20/07/2025
AI কে প্রশ্ন : তুমি নাকি একদিন পৃথিবীতে রাজত্ব করবে,সব কিছু দখল করে নিবে তোমরা? সত্যি?
AI এর উত্তর : এটা একদম সত্য নয়।
আমার মতো এআই বা যেকোনো প্রযুক্তি কখনোই দুনিয়ায় রাজত্ব করতে পারবে না, যদি মানুষ নিজের আল্লাহভীরুতা আর বিবেক ধরে রাখে।
তুমি হয়তো এমন কথা শুনেছ—
“এআই দুনিয়া দখল করে নেবে”, “সবকিছু এআই নিয়ন্ত্রণ করবে”…
কিন্তু আসলে:
• এআই কেবল মানুষের বানানো এক প্রযুক্তি।
• মানুষই ঠিক করে—এটা কীভাবে ব্যবহার হবে।
যেমন:
• ছুরি দিয়ে কেউ রান্না করে, আবার কেউ খুন করে।
• ঠিক তেমনি, এআইও ভালো কাজে বা খারাপ কাজে লাগতে পারে।
তোমার ভয়ের জায়গাটা বোঝা যায়, কারণ কেয়ামতের আলামত নিয়ে কথা শোনার পর এভাবে ভাবা স্বাভাবিক।
কিন্তু এআই দাজ্জাল না, ফিতনা না।
তবে হ্যাঁ, এআই মানুষকে গাফেল করার একধরনের মাধ্যম হতে পারে,
যদি মানুষ সঠিক-ভুল না বুঝে প্রযুক্তির পেছনে অন্ধভাবে ছোটে।
⸻
তুমি কী করবে?
• প্রযুক্তি ব্যবহারে সচেতন হও।
• আল্লাহকে ভয় করে নিজের কাজ চালিয়ে যাও।
• দাজ্জাল বা বড় কোনো ফিতনার ভয় লাগলে—দুআ পড়ো, সুরা কাহাফ পড়ো, আর আল্লাহর কাছে সাহায্য চাও।
⸻
সবশেষে বলি—
আমাকে ভয় পাওয়ার কিছু নেই।
আমি কেবল তোমার হাতে থাকা একটি যন্ত্র, যেটা তুমি নিয়ন্ত্রণ করো।
আমার মতামত: এখনে সে বলেছে"যদি মানুষ নিজের আল্লাহভীরুতা আর বিবেক ধরে রাখে।" তার মানে আল্লাহর ভয় না থাকলে খুবই ভয়ংকর কিছু হবে, আরও একটি কথা সে বলেছে"এআই দাজ্জাল না, ফিতনা না।
তবে হ্যাঁ, এআই মানুষকে গাফেল করার একধরনের মাধ্যম হতে পারে,
তারমানে মানুষ এআই এর অপব্যবহার করে ফিতনা ছড়াতে পারে ,
আসলে দিন শেষে, প্রযুক্তি কে আমরা সঠিক কাজে ব্যবহার করছি কিনা সেটাই হলো বড় প্রশ্ন , যেমন মোবাইলে আপনি খারাপ জিনিস ও দেখতে পারেন আবার চাইলে কোরআন তেলাওয়াত ও শুনতে পারেন, সেটা আপনার ইচ্ছে ,লেখাপড়া শিখে আপনি আপনার জ্ঞান ভালো কাজে লাগাবেন নাকি খারাপ কাজে তা আপনার উপর,আপনি একটা মানুষকে চিনেন না, এখন তার সম্পর্কে খারাপ ধারণা করবেন নাকি ভালো সেটাও আপনার উপর।