Sagar S. Corraya

Sagar S. Corraya খুব ইচেছ জাগে যা দেখি তা যেন ইতিবাচক ও বাস্তব ঘটে।

Permanently closed.
এই ছ‌বি‌টি মে‌সে‌ঞ্জা‌রে অ‌নে‌কেই পাঠা‌চ্ছেন। একবার ভাবুন তো, এটার ম‌ধ্যে কোন নিগুরতত্ত্ব ও বিশ্বাসপূর্ণ প্রার্থনা র‌য়...
16/07/2025

এই ছ‌বি‌টি মে‌সে‌ঞ্জা‌রে অ‌নে‌কেই পাঠা‌চ্ছেন। একবার ভাবুন তো, এটার ম‌ধ্যে কোন নিগুরতত্ত্ব ও বিশ্বাসপূর্ণ প্রার্থনা র‌য়ে‌ছে কিনা! আমি তো একটা লাইনেও প্রার্থনা পেলাম না। পেলাম শুধু এটা কর‌লে ওটা হ‌বে, ওটা কর‌লে এটা হ‌বে বা এতজনকে পাঠান নতুবা স্বপ্ন পূরণ হ‌বে না।

যার যার বিশ্বাস নি‌জের অন্ত‌রে গেঁ‌থে রাখুন। ভাইরাল জগ‌তে মে‌সেজ দি‌য়ে চালাচা‌লি ক‌রে স্বপ্ন পূরণ হ‌বে না। প্রার্থনা করুন একাগ্রচি‌ত্তে নিমগ্ন হৃদ‌য়ে সরাস‌রি যীশুর স‌ঙ্গে।

আমি প্রথমবার চেপা ভাজি অনলাইনে অর্ডার মাধ্যমে বিক্রি করেছি সেদিন। শ্রীলংকা থেকে আমার প্রতিবেশী’র কলিগ দেশে অবস্থান করা ত...
13/07/2025

আমি প্রথমবার চেপা ভাজি অনলাইনে অর্ডার মাধ্যমে বিক্রি করেছি সেদিন।

শ্রীলংকা থেকে আমার প্রতিবেশী’র কলিগ দেশে অবস্থান করা তার বান্ধবীর জন্য চেপা ভাজি প্রস্তুত করে দিতে বললেন। ছুটির দিন থাকায় সেদিন প্রস্তুত করে শনিবার ফকিরাপুল পৌঁছে দিয়ে এলাম। রিভিও অসাধারণ। রিভিও পাওয়ার আগেই আমি মনস্থির করলাম, করোনাকাল হতে আমি বহু কেজি কালীগঞ্জের চেপা এনে ঢাকায় বাসায় বাসায় বিক্রি করছি। অনেকেই আছেন রেডিম্যাড করে দিতে পারবো কিনা জানতে চান। সময় ও শ্রমের কথা চিন্তা করে সাহস করিনি। এবার সময় ও শ্রমের বিনিময়ে যদি মানুষের চাহিদা পূরণে এগিয়ে আসতে পারি, ক্ষতি কী! ক্ষতি একটা হয়েছে, সেটা হলো কালীগঞ্জের চেপা বিক্রেতার সঙ্গে সেলফি পোস্ট করা। অনলাইনে শিখেছি, পণ্য কিভাবে খাঁটি বা আসল পণ্য সংগ্রহ করতে হয়। আরও শিখেছি, কোথা থেকে পণ্য সংগ্রহ করি তার সেলফি দিবো ঠিকই কিন্তু সেলফিতে যেন ব্যবসায়ীর ছবি না থাকে।

শুভ জন্ম‌দি‌নের আশীর্বাদ ‌স্টেইনী
10/07/2025

শুভ জন্ম‌দি‌নের আশীর্বাদ ‌স্টেইনী

আজ দুপুরে বনরুটি ও কলা খেয়ে ক্ষুধা নিবারণ করে নিলাম। বনরুটি ও কলা দেশের বহু মানুষের ক্ষুধা নিবারণে একটি উত্তম খাদ্য। কিন...
07/07/2025

আজ দুপুরে বনরুটি ও কলা খেয়ে ক্ষুধা নিবারণ করে নিলাম। বনরুটি ও কলা দেশের বহু মানুষের ক্ষুধা নিবারণে একটি উত্তম খাদ্য। কিন্তু এই বনরুটি কিনে খাওয়ার ইচ্ছে পূরণ একটা সময় ছিল না।

স্কুল জীবনে বিশেষ করে ক্লাস এইটে পড়ার আগ পর্যন্ত ১ টাকার একটি বনরুটি খেতে মন চাইলেও অনেকেরই সাধ্য ছিল না। আমি সেই অসাধ্যের দলেই ছিলাম কিছুটা। টিফিনের সময় স্কুলের সামনে চায়ের দোকানে পলিথিনে টানিয়ে রাখা থরে থরে বনরুটি ছাত্রবন্ধুদের খেতে দেখে আপসোস হতো। এই আপসোস এখন হরহামেশাই পূরণ করতে পারি, কিন্তু করি না। আমি স্কুল জীবনের এই ১ টাকার বনরুটি খাওয়া না খাওয়ার আক্ষেপ মেয়েদের কাছে এবং পরিচিত মহলে বহুবার স্মৃতি রোমন্থন করেছি এ সময়ে এসে।

আজ আগাড়গাঁও পাসপোর্ট অফিসে কাজ সেরে দুপুর গড়িয়ে ৩টা বেজে যাওয়ায় ভাতের পরিবর্তে বনরুটি ও কলা কিনে খেলাম। খাওয়ার মুহূর্তে মেয়েদের বললাম একটা ছবি তুলে দাও স্মৃতিটা পুনরায় রোমন্থন করি। খাওয়ার সময় বনরুটির সেই গন্ধটা পেয়েছি যা ১টাকার বনরুটি আজ ১৫ টাকা।

পৃথিবীতে সব মানুষেরই জীবনে পাওয়া না পাওয়ার বহু স্মৃতি রয়েছে। ১টাকার বনরুটির সময়কেই আমরা আধুনিক যুগ বলতে শুনতাম যা আমাদের বাবা মায়েরা বলতো। অথচ সেই সময়ে দেশে মোবাইলই ছিল। আজ ডিজিটালাইজেশন এই প্রাচুর্যের যুগে আধুনিক যুগকে কি হিসেবে উপাধী দিবে বিশ্বের বিবেকবান মানুষ প্রশ্ন থেকে যায়। আমি ১টাকা থেকে ১৫ টাকার বনরুটি দেখেছি এবং মেয়েরা ১৫ টাকার বনরুটি ভবিষ্যতে কত টাকার বনরুটি দেখতে পাবে তা ভেবেই হিসাব মিলাতে পারি না। জানি, হিসাব মেলানোর পূর্বে এ জগত ছেড়ে আমিসহ আরও কতশত বহু লক্ষ মানুষ পরপাড়ে চলে যাবো! কে জানে?

27/06/2025

Address

Dhaka

Telephone

+8801710954900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagar S. Corraya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagar S. Corraya:

Share