Rownok Mubtasim DMC

Rownok Mubtasim DMC Rownok Mubtasim from DMC will try to help you guys as much as possible

18/01/2025

আসসালামু আলাইকুম,
ভাইয়া আপুরা আশা করি সবাই ভালো আছো।

🔴গতকাল (১৭ জানুয়ারি, ২০২৫) তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আশা করি সবাই পরীক্ষা দিতে পেরেছ সুস্থ শরীরে।

🔴পরীক্ষা দিয়েছ, তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছ, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই কালকের পরীক্ষা কার ভালো হলো, কার খারাপ হল এটা ধরে না থেকে পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে থাক। কারণ যা হয়ে গিয়েছে তা আর পরিবর্তন করতে পারবে না। তাই অতীত নিয়ে পরে না থেকে ভবিষ্যতের জন্য বর্তমান থেকে প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ। কারণ আজকের বর্তমানই তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বর্তমানকে যত কাজে লাগাবে ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে।

🟦🟦 তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে ২২ জানুয়ারি আর শেষ হবে ১১ ফেব্রুয়ারী। এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আগেরবারের মত SSC & HSC এর ফলালফলের ভিত্তিতে ভর্তি নেয়া হবে। তাই সবাই আবেদন করে রেখ তাহলে একটু হলেও চিন্তামুক্ত থাকবে। ফলে relax এ বাকি পরীক্ষাগুলো দিতে পারবে।

🟪🟪 গুচ্ছের আবেদন শুরু ১২ ফেব্রুয়ারী, আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারী। ভর্তি পরীক্ষা এপ্রিল -মে মাসে।

সবার জন্য শুভকামনা রইল। আর সবচেয়ে বড় কথা কেউ ভেংগে পরবে না।কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন কোন জিনিসে তোমার মংগল হবে আর কোনটায় অমংগল। তাই যদি তোমার আশা অনুযায়ী ফলাফল না পেয়ে থাক তাহলে ভেংগে পরবে না কারণ ওই জিনিসে তোমার মংগল নেই তাই পাওনি। আর সাধ্যের অতিরিক্ত কিছু দেননা। তুমি যা নিতে পারবে তিনি তাই দিবে। তাই ভেংগে না পরে চেষ্টা করতে থাক তোমার জন্য যা মংগল তাহলে তা খুব দ্রুত পেয়ে যাবে।

15/01/2025

তোমাদের কাংখিত মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র ৩৪ ঘন্টা বাকি। কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারো? সেই বিষয় কিছু টিপস -

1.সব টপিক পড়তে যাবে না। মনে করবে যা পড়েছো তা যথেষ্ট। নতুন কিছু পড়ার দরকার নেই। এতে শেষ সময়ে এসে হতাশা আর কনফিউশন বাড়বে।

2.. প্রত্যেকটা সাবজেক্টের যেই জায়গায় কনফিউশন বেশি, বারবার ভুল হয়, সেগুলো তো অবশ্যই মার্ক করে রেখেছো। ওইগুলো একবার চোখ বুলায় নেও।

3.. মূল বইয়ের বোল্ড লাইনগুলো পড়ো

4.. অনুশীলনীর MCQ - এর মধ্যে যেইগুলো ভুল উত্তর ওইগুলো পারলে দেখে যাবে। আর সবচেয়ে ভালো হয় পুরা অনুশীলনী একবার চোখ বুলানো।

5.ছোট ছোট ছকগুলো দেখে যাবে.

6.. Physics এবং Chemistry এর সূত্রগুলো একবার রিভিশন দিবে.

7.. সহায়ক কোনো বই না, এই শেষ সময়ে অনলি মূল বই পড়বে. সবচেয়ে ভালো হয় তোমার নিজের করে নোটগুলো এই সময়ে পড়লে।

8. GK এর কনফিউজিং টপিকগুলো দেখতে পারো সময় থাকলে। যেহেতু তোমাদের এইবার আন্তর্জাতিক যুক্ত হয়েছে তাই পারলে বড় বড় ঘটনাসমূহে চোখ বুলাতে পারো। তবে যদি সময় বেচে যায় তখন।

9. আর যাদের সিট দূরে মানে নিজ এলাকার বাইরে পড়েছে তারা চেষ্টা করবে আগের দিন পৌঁছায় যাওয়ার। আর যাদের কাছাকাছি মানে নিজ এলাকায় পরেছে তারা পরীক্ষার দিন সকাল ৮ টার মধ্যেই পৌঁছায় যাওয়ার চেষ্টা করবে।

