20/05/2025
সাইবার উল্ফ বিডি"র প্রিয় সহযোদ্ধাদের উদ্দেশ্যে,
অনেকদিন হলো আমরা কেউ ঠিকঠাক একসাথে কাজ করছি না। ব্যস্ততা, জীবনযুদ্ধ, পরিবার—সবকিছু মিলে একসময় যেভাবে আমরা একসাথে ছিলাম, এখন আর সে অবস্থা নেই। কারও ফ্যামিলি রেসপনসিবিলিটিজ বেড়েছে, কেউ আবার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এভাবেই এক সময়কার গুছানো দলটা যেন একটু একটু করে এলোমেলো হয়ে গেল।
তবুও, আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা—যখন "সাইবার উল্ফ বিডি" শুধু একটা নাম ছিল না, ছিল একটা মিশন, একটা পরিবার। একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা, মানুষের জন্য কাজ করার ইচ্ছে, আর নিঃস্বার্থ একটা টিমস্পিরিট—এসব কিছু মিলেই গড়ে উঠেছিল আমাদের এই দলটা।
অনেক ইচ্ছে করে... আবার সব শুরু হোক। আবার সকলে ফিরে আসুক, আগের মতো, আগের স্পিরিটে। হয়তো সময়টা একরকম থাকবেনা, কিন্তু মনটাকে তো আবার এক করতে পারি, তাই না?
পুরনো দিনের সেই টিমটা—তোমরা—সবাই খুব মিস করি।
যেখানেই থাকো, "সাইবার উল্ফ বিডি" তোমাদের হৃদয়ে থাকুক ঠিক আগের মতো।
— একজন পুরনো সহযোদ্ধা