
16/07/2025
এই ছবিটি মেসেঞ্জারে অনেকেই পাঠাচ্ছেন। একবার ভাবুন তো, এটার মধ্যে কোন নিগুরতত্ত্ব ও বিশ্বাসপূর্ণ প্রার্থনা রয়েছে কিনা! আমি তো একটা লাইনেও প্রার্থনা পেলাম না। পেলাম শুধু এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে বা এতজনকে পাঠান নতুবা স্বপ্ন পূরণ হবে না।
যার যার বিশ্বাস নিজের অন্তরে গেঁথে রাখুন। ভাইরাল জগতে মেসেজ দিয়ে চালাচালি করে স্বপ্ন পূরণ হবে না। প্রার্থনা করুন একাগ্রচিত্তে নিমগ্ন হৃদয়ে সরাসরি যীশুর সঙ্গে।