Tiket Master

Tiket Master Air Ticket. visa processing. hajj and umrah

22/12/2024

স্যার খবর শুনেছেন?
২৬ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করা না হলে ২০২৫ সনে আপনার হজে গমন সম্ভব হবে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

19/12/2024
05/12/2024

একটা দিন সুন্দরভাবে শুরু করার জন্য কিছু অভ্যাস গড়ে তোলা খুব উপকারী। নিচে একটা সাধারণ রুটিন দিচ্ছি, যা মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকে দিনটাকে ইতিবাচকভাবে শুরু করতে সাহায্য করবে:

১. ফজরের সালাত

দিনের শুরুটা সালাত দিয়ে শুরু করা সবচেয়ে সুন্দর এবং বরকতময়। এর পরে কিছু সময় কুরআন তিলাওয়াত বা দোয়া পড়তে পারো।

২. শুকরিয়া আদায়

সকালে আল্লাহকে ধন্যবাদ জানাও যে তুমি আরেকটা নতুন দিন পেয়েছো। এই অভ্যাস তোমার মনে প্রশান্তি আনবে।

৩. পানি পান করা

ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করা শরীরের হাইড্রেশন রিস্টোর করতে সাহায্য করে।

৪. হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি

১০-১৫ মিনিটের হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি শরীরকে চাঙ্গা করে তোলে এবং সারাদিনের কাজের জন্য তৈরি করে।

৫. পরিকল্পনা করা

দিন শুরু করার আগে তোমার কাজের একটা লিস্ট বানিয়ে নাও। এতে করে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যাবে।

৬. পুষ্টিকর নাস্তা

সকালের খাবার কখনো এড়িয়ে যেও না। পুষ্টিকর নাস্তা সারাদিন এনার্জি জোগাবে।

৭. ইতিবাচক চিন্তা করা

নতুন দিনকে একটা সুযোগ হিসেবে দেখো। নিজেকে বলো, "আজকে আমি কিছু ভালো করব।"

৮. জীবনকে সহজ রাখা

প্রয়োজন অনুযায়ী কাজ করো এবং নিজের উপর খুব বেশি চাপ নিও না।

এই অভ্যাসগুলো গড়ে তুললে প্রতিদিন তোমার দিনটি বরকতময় এবং ফলপ্রসূ হবে, ইনশাআল্লাহ। তোমার মনে আরও কিছু প্রশ্ন থাকলে জানাও!

04/11/2024

আস্ সালামু আলাইকুম।
RH.মজুমদার ট্রাভেলসে আপনাকে সুস্বাগতম।
হজ্ব ব্যবস্থাপনায় উন্নত সেবা প্রদানের জন্য সৌদি সরকার কর্তৃক অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান।
এটি হজ্ব এবং ওমরার জন্য সেরা পছন্দ।
আমরা বাংলাদেশের বিশ্বস্ত নেতৃস্থানীয় ভ্রমণ ও হজ্ব,উমরাহ এজেন্সি। আমরা দীর্ঘ 28 বছরেরও বেশি সময় ধরে আল্লাহর ঘর "কা'বা"- এর মেহমানদের (হজ্ব) সেবায় নিয়োজিত রয়েছি এবং হাজার হাজার মানুষকে তাদের মক্কা ও মদিনা দেখার স্বপ্নকে সত্যি করতে সাহায্য করেছি। আমরা বিস্তৃত পরিসরে কাস্টমারদের সেবা অফার করি, যার মধ্যে রয়েছে:

উন্নতমানের হজ্ব প্যাকেজ।
স্ট্যান্ডার্ড ওমরাহ প্যাকেজ।

01 বিশ্বের সকল দেশের এয়ার টিকিট।
02 বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিং।
03 ইউরোপ ও মিডেলিস্টে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান
আল জিয়া এয়ার ইন্টারন্যাশনাল (RL: ১১৩)
04 মজুমদার সিকিউরিটি সার্ভিস লিমিটেড।

📌চলমান উমরাহ প্যাকেজ!
আল্লাহর ঘরের মেহমানদের উন্নত সেবার প্রত্যয়-

১৮ জন উমরা হাজী কনফার্ম। আরো ৬ টি সিট খালি আছে।
এখনই বুকিং করে আপনার পবিত্র কাবার সফর নিশ্চিত করুন।
যা যা থাকছে:-
✈️ ২৩ নিভেম্বর সৌদি এয়ারলাইন্স ডাইরেক্ট বিমান।
🧳১৫ দিনের প্যাকেজ
🛂 ৯০ দিনের ভিসা
🎫 আসা যাওয়া টিকিট : ডাইরেক্ট বিমান : সৌদি এয়ারলাইন।
🧑‍⚕️হেলথ ইন্সুরেন্স
🚗 শেয়ারিং ট্রান্সপোর্ট।
🛂রিয়াজুল জান্নাহ পারমিট।
🥸*বাংলাদেশ থেকেই সাথে গাইড থাকবে
🏨🕋 হোটেল মাক্কায় : কবুতর চত্তরে, তারকা মানের হোটেল। দূরত্ব ৩৫০ মিটার।
🏩🕋মদিনায় হোটেলে: কুবা রোড, প্রথম সারি।
ফাহাদ কুবা/ সমমানের ৩৫০ মিটার।

