22/10/2025
প্রিয় মস্তিষ্ক!
দয়া করে একটু থেমে যাও, প্রতিটা মুহূর্তে এত চিন্তা, এত প্রশ্ন, এত উত্তর-আমি আর পারছি না।
শরীর ক্লান্ত নয় যতটা, তার চেয়েও বেশি ক্লান্ত আমি ভিতর থেকে।
ঘুমোতে গেলে বিশ্রাম নয়, বরং তোমার চিন্তার ভিড়ে হারিয়ে যাই বারবার।
একটু শান্তি চাই,
একটু নিঃশ্বাস নিতে চাই- চিন্তামুক্ত....🫀🖤