আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰

আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰 আতিফা হোসেন আয়রা
নামিরাহ হোসেন নীরা, আমার দুই রাজকন্যা। তাদের ঘিরেই আমাদের গল্প। আমার ছোট্ট নীড়।
(114)

🥀সবাই ভাবে প্রতিচ্ছবি মানেই সত্য, কিন্তু আলো বদলালেই মুখ বদলে যায়। আয়নাও নিরপেক্ষ নয়—যে আলো তাকে দেখায়, সে কেবল সেটাই ফি...
08/08/2025

🥀সবাই ভাবে প্রতিচ্ছবি মানেই সত্য,
কিন্তু আলো বদলালেই মুখ বদলে যায়।
আয়নাও নিরপেক্ষ নয়—যে আলো তাকে দেখায়, সে কেবল সেটাই ফিরিয়ে দেয়। এই দুনিয়াতেও তাই—চেহারা নয়, পরিস্থিতি বদলালেই মানুষ বদলায়।
তাই চোখে যা দেখি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ… কাকে কোন আলোয় দেখছি।
🥀শুভ রাত্রি

06/08/2025

নীরা মনির পড়াশোনা 💞 #মাশআল্লাহ

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
04/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

সবকিছু শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমনই যথেষ্ট!আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আমার গল্পের...
03/08/2025

সবকিছু শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমনই যথেষ্ট!

আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আমার গল্পের অংশ। ’Perfection’ বলে আসলে কিছুই হয় না!

I am enough just the way I am 🥀💞

Ayra Moni 🥰 Neera💞
01/08/2025

Ayra Moni 🥰 Neera💞

কখনো নিজেকে নিয়ে কিছু চাওয়ার সুযোগ থাকলে,আমি চাইতাম স্বপ্ন।অচেনা আকাশের নিচে একটুখানি উড়ে বেড়ানো,নিঃশব্দে নিজেকে ছুঁ...
17/07/2025

কখনো নিজেকে নিয়ে কিছু চাওয়ার সুযোগ থাকলে,
আমি চাইতাম স্বপ্ন।
অচেনা আকাশের নিচে একটুখানি উড়ে বেড়ানো,
নিঃশব্দে নিজেকে ছুঁয়ে ফেলার মতো এক অনুভব।

আমি চাইতাম এমন স্বপ্ন,
যেখানে ভাঙন নেই, শুধু গড়ার ইচ্ছা।
যেখানে চোখে জল এলে,
তার মানে শুধু সাহস জমছে বুকের ভেতর।

চাইতাম একটা স্বপ্ন,
যে স্বপ্নে আমি থাকবো আমার মতোন।
আমার ভাবনা গুলো প্রাধান্য পাবে আমার কাছে।

আমি আমাকেই চিনি না। যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তা'কিয়ে দেখি, চেনা...
12/07/2025

আমি আমাকেই চিনি না।
যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল?
আয়নায় তা'কিয়ে দেখি, চেনা মুখ, অচেনা মা'নুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থা'কা অনেক না-বলা কথা।

কখন যে বদলে গেছি নিজেই জানিনা, অভিমান জমেছে অভ্যাসের মত, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সব কিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকা'ল নিজেকে'ই হারিয়ে ফেলি।

23/06/2025

আসসালামু আলাইকুম
Daily vlog #171
হলদে পাখি নীল কমল অ্যওয়ার্ড ২০২৫
বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

একমুঠো কদমের অপূর্ণতায়বলা হয়ে ওঠেনি 'বর্ষা আমার প্রিয় ঋতু'।আলগোছে খুলে রাখা কপাট,দুয়ারে দাঁড়িয়ে বললো না কেউ;'তোমায় দিলাম...
21/06/2025

একমুঠো কদমের অপূর্ণতায়
বলা হয়ে ওঠেনি 'বর্ষা আমার প্রিয় ঋতু'।
আলগোছে খুলে রাখা কপাট,
দুয়ারে দাঁড়িয়ে বললো না কেউ;
'তোমায় দিলাম বাদলা দিনের প্রথম কদম ফুল'।

পঁচিশ বর্ষা গত হয়ে গেল
বর্ষণে বর্ষণে ডুবে গেল মনের উঠোন।
কদমের দিন শেষে শরত আসে
অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে ভাবি;
আসছে বর্ষায় যদি কেউ আসে,
যদি হাতভর্তি কদম বাড়িয়ে দিয়ে বলে
সে আমায় ভালোবাসে!

কবিতা- চলে যায় কদমের দিন

🌹একটাই জীবন-- তাও আবার অস্থায়ী, কিন্তুু অস্থায়ী এ জীবনে চাওয়া গুলো সব চিরস্থায়ী। - আমি বড়ো বোকা মানুষ, বুঝলে?যেখানে জীবন...
20/06/2025

🌹একটাই জীবন-- তাও আবার অস্থায়ী,
কিন্তুু অস্থায়ী এ জীবনে চাওয়া গুলো
সব চিরস্থায়ী।
- আমি বড়ো বোকা মানুষ, বুঝলে?
যেখানে জীবনটাই অস্থায়ী
সেখানে জীবনের সাথে জড়িত
জিনিসগুলোকে চিরস্থায়ী ভাবা
নিছক বোকামি.......!💔

"জীবনের উপলব্ধি"জীবন একটাই, কিন্তু উপলব্ধি হাজার রকম।কেউ সময়ের পেছনে ছুটে ক্লান্ত হয়, কেউ সময়কে সঙ্গী করে এগিয়ে যায়।কেউ ...
18/06/2025

"জীবনের উপলব্ধি"

জীবন একটাই, কিন্তু উপলব্ধি হাজার রকম।

কেউ সময়ের পেছনে ছুটে ক্লান্ত হয়, কেউ সময়কে সঙ্গী করে এগিয়ে যায়।
কেউ দুঃখে ডুবে যায়, কেউ দুঃখকে শক্তিতে রূপান্তর করে।
জীবনের রং কখনো উজ্জ্বল, কখনো মলিন—তবুও জীবন সুন্দর, যদি আমরা তা উপলব্ধি করতে শিখি।

16/06/2025

আসসালামু আলাইকুম
Daily vlog #170
ঈদ মোবারক 🥀🍂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আমার ছোট্ট নীড় - আয়রা নীরা 𝓓𝓪𝓲𝓵𝔂 V𝓵𝓸𝓰 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share