
08/08/2025
🥀সবাই ভাবে প্রতিচ্ছবি মানেই সত্য,
কিন্তু আলো বদলালেই মুখ বদলে যায়।
আয়নাও নিরপেক্ষ নয়—যে আলো তাকে দেখায়, সে কেবল সেটাই ফিরিয়ে দেয়। এই দুনিয়াতেও তাই—চেহারা নয়, পরিস্থিতি বদলালেই মানুষ বদলায়।
তাই চোখে যা দেখি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ… কাকে কোন আলোয় দেখছি।
🥀শুভ রাত্রি