আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰

আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰 আতিফা হোসেন আয়রা
নামিরাহ হোসেন নীরা, আমার দুই রাজকন্যা। তাদের ঘিরেই আমাদের গল্প। আমার ছোট্ট নীড়।
(113)

প্রিয় মস্তিষ্ক!দয়া করে একটু থেমে যাও, প্রতিটা মুহূর্তে এত চিন্তা, এত প্রশ্ন, এত উত্তর-আমি আর পারছি না।শরীর ক্লান্ত নয়...
22/10/2025

প্রিয় মস্তিষ্ক!

দয়া করে একটু থেমে যাও, প্রতিটা মুহূর্তে এত চিন্তা, এত প্রশ্ন, এত উত্তর-আমি আর পারছি না।

শরীর ক্লান্ত নয় যতটা, তার চেয়েও বেশি ক্লান্ত আমি ভিতর থেকে।

ঘুমোতে গেলে বিশ্রাম নয়, বরং তোমার চিন্তার ভিড়ে হারিয়ে যাই বারবার।

একটু শান্তি চাই,

একটু নিঃশ্বাস নিতে চাই- চিন্তামুক্ত....🫀🖤

প্রসঙ্গটা যদি আমায় নিয়ে হয় তবে , আমি খুব শান্তি প্রিয় , তবে সুখ খুজি নাহ! সে তো অল্পের অতিথি _ আসে , হাসে , ফুরায়। আমি আ...
18/10/2025

প্রসঙ্গটা যদি আমায় নিয়ে হয় তবে ,
আমি খুব শান্তি প্রিয় , তবে সুখ খুজি নাহ!
সে তো অল্পের অতিথি _ আসে , হাসে , ফুরায়।

আমি আত্মার শান্তি চাই , যেখানে হাসতে হয়নাহ জোর করে
ভালো থাকতে হয়না কারোও জন্য , যেখানে সুখের মোহে বাঁধা পড়ে থাকতে হয়নাহ।
কেবলই আত্মার বিশ্রাম , ক্ষণিক হাসি নয়।

“কখনো মনে হয় সব শেষ,কিন্তু আসলে তখনই শুরু হয় নতুন অধ্যায়।জীবন এমনই—যে থেমে যায়, সে হেরে যায়;যে হাঁটতে থাকে,তাকে সময...
12/10/2025

“কখনো মনে হয় সব শেষ,
কিন্তু আসলে তখনই শুরু হয় নতুন অধ্যায়।
জীবন এমনই—
যে থেমে যায়, সে হেরে যায়;
যে হাঁটতে থাকে,
তাকে সময় একদিন হাত ধরে এগিয়ে নিয়ে যায়।”
🌸🌸🌸

🥀সময় ও পরিস্থিতির কাছে মানুষ অসহায়!জীবনে কখনো কি ঘটতে পারে কেউ বলতে পারে না। জীবনের ভ্রমণটা বড়ই অদ্ভুত।সময় সবসময় শক্তি...
06/10/2025

🥀সময় ও পরিস্থিতির কাছে মানুষ অসহায়!জীবনে কখনো কি ঘটতে পারে কেউ বলতে পারে না। জীবনের ভ্রমণটা বড়ই অদ্ভুত।সময় সবসময় শক্তিশালী!তাই কারো সাথে অমানুষের মত আচরণ করা ঠিক নয়।কেননা আপনাকেও বুঝিয়ে দেওয়া হবে আপনার সময় হলে!এখন আপনি কিভাবে চলবেন কাল সেটা আপনার উপর ব্যবহার হবে!❤️

সব 'অভ্যাস' হয়ে যায়! দেখতে দেখতে সবকিছুই অভ্যাস হয়ে যায় ! একটা সময় মানুষের ভালো ব্যবহার গুলোতে আমরা অভ্যস্ত হয়ে যা...
04/10/2025

সব 'অভ্যাস' হয়ে যায়!

দেখতে দেখতে সবকিছুই অভ্যাস হয়ে যায় ! একটা সময় মানুষের ভালো ব্যবহার গুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই কিন্তু হুট করে তাদের খারাপ ব্যবহার গুলো আমাদের কাছে হয়ে যায় অপ্রত্যাশিত!

তবে এটা দেখতে দেখতে আবার অভ্যাসে পরিণত হয়ে যায়।
খুব কাছের মানুষ নিয়ম করে খোঁজ নেয় না এটাও অভ্যাস হয়ে যায়।

মানুষের জীবন কেটে যায় সবকিছুতে অভ্যস্ত হতে হতে'ই-
অভ্যাস'ই মানুষের দাস !

🥀ভাব-সম্প্রসারণের একটা লাইনের ব্যাখ্যা সহজেই অসংখ্য লাইন লেখা যায়। কিন্তু সারাংশের অসংখ্য লাইনের ব্যাখ্যা,  সারমর্ম লেখ...
28/09/2025

🥀ভাব-সম্প্রসারণের একটা লাইনের ব্যাখ্যা সহজেই
অসংখ্য লাইন লেখা যায়।
কিন্তু সারাংশের অসংখ্য লাইনের ব্যাখ্যা,
সারমর্ম লেখা বেশ কঠিন।
জীবনটাও ঠিক একইরকম...🦋💌

🥀শুভ সকাল

27/09/2025

আসসালামু আলাইকুম
Daily vlog #174
Attending Asian tourism fair
+ Art competition

🥀শখ আর শো অফ এর মধ্যে পার্থক্য হচ্ছে --শখ নিজের জন্য আর শো অফ মানুষের জন্য! প্রথমটা আপনাকে তৃপ্তি দেবে আরদ্বিতীয়টা আপনাক...
21/09/2025

🥀শখ আর শো অফ এর মধ্যে পার্থক্য হচ্ছে --
শখ নিজের জন্য আর শো অফ মানুষের জন্য!
প্রথমটা আপনাকে তৃপ্তি দেবে আর
দ্বিতীয়টা আপনাকে করবে অতৃপ্ত আত্মা,
এর কোন শেষ নেই...! 🖤

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 12th Asian tourism fair 2025
19/09/2025

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
12th Asian tourism fair 2025

কাছে গিয়ে দেখলাম দূরত্ব সুন্দর,, যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী-ছুঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশ...
16/09/2025

কাছে গিয়ে দেখলাম দূরত্ব সুন্দর,,
যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী-
ছুঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি সুন্দর ”
অতি প্রিয় কোন কিছুই ছুঁয়ে ফেলতে নেই,
অতঃপর দূরত্ব সুন্দর.....

13/09/2025

আসসালামু আলাইকুম
Daily vlog #173
বন্ধুদের সাথে কাটানো সুন্দর একটি দিন

Today is my Princess Birthday 🎂🍰🧁Pray for her ❤️
10/09/2025

Today is my Princess Birthday 🎂🍰🧁
Pray for her ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share