Emran Hussain Azad

Emran Hussain Azad ইমরান হোসাইন আজাদ

31/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই ভয়াবহ এলাকাবাসী এবং ছাত্র শিক্ষকদের সাথে দফায় দফায় সংঘর্ষ
সেই সাথে অনেক ক্যাডার বাহিনীও যুক্ত হয়েছে
যার কারণে হতাহতের অবস্থা বেড়েই চলছে।

30/08/2025

আরেকটি স্পষ্ট নুতুন ফুটেজ।
যাতে সেনা-পুলিশ ও সিভিল পোশাকে দুই জন ছিল।

29/08/2025

নুরুল হক নূরের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হামলা ২৪ গিলে খাওয়ার এক দৃষ্টান্ত মাত্র
এই হামলার গুড়া মনে হচ্ছে অনেক দূর.......
কান্ডারী হুশিয়ার

একেই বলে যোগ্য পিতার যোগ্য সন্তান। অবশেষে মাসরুর ইবনে মুহাদ্দিসে হবিগঞ্জীর বোল্ড একশনে হবিগঞ্জের দুই পুলিশ কনস্টেবল দাঁড়...
25/08/2025

একেই বলে যোগ্য পিতার যোগ্য সন্তান। অবশেষে মাসরুর ইবনে মুহাদ্দিসে হবিগঞ্জীর বোল্ড একশনে হবিগঞ্জের দুই পুলিশ কনস্টেবল দাঁড়ি রাখার অনুমতি পেলেন।

আসলে সমস্যাটা মূলত পুলিশ আইনে। বাংলাদেশ পুলিশ চলে এখনো ১৯৪৩ সালের ব্রিটিশ আইনে। একটা সুশৃঙ্খল বাহিনীতে আবার শৃঙ্খলার স্বার্থে আইনের ব্যত্যয় ঘটানোটাও জটিল। কাগজে কলমে যতক্ষণ আইন আছে ততক্ষণ বাধ্য হয়ে মানতেই হয়।

তবে মাঝেমধ্যে এধরণের একশন হলে দ্রুত আইন পরিবর্তনের পরিবেশও তৈরী হবে। খুব একটা কঠিন না। কারণ বিদ্যমান আইনেই আবার পাঞ্জাবি মুসলিম আর শিখদের বেলায় ধর্মীয় কারণেই দাঁড়ির ব্যাপারে শিথিলতা আছে। যেহেতু পরে আর এই আইনে হাত দেয়া হয় নাই তাই সাধারণভাবে পুলিশের অন্য সদস্যদের বেলায় দাড়ির আইন আগের মতই রয়ে গেছে।

যেহতু প্রসঙ্গ উঠেছেই, আইন পরিবর্তনের দাবিটা এবার জোরেশোরেই উঠা দরকার। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হওয়া যেতে পারে।

সারাজীবন এদের তোমরা মৌলবাদী গালাগালি করেছো।আজকে তাদের দেখো দূর্নিতী মুক্ত দেশ কি উপকারে আসে —তাদের শহর, রাস্তাঘাট, স্কুল...
24/08/2025

সারাজীবন এদের তোমরা মৌলবাদী গালাগালি করেছো।
আজকে তাদের দেখো দূর্নিতী মুক্ত দেশ কি উপকারে আসে —তাদের শহর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা—কি নেই যেখানে এই মৌলবাদীদের হাত নেই?

তুমি বর্তমান আফগানের যেখানেই পা রাখবে, সেখানেই উন্নয়নের ছোঁয়া।
একজন ট্যুরিস্ট হিসেবে তোমাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে, দেশ তরতর করে এগিয়ে যাচ্ছে।

আফিমের বদলে তাদের রেড গোল্ড (জাফরান) চাষে ব্যাপক উন্নয়ন হয়েছে।
প্রতিটি কৃষকের বক্তব্য—এ বছরে তারা কৃষিক্ষেতে যতটা লাভ করেছে, বিগত কয়েক বছরেও এত লাভ হয়নি।

এই মৌলবাদীদের হাত ধরেই ধ্বংস হয়ে যাওয়া প্রতিটি ভবন তারা পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে।
দেশটিকে তারা এমন আধুনিক মডেলের পরিচ্ছন্ন শহরে রূপান্তর করছে,
যাতে যে কেউ সেই দেশ ভ্রমণ করলে মনে করে—সে যেন ইউরোপের কোনো দেশে এসেছে।

অতএব, আমার দেশের আগাবাদীদের তো অনেক দেখলাম—
দুর্নীতি আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন ছাড়া কিছুই দিতে পারোনি।

24/08/2025

গোলاমি নয়, লড়اই করে মাথা উচু করে বাঁচতে হয়।
সম্মান দেয়ার মালিক আল্লাহ☝️

23/08/2025

এইতো তরুণদের মধ্য নতুন রাজনীতির পদচারণা আরম্ভ হয়েছে
দুইজনেই ভিন্ন ভিন্ন দলের প্রার্থী থাকলেও উদ্দেশ্য একই একজন জিতে গেলেই সবাই জিতে যাব
এখানে কোন প্রতিহিংসা থাকবে না।

21/08/2025

ডিসি সারোয়ারের অ্যাকশন শুরু
একটা ট্রাক সরালে ঝালাপালা করে দিব!

19/08/2025

ইন্না-লিল্লাহ 😭😭
কক্সবাজার উখিয়া থা'না'র কতুপালং বাজার থেকে বাবুল নামের এক যুবককে অ*প*হ*রণ করে হাত-পা বেঁধে মুক্তিপনের জন্য নি*র্যা*তন করছে। মা-কে ফোন কলে রেখে আকুতি মু*ক্তি*প'ন দাবি।

প্লিজ, ভিডিও টা শেয়ার করে, এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন।

13/08/2025

সাদা পাথর বলে ঠিক আছে?
তাহলে এতদিন মিডিয়ায় যা শুনলাম সব কি মিথ্যা?

13/08/2025

শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে ভোলাগঞ্জের পাথর চু'রি.. 🤣🤣 (AI)

( Ahmed Kayes) 💝

আগামী ১৬ই ডিসেম্বর২৪ইং গৌরবান্বিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে গফরগাঁও উপজেলাবাসীকেছাত্র জমিয়ত গফরগাঁও উপজেলার পক্ষ থেকে ব...
10/12/2024

আগামী ১৬ই ডিসেম্বর২৪ইং
গৌরবান্বিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে গফরগাঁও উপজেলাবাসীকে
ছাত্র জমিয়ত গফরগাঁও উপজেলার পক্ষ থেকে
বিপ্লবী শুভেচ্ছা।।
সেই উপলক্ষ্যে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
দলমত নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত রইলো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Emran Hussain Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emran Hussain Azad:

Share