আর সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখবা যে সবাই পারলে তুমিও পারবে। কারণ তারাও তোমার মত মানু্ষ। বাইরে থেকে আসা এলিয়েন না। তারা চেষ্টা করে পেলে তুমিও পাবে। এভাবে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে তুলবে। এরপর কোন কারণে না হলে হতাশ হবে না। কারণ তোমার সর্বোচ্চ তুমি দিয়েছো। এরপরও পাওনি তার মানে উক্ত স্থান তোমাকে পাওয়ার যোগ্যতা রাখেনা। এর থেকে ভালো এর থেকে বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্যে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।

🔴 BDS আবেদন শুরুঃ        ২৯ ডিসেম্বর ২০২৪ 🔴 আবেদনের শেষ তারিখঃ  ২০ জানুয়ারি ২০২৫🔴 BDS ভর্তি পরীক্ষাঃ          ২৮ ফেব্রুয়...
24/12/2024

🔴 BDS আবেদন শুরুঃ ২৯ ডিসেম্বর ২০২৪
🔴 আবেদনের শেষ তারিখঃ ২০ জানুয়ারি ২০২৫
🔴 BDS ভর্তি পরীক্ষাঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৫

15/12/2024

তোমাদের কার কি সমস্যা হচ্ছে এই সময়ে comment কর।

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিয়মাবলি ২০২৪
10/12/2024

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিয়মাবলি ২০২৪

ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে। নিয়মাবলি পড়ে তারপর ফর্ম ফিলাপ করবে।
10/12/2024

ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে। নিয়মাবলি পড়ে তারপর ফর্ম ফিলাপ করবে।

09/12/2024

কালকে ঠিক সকাল ১০ টা থেকে এই লিংকে প্রবেশ করে ফর্ম ফিলাপ করতে পারবে।
লিংকঃhttp://surl.li/yklhsf

সবাই চেষ্টা করবে কালকে ১০ টা থেকেই আবেদন করে ফেলার।
09/12/2024

সবাই চেষ্টা করবে কালকে ১০ টা থেকেই আবেদন করে ফেলার।

09/12/2024

মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবে। একটু অসাবধানতার কারণে অনেকের স্বপ্ন ভেংগে যেতে পারে। তাই ফর্ম ফিলাপের সময় অনেক সতর্ক থাকতে হবে।

🔴 SSC & HSC এর রেজিষ্ট্রেশন নাম্বার ভালোভাবে পূরণ করবে।একটা অপরটার সাথে যেন উলট পালট না হয়।

🔴 সেন্টার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে তোমার সবচেয়ে নিকটবর্তী মেডিকেল কলেজ। এরপর তোমার বাসা থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো এমনভাবে সিরিয়াল করে দিবে। অনেকক্ষেত্রে নিজ জেলার মেডিকেলে সিট নাও পরতে পারে। সেই ক্ষেত্রে বিকল্প যেখানে সিট পরবে সেখানের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থান নির্বাচন করা বুদ্ধিমানের কাজ।

🔴 মেডিকেল কলেজের সিরিয়াল অবশ্যই ভেবে চিন্তে দিতে হবে। কারণ অনেকের এমন হয়েছে যে default serial দিয়েছিল। এরপর দেখা গেল যে default serial ছিল letter অনুযায়ী। যার ফলে যথেষ্ট মার্ক পেয়েও ঢাকা মেডিকেলে না হয়ে অন্য একটি মেডিকেলে এসে গেল। পরে অনেক ঝামেলার পর মাইগ্রেশন করে আসতে হয়েছে। তাই ফর্ম ফিলাপের সময় এই বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবে।

🔴 যত দ্রুত সম্ভব ফর্ম ফিলাপ করে ফেলবে। তাহলে তোমার নিকটবর্তী মেডিকেল কলেজে সিট পরার সম্ভাবনা বেশি থাকবে।তাই আগামীকাল ফর্ম ফিলাপ শুরুর সাথে সাথে ফর্ম ফিলাপের চেষ্টা করবে।

🔴 আজকে থেকে সব কাগজ রেডি করে রাখবে। SSC & HSC এর রেজিষ্ট্রেশন কার্ড আর সাদা background সহ ছবি। ( মেয়েদের ক্ষেত্রে অবশ্যই কান বের করা ছবি দিতে হবে)

আপাতত এসব বিষয় লক্ষ্য রেখে আবেদন করে ফেল।আর কোন কিছু নিয়ে confusion থাকলে comment/inbox করতে পার।

07/12/2024

২০২৫ সাল থেকে শনিবারেও খোলা থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান।

07/12/2024

HSC কে কত ব্যাচ। জলদি comment কর 😃😃

06/12/2024

Exam এ মার্ক কম আসছে।
চিন্তা নেই খুব দ্রুতই এই বিষয় ভিডিও আসছে।

Address

Zahir Raihan
Dhaka
12000

Telephone

+8801302162779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rownok Mubtasim DMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share