News Rumeen farhana

News Rumeen farhana Follow our page to know the introduction news and various news from all over Bangladesh on this page news

13/03/2023

আমাকে নিয়ে তথ্যমন্ত্রীর নোংরা মিথ্যাচার । Rumeen's Voice। রুমিন ফারহানা। Rumeen Farhana

পঞ্চগড়ে আহমদিয়াদের ওপরে হামলার ঘটনায় তথ্যমন্ত্রী বিএনপিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন এবং তাতে আমাকেও জড়িয়েছেন। আমার ফেইসবুক থেকে নাকি আমি আহমদিয়াদের বিরুদ্ধে উস্কানি দিয়েছি। তথ্যমন্ত্রীর স্বভাবসুলভ নোংরা মিথ্যাচার ছাড়েনি আমাকেও।

#তথ্যমন্ত্রী #হাসান মাহমুদ #আওয়ামীলীগ #কাদিয়ানী #আহমদিয়া #হামলা #পঞ্চগড় #বিএনপি #রুমিনফারহানা #ব্যারিস্টাররুমিন ফারহানা

11/03/2023

সুলতান স ডাইন এর এর কাচ্চি নিয়ে স্মরণ করালো করালো করালো খুশিতে ঘোরতে ঘোরতে এর এর এর

08/03/2023

সরকারের গদি টিকিয়ে রাখতে পারবেন কি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার? Rumeen's Voice

03/03/2023

প্রস্তুত হচ্ছে আওয়ামী লাঠিয়ালরা । Rumeen's Voice। ব্যারিস্টার রুমিন ফারহানা। Rumeen Farhan

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে কোন শক্ত পদক্ষেপের দিকে যাচ্ছে না। তারা চায় এদের সবাই মনোবল অক্ষুন্ন রেখে বিরোধী দলের আন্দোলন নষ্ট করা থেকে শুরু করে নির্বাচনে ডাকাতি পর্যন্ত সবকিছু করার জন্য প্রস্তুত থাকবে।

#সম্রাট #ক্যাসিনো #ছাত্রলীগ #জিকেশামীম #আওয়ামীলীগ #নির্বাচন #সংসদ #ভোটডাকাতি #সংসদনির্বাচন #রুমিনফারহানা #ব্যারিস্টাররুমিন ফারহানা

25/02/2023

বিএনপি আহাম্মক নয়, সরকারের ফাঁদে পা দেবে না। Rumeen's Voice । রুমিন ফারহানা । Rumeen Farhana

সরকার খুব ভালোভাবে বুঝতে পারছে আগামী নির্বাচনে ২০১৪ আর ২০১৮ এর মতো নাটক এবার আর করা যাবে না। তাই তারা চায় বিএনপি নির্বাচনে আসুক এবং তার পরিকল্পনার নির্বাচনে অংশ নিক। এটা স্পষ্টতই সরকারের তৈরী করা একটা ফাঁদ এবং বিএনপি নিশ্চয়ই সেই ফাঁদে পা দেবার মত আহাম্মক নয়।

#ছাত্রলীগ #যুবলীগ #আওয়ামীলীগ #বিএনপি #নির্বাচন #প্রথমআলো #আমেরিকা #রাতেরভোট #সাত্তার #ব্রাহ্মণবাড়িয়া #রুমিনফারহানা #ব্যারিস্টাররুমিনফারহানা

24/02/2023

আমাকে থাপ্পড় মারতে চাওয়া মাইজভান্ডারী নাকি চামড়া তুলবেন দুদকের। Rumeen's Voice। রুমিন ফারহানা

সন্তানদের বিরুদ্ধে দুদক মামলা করার প্রেক্ষাপটে নজিবুল বশর মাইজভান্ডারী নানা রকম ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। সরকারকে হুমকি-ধামকি দিচ্ছেন। তিনি নাকি সরকারের বিরুদ্ধে মুখ খুললে সরকারের বড় অসুবিধা হয়ে যাবে। তিনি নাকি সরকারকে নানা বিপদ থেকে রক্ষা করেছেন আগে।

#নজিবুলবশরমাইজভান্ডারী #মাইজভান্ডারী #দুদক #আওয়ামীