পাললিক সৌরভ

পাললিক সৌরভ সৃজনশীল প্রকাশনা সংস্থা

একটি সমৃদ্ধ জাতি হয়ে ওঠার জন্য বইয়ের কোন বিকল্প নেই। একটি লেখা, বই রূপে পাঠকের হাত পর্যন্ত পৌঁছাতে লেখক ও পাঠকের মাঝখানে যিনি থাকেন তার নাম প্রকাশক। বহুকাল ধরে এই প্রকাশনার কাজটি এদেশের অনেক গুণী মানুষ করে আসছেন।

তাদের পাশে আজ সাহস করে যে আমরা দাঁড়াতে চাচ্ছি বা পারছি সেটা তাদেরই অর্জন। যে বইয়ের প্রতি ভালবাসা থেকে আজ এ কাজে যোগ দিচ্ছি সে বই আমাদের হাত পর্যন্ত তারাই এনে দিয়েছিলেন।

প্রতিষ্ঠিত লেখকদ

ের পাশে নিয়ে নতুন লেখকদের তুলে ধরতে চাই। চাই বাংলা সাহিত্যের সবুজ শ্যামল ক্ষেতের একজন যোগ্য চাষি হতে।

সকলের আন্তরিক সহযোগিতা ও ভালবাসা আমাদের সাথে থাকবে সে বিশ্বাস আছে বলেই শুরু করতে পারছি। পাশেই থাকুন।

পাললিক সৌরভ এর পক্ষ থেকে লেখক, প্রকাশক, হুমায়ূন কবীর ঢালী ভাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।  শুভ জন্মদিন বড়ভাই। ❤️
30/10/2025

পাললিক সৌরভ এর পক্ষ থেকে লেখক, প্রকাশক, হুমায়ূন কবীর ঢালী ভাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন বড়ভাই। ❤️

অভিনন্দন গুরু। বাংলার রকস্টার। (এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে)
22/10/2025

অভিনন্দন গুরু। বাংলার রকস্টার।
(এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে)

...অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার?পাললিক সৌরভ এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা হে অলিক কবি।
22/10/2025

...অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার?

পাললিক সৌরভ এর পক্ষ থেকে
বিনম্র শ্রদ্ধা হে অলিক কবি।

স্যার, কীসের তাড়নায় এতো তাড়াতাড়ি ওপারে চলে যাওয়া? ওপারে ভালো থাকুন।
10/10/2025

স্যার, কীসের তাড়নায় এতো তাড়াতাড়ি ওপারে চলে যাওয়া? ওপারে ভালো থাকুন।

শুভ জন্মদিন ম্যাশ। বাংলার অহংকার। ❤️পাললিক সৌরভ এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা।
05/10/2025

শুভ জন্মদিন ম্যাশ। বাংলার অহংকার। ❤️
পাললিক সৌরভ এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা।

শুভ জন্মদিন সংগীতের কালপুরুষ। পাললিক সৌরভ এর পক্ষ থেকে রকস্টার মাহফুজ আনাম জেমসকে জন্মদিনের শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা।...
01/10/2025

শুভ জন্মদিন সংগীতের কালপুরুষ।
পাললিক সৌরভ এর পক্ষ থেকে রকস্টার মাহফুজ আনাম জেমসকে জন্মদিনের শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা। ❤️

গুরু, বেঁচে থাকুন ইচ্ছেমতো যতদিন খুশি। সাথে চলুক গান।

27/09/2025

অমর একুশে ফেব্রুয়ারির বইমেলা ডিসেম্বরে! একুশের চেতনা আসবে কেমন করে?

ওপারে ভালো থাকুন লালন সংগীতসাধক।
13/09/2025

ওপারে ভালো থাকুন লালন সংগীতসাধক।

শুভ সন্ধ্যা।  পাললিক সৌরভ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা।
05/09/2025

শুভ সন্ধ্যা। পাললিক সৌরভ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা।

শুভ জন্মদিন শানজানা আলম আপু Shanjana Alam পাললিক সৌরভের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।আইয়ুব বা...
27/07/2025

শুভ জন্মদিন শানজানা আলম আপু Shanjana Alam
পাললিক সৌরভের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।

আইয়ুব বাচ্চুর একটি গানের লাইন আপনার জন্য উৎসর্গ করছি আপু---
' বহুদূর যেতে হবে, এখনো পথের, অনেক রয়েছে বাকি...' আইয়ুব বাচ্চু।

পাললিক সৌরভ -এর পক্ষ থেকে আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন স্যার।ভালোবাসাময় জীবন নিয়ে বেঁচে থ...
25/07/2025

পাললিক সৌরভ -এর পক্ষ থেকে আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন স্যার।

ভালোবাসাময় জীবন নিয়ে বেঁচে থাকুন দীর্ঘদিন।

ছবি কৃতজ্ঞতা : মাসুক হেলাল

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুতেপাললিক সৌরভ পরিবার শোকাহত।
21/07/2025

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুতে
পাললিক সৌরভ পরিবার শোকাহত।

Address

১৪৯, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when পাললিক সৌরভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাললিক সৌরভ:

Share

Category

Our Story

একটি সমৃদ্ধ জাতি হয়ে ওঠার জন্য বইয়ের কোন বিকল্প নেই। একটি লেখা, বই রূপে পাঠকের হাত পর্যন্ত পৌঁছাতে লেখক ও পাঠকের মাঝখানে যিনি থাকেন তার নাম প্রকাশক। বহুকাল ধরে এই প্রকাশনার কাজটি এদেশের অনেক গুণী মানুষ করে আসছেন। তাদের পাশে আজ সাহস করে যে আমরা দাঁড়াতে চাচ্ছি বা পারছি সেটা তাদেরই অর্জন। যে বইয়ের প্রতি ভালবাসা থেকে আজ এ কাজে যোগ দিচ্ছি সে বই আমাদের হাত পর্যন্ত তারাই এনে দিয়েছিলেন। প্রতিষ্ঠিত লেখকদের পাশে নিয়ে নতুন লেখকদের তুলে ধরতে চাই। চাই বাংলা সাহিত্যের সবুজ শ্যামল ক্ষেতের একজন যোগ্য চাষি হতে। সকলের আন্তরিক সহযোগিতা ও ভালবাসা আমাদের সাথে থাকবে সে বিশ্বাস আছে বলেই শুরু করতে পারছি। পাশেই থাকুন। :) বিঃ দ্রঃ- মেহেদী হাসান শোয়েব ও তামান্না সেতুর "উচ্চারিত পাললিক সৌরভ" আবৃত্তি অ্যালবাম থেকে তাদের অনুমতি সাপেক্ষ প্রকাশনা প্রতিষ্ঠানটির নাম ধার নিয়েছি। :)