✅🤿 পবিত্র মক্কা ও মদীনা শরীফের সকল দর্শনীয় স্থান পরিদর্শন করা হবে মোয়াল্লিমের তত্ত্বাবধানে।
✅ ৩ বেলা বাঙালি বাবুর্চিদের রান্না করা রুচিসম্পন্ন খাবার।

✅ হাজী সাহেবগণ সার্বক্ষণিক নিজস্ব মোয়াল্লিমের তত্ত্বাবধান থাকবেন ।
✅ তায়েফ, বদর, জ্বিন পাহাড় ভ্রমণ করতে আলাদা ৬০০০৳ হাজার টাকা যোগ হবে।
✅ ইসলামিক আমলের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

🧳💸

বি:দ্র: এই ওমরাহ কাফেলায় মোয়াল্লেম হিসেবে সার্বক্ষণিক তত্ত্ববোধনে থাকবেন: জননন্দিত খাদেমুল হুজ্জাজ জনাব কাউসার আলম উজানী।

শর্তসমূহ
*১ রুমে ৪/৫ জন, পুরুষের রুমে পুরুষ।
মহিলার রুমে মহিলা।
২/৩ জনের ১ রুম চাইলে খরচ বাড়বে।

সার্বিক ব্যবস্থাপনায়:
হজ্ব সেবায় শীর্ষে!
RH. মজুমদার ট্রাভেলস (UL:026 HL:116 সরকার অনুমোদিত লাইসেন্স)।
হাজী আল মজিব কর্পোরেশন।
HL: 819

সহযোগিতায়: হজ্ব এক্সপার্ট মুফতী রহমতুল্লাহ মজুমদার।অনার্স আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
মোবাইল:01710-299923
01711-695922
01511-299923

যারা হজ্বের জন্য অধীর আগ্রহে কাবার পানে চেয়ে আছেন তাদের জন্য মন শীতল করা একটি দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করল আর এইচ মজুমদা...
03/11/2024

যারা হজ্বের জন্য অধীর আগ্রহে কাবার পানে চেয়ে আছেন তাদের জন্য মন শীতল করা একটি দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করল আর এইচ মজুমদার ট্রাভেলস।
কারা কারা আল্লাহর ঘরের মেহমান হতে চান!
তাদেরকে দেখতে চাই! তাদেরকে নতুনভাবে ওয়েলকাম জানাবো এই পবিত্র কাবা ইনশাআল্লাহ।
হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার ঘর পবিত্র কাবায় যাওয়ার তৌফিক দান কর। আমিন।

আল্লাহর ঘরের মেহমানদের সেবায় দ্রুততম সময়ে স্বল্প টাকায় উচ্চমানের সার্ভিস নিয়ে আপনার দোরগোড়ায়  হাজির RH মজুমদার ট্রাভ...
27/10/2024

আল্লাহর ঘরের মেহমানদের সেবায় দ্রুততম সময়ে স্বল্প টাকায় উচ্চমানের সার্ভিস নিয়ে আপনার দোরগোড়ায় হাজির
RH মজুমদার ট্রাভেলস -UL:026.

আগামী বছর হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।আজ রোববার মন্ত্রণালয়ের হজ অনুবি...
13/10/2024

আগামী বছর হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে।

তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।

তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে, যা তাদের জন্য কষ্টকর হবে।

সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি

দরদী ১ ভাই তার সাত বোনকে নিয়ে এবার উমরাহ-য়ে যাচ্ছেন।আপনি ও স্বপরিবারে নিশ্চিন্তে এ বছর হজ্ব-উমরাহ করুন RH.মজুমদার ট্রাভে...
13/10/2024

দরদী ১ ভাই তার সাত বোনকে নিয়ে এবার উমরাহ-য়ে যাচ্ছেন।আপনি ও স্বপরিবারে নিশ্চিন্তে এ বছর হজ্ব-উমরাহ করুন RH.মজুমদার ট্রাভেলস এর সাথে!

28/09/2024

🚫 *Important Notice* 🚫
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
*Saudi Airlines(SV),Bangladesh Biman(BG),Qatar airways(QR)* সহ আরো কিছু এয়ারলাইনস এর ফ্লাইট পরিবর্তন হয়েছে।সবাই ফ্লাইটের আগে সবার ফ্লাইট চেক করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।

বন্ধুরা একটু সতর্ক থেকো।
27/09/2024

বন্ধুরা একটু সতর্ক থেকো।

Address

Naya Paltan
Dhaka
1000

Telephone

+8801710299923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiket Master posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiket Master:

Share