18/01/2025
আসসালামু আলাইকুম,
ভাইয়া আপুরা আশা করি সবাই ভালো আছো।
🔴গতকাল (১৭ জানুয়ারি, ২০২৫) তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আশা করি সবাই পরীক্ষা দিতে পেরেছ সুস্থ শরীরে।
🔴পরীক্ষা দিয়েছ, তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছ, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই কালকের পরীক্ষা কার ভালো হলো, কার খারাপ হল এটা ধরে না থেকে পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে থাক। কারণ যা হয়ে গিয়েছে তা আর পরিবর্তন করতে পারবে না। তাই অতীত নিয়ে পরে না থেকে ভবিষ্যতের জন্য বর্তমান থেকে প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ। কারণ আজকের বর্তমানই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বর্তমানকে যত কাজে লাগাবে ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে।
🟦🟦 তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে ২২ জানুয়ারি আর শেষ হবে ১১ ফেব্রুয়ারী। এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আগেরবারের মত SSC & HSC এর ফলালফলের ভিত্তিতে ভর্তি নেয়া হবে। তাই সবাই আবেদন করে রেখ তাহলে একটু হলেও চিন্তামুক্ত থাকবে। ফলে relax এ বাকি পরীক্ষাগুলো দিতে পারবে।
🟪🟪 গুচ্ছের আবেদন শুরু ১২ ফেব্রুয়ারী, আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারী। ভর্তি পরীক্ষা এপ্রিল -মে মাসে।
সবার জন্য শুভকামনা রইল। আর সবচেয়ে বড় কথা কেউ ভেংগে পরবে না।কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন কোন জিনিসে তোমার মংগল হবে আর কোনটায় অমংগল। তাই যদি তোমার আশা অনুযায়ী ফলাফল না পেয়ে থাক তাহলে ভেংগে পরবে না কারণ ওই জিনিসে তোমার মংগল নেই তাই পাওনি। আর সাধ্যের অতিরিক্ত কিছু দেননা। তুমি যা নিতে পারবে তিনি তাই দিবে। তাই ভেংগে না পরে চেষ্টা করতে থাক তোমার জন্য যা মংগল তাহলে তা খুব দ্রুত পেয়ে যাবে।