Our Story
একটি সমৃদ্ধ জাতি হয়ে ওঠার জন্য বইয়ের কোন বিকল্প নেই। একটি লেখা, বই রূপে পাঠকের হাত পর্যন্ত পৌঁছাতে লেখক ও পাঠকের মাঝখানে যিনি থাকেন তার নাম প্রকাশক। বহুকাল ধরে এই প্রকাশনার কাজটি এদেশের অনেক গুণী মানুষ করে আসছেন।
তাদের পাশে আজ সাহস করে যে আমরা দাঁড়াতে চাচ্ছি বা পারছি সেটা তাদেরই অর্জন। যে বইয়ের প্রতি ভালবাসা থেকে আজ এ কাজে যোগ দিচ্ছি সে বই আমাদের হাত পর্যন্ত তারাই এনে দিয়েছিলেন।
প্রতিষ্ঠিত লেখকদের পাশে নিয়ে নতুন লেখকদের তুলে ধরতে চাই। চাই বাংলা সাহিত্যের সবুজ শ্যামল ক্ষেতের একজন যোগ্য চাষি হতে।
সকলের আন্তরিক সহযোগিতা ও ভালবাসা আমাদের সাথে থাকবে সে বিশ্বাস আছে বলেই শুরু করতে পারছি।
পাশেই থাকুন।
:)
বিঃ দ্রঃ- মেহেদী হাসান শোয়েব ও তামান্না সেতুর "উচ্চারিত পাললিক সৌরভ" আবৃত্তি অ্যালবাম থেকে তাদের অনুমতি সাপেক্ষ প্রকাশনা প্রতিষ্ঠানটির নাম ধার নিয়েছি।
:)