Emran Hussain Azad

Emran Hussain Azad ইমরান হোসাইন আজাদ

09/05/2025

দেখেন বাবাকে কিভাবে কুপি য়ে হ ত্যা করলো মেয়ে

আগামী ১৬ই ডিসেম্বর২৪ইং গৌরবান্বিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে গফরগাঁও উপজেলাবাসীকেছাত্র জমিয়ত গফরগাঁও উপজেলার পক্ষ থেকে ব...
10/12/2024

আগামী ১৬ই ডিসেম্বর২৪ইং
গৌরবান্বিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে গফরগাঁও উপজেলাবাসীকে
ছাত্র জমিয়ত গফরগাঁও উপজেলার পক্ষ থেকে
বিপ্লবী শুভেচ্ছা।।
সেই উপলক্ষ্যে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
দলমত নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত রইলো।

ইনশাআল্লাহ তারুণ্য সমাবেশের উদ্যোগে  প্রোগ্রামেশায়েখ মুসা আল হাফিজ দা,বা আসছেন আরো আসছেন ওস্তাদ আমির ইবনে আহমদ দা,বাআরো...
24/10/2024

ইনশাআল্লাহ তারুণ্য সমাবেশের উদ্যোগে প্রোগ্রামে
শায়েখ মুসা আল হাফিজ দা,বা আসছেন
আরো আসছেন ওস্তাদ আমির ইবনে আহমদ দা,বা
আরো আসছেন বদরুদ্দিন আহমদ খান দাবা
আরো আসছেন সাইফ সিরাজ দা বা
আরও আসছেন আন্তর্জাতিক হাঃ কারী মাহবুব হাসান
এছাড়াও আরো থাকছেন নবরবি সাংস্কৃতিক ফোরাম পরিচালক ও অন্যান্য সদস্যবৃন্দ

বক্তৃতার বিষয়বস্তু ও কিছু কথাবিষয়বস্তু:১।  শিশু মোহাম্মদ সা. (জন্মসহ)২। এতিম মোহাম্মদ সা. (মাতা-পিতা ও দাদার ইন্তেকালস...
12/09/2024

বক্তৃতার বিষয়বস্তু ও কিছু কথা

বিষয়বস্তু:
১। শিশু মোহাম্মদ সা. (জন্মসহ)
২। এতিম মোহাম্মদ সা. (মাতা-পিতা ও দাদার ইন্তেকালসহ)
৩। কিশোর মোহাম্মদ সা. ও তার কর্মোদ্দমের গল্প (দুধ ভাই আব্দুল্লাহর সাথে কাজে অংশ নেওয়াসহ।)।
৪। যুবক মোহাম্মদ সা. ও তার সমাজ পরিবর্তন পরিকল্পনা (হিলফুল ফুজুল প্রতিষ্ঠার ইতিহাসসহ)
৫। মুহাম্মদ সা. এর ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি কেমন ছিল?
(আম্মাজান খাদিজা রা. ব্যবসায়িক পার্টনার হওয়ার বর্ণনাসহ)
৬। পরিবার জীবনে নবি মোহাম্মদ সা. ও স্ত্রীদের সাথে আচরণের নমুনা।
৭। অভিভাবক হিসাবে মোহাম্মাদ সা. (সন্তানদের বর্ণনাসহ)
৮। হেরা গুহায় মুহাম্মদ সা. (কুরআন নাযিলের প্রেক্ষাপটসহ)
৯। সমরনায়ক মোহাম্মদ সা.
( বদর ও খন্দকের প্রেক্ষাপটসহ)
১০। রাষ্ট্রনায়ক মোহাম্মদ সা.
(রাষ্ট্র পরিচালনার দুইটি উদাহরণসহ)
১১। মক্কা বিজয়ী মোহাম্মদ সা. (যাদেরকে ক্ষমা করেন নাই সংক্ষেপে তাদের বর্ণনা সহ ।)
১২। বিদায় হজ্ব ও মোহাম্মদ সা. এর ঐতিহাসিক ভাষণ।
১৩। মৃত্যুকালীন সময়ে মোহাম্মদ সা. (জানাজা ও দাফন সহ।)

কারা অংশগ্রহণ করবে?
এখানে স্কুল কলেজ মাদ্রাসার যে কোন স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে।
তবে শর্ত হলো অবশ্যই সহিহ বর্ণনায় উল্লেখযোগ্য কিতাব থেকে আলোচনা করতে হবে।

আলোচনা ও সঙ্গীতের সময়
সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে হতে হবে এর চেয়ে বেশি সময় নেওয়ার সুযোগ থাকবে না।

জ্ঞাতব্য:
১. এক বিষয়ে সর্বোচ্চ দুইজন ব্যক্তি বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন। কোন কোন ক্ষেত্রে একজনও হতে পারে। এক্ষেত্রে যারা প্রথমেই আশা প্রকাশ করবেন তাদেরগুলো শুধু বিবেচনা কর হবে।

২. নাতে রাসুল সা. গাওয়ার জন্য সর্বোচ্চ ছয় জন সুযোগ পাবেন তাদেরকে অবশ্যই ওই নাতটি আগে ভিডিও করে আমাদের গ্রুপে দিতে হবে গ্রুপ থেকে ছয় জনকে জয়েন করা হবে।

যোগাযোগ:
https://www.facebook.com/profile.php?id=100094379865003

অথবা নিম্ন লিখিত নাম্বারেও যোগাযোগ করা যেতে পারে: 01797371869
যাদেরকে আমরা সিলেক্ট করব তাদেরকে মেসেজের মাধ্যমে অথবা গ্রুপে জানিয়ে দিব।

পরবর্তী আপডেট পেতে, চোখ রাখুন আমাদের গ্রুপ এবং পেজে।

22/08/2024

আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে : ভারত
আমাদের পলকে যে কি শিখাইলো ইন্ডিয়া উপলক মারে পাকিস্তানও পলক মারে

বুলেটপ্রুফ জ্যাকেট থেকে লাইফজ্যাকেটেদেশের ক্রান্তিলগ্নে বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কোথাও সাহা...
22/08/2024

বুলেটপ্রুফ জ্যাকেট থেকে লাইফজ্যাকেটে

দেশের ক্রান্তিলগ্নে বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কোথাও সাহায্যের প্রয়োজন হলে যোগাযোগ করুন।

১। নোয়াখালী
০১৭৬৯-৩৩১৫১৯
০১৭৬৯-৩৩১৫২০

২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬

৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০

৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

22/08/2024

ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

এই ছবিটি বলে দেয় বন্যার ভয়াবহতা কতটুকু
22/08/2024

এই ছবিটি বলে দেয় বন্যার ভয়াবহতা কতটুকু

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Emran Hussain Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emran Hussain Azad:

Share