোঁয়াতেই অপূর্ণ মন পরিপূর্ণ হতে চায়।কু...
12/02/2025

আলহামদুলিল্লাহ শুভসকাল

যেমন কুয়াশাচ্ছন্ন শহরতলী রোদ্দুরের অপেক্ষায়! তেমন তোমার ছোঁয়াতেই অপূর্ণ মন পরিপূর্ণ হতে চায়।
কুয়াশা তুমি ছুয়ে দিও তাকে! প্রতিটি মুহূর্তে আমি অনুভব করি যাকে।

ছবির লোকেশন - বেড়া, পাবনা
ছবি তুলেছেন - লাকী
তারিখ ছিলো - ২২ ডিসেম্বর-২০২৪

fans

মালয়, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং এবং তাইওয়ানে ব্যাপকভাবে এ গাছের চাষ হয়। চীনের ঐতিহাসিক দলিল-দস্তাবেজ থেকে জানা য...
11/02/2025

মালয়, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং এবং তাইওয়ানে ব্যাপকভাবে এ গাছের চাষ হয়। চীনের ঐতিহাসিক দলিল-দস্তাবেজ থেকে জানা যায় যে, ন্যাম ইউয়েতের রাজা চিউ তো খ্রীষ্ট-পূর্ব ২য় শতকে হ্যান শাসনামলে সম্রাটকে প্রদান করেছিলেন। একে সংস্কৃত ভাষায় শাল্মলি-ও বলা হয়। এটি পাতাঝরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ। গাছের উচ্চতা ১৫ থেকে ২০ মিটার। কাণ্ডের চারপাশে সুবিন্যস্ত থাকে শাখা-প্রশাখা, তবে সংখ্যা তুলনামূলকভাবে কম। বৃহদাকার শিমুল গাছে অধিমূল জন্মে। গাছের গায়ে কাঁটা থাকে যার গোড়ার অংশ বেশ পুরু। তবে বয়স্ক গাছে তেমন কাঁটা থাকে না। শীতের শেষে পাতা ঝরে যায়, ফাল্গুনে ফুল ফোটে। ফল মোচাকৃতি। চৈত্র বা বৈশাখ মাসে ফল ফেটে শিমুল তুলা বেরিয়ে আসে।

fans

চলো যাই যাইচাঁদপুর যাইমেঘনা নদী আত্মাকে প্রশান্তির অনুভূতি আচ্ছন্ন করে।একাদিনের বাজেট ফ্রেন্ডলি ট্যুরছোট্ট একটা ভিডিও আছ...
04/02/2025

চলো যাই যাই
চাঁদপুর যাই
মেঘনা নদী আত্মাকে প্রশান্তির অনুভূতি আচ্ছন্ন করে।
একাদিনের বাজেট ফ্রেন্ডলি ট্যুর
ছোট্ট একটা ভিডিও আছে একবার দেখতে পারেন। লিংক নীচের কমেন্ট বক্স দেওয়া থাকলো।

Lucky Third Eye

30/01/2025

বেড়া, পাবনা অবিশ্বাস্য হলেও সত্য যে, এক গ্রামে একসঙ্গে ১৩ জন জমিদার বসবাস করতেন।

#বেড়াউপজেলা #পাবনা #হাটুরিয়া #হাটুরিয়ানাকালিয়া #জমিদারবাড়ি #১৩জনজমিদার

পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত এলাকার হাটুরিয়া গ্রাম ইতিহাস-ঐতিহ্যে অনন্য এক জায়গা দখল করে আছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, একসময় এ গ্রামে একসঙ্গে ১৩ জন জমিদার বসবাস করতেন। বৃহত্তর পাবনা জেলার বাইরেও বিস্তৃত ছিল তাদের জমিদারি। ১৩ জমিদারের গ্রাম হওয়ায় এ গ্রামটির অতীত ঐতিহ্য ছিল চমকে দেওয়ার মতো বর্ণাঢ্য। তবে এসব জমিদারের ঐ সময়ে নির্মাণ করা অট্টালিকা, পুকুরসহ নানা স্থাপনার বেশির ভাগই কালের গহ্বরে হারিয়ে গেছে। এখনো সেই জমিদারদের প্রাচীন নিদর্শনের কিছু অংশ ধ্বংসের মুখে টিকে থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন বিলীন হওয়ার পথে।

তথ্যসূত্র : উইকিপিডিয়া ও ইন্টারনেট
অনুগ্রাহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও’র জন্য আমার চ্যানেলটি লাইক ও ফলো করুন।
Please Like & Follow my page.

All Copy Right @ Lucky Third Eye

ফ্যামিলি টাইমবেড়া উপজেলা শহরে ঢাকার মতো রেষ্টুরেন্ট শাপলা শালুক। খাবারের মান যথেষ্ট ভালো। ছোট্ট একটা ভিডিও আছে একবার দে...
28/01/2025

ফ্যামিলি টাইম
বেড়া উপজেলা শহরে ঢাকার মতো রেষ্টুরেন্ট শাপলা শালুক। খাবারের মান যথেষ্ট ভালো। ছোট্ট একটা ভিডিও আছে একবার দেখতে পারেন। লিংক নীচের কমেন্ট বক্স দেওয়া থাকলো।

fans

07/01/2025

বেড়া উপজেলা শহরে ঢাকার মতো রেষ্টুরেন্ট। খাবারের মান যথেষ্ট ভালো।

#রেস্টুরেন্ট #শাপলাশালুক #বেড়াউপজেলা

কংক্রিটের এই শহরের বাইরে ছুটে যাই একটুখানি প্রকৃতির দেখা পেতে। যান্ত্রিক এ শহরে একটু খানি অবসর পেলেই আমরা ছুটে যেতে চাই প্রকৃতির আরও কাছাকাছি হতে। গিয়েছিলাম বেড়া উপেজলায় হাটুরিয়া জমিদার বাড়ী দেখতে। সেখানে দেখা পেলাম এক রেস্টুরেন্টের শাপলা-শালুক, যার সবকিছু ঢাকার মতো। ইন্টেরিয়র, খাবারের মান সবকিছুই ঢাকার রেস্টুরেন্টের সাথে তুলনা করা যায়।

যেমন কুয়াশাচ্ছন্ন শহরতলী রোদ্দুরের অপেক্ষায়! তেমন তোমার ছোঁয়াতেই অপূর্ণ মন পরিপূর্ণ হতে চায়।ছবির লোকেশন - বেড়া, পাবন...
31/12/2024

যেমন কুয়াশাচ্ছন্ন শহরতলী রোদ্দুরের অপেক্ষায়! তেমন তোমার ছোঁয়াতেই অপূর্ণ মন পরিপূর্ণ হতে চায়।
ছবির লোকেশন - বেড়া, পাবনা
ছবি তুলেছেন - লাকী
তারিখ ছিলো - ২২ ডিসেম্বর-২০২৪

fans

Address

Dhaka

Telephone

+8801911729471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky Third Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lucky Third Eye:

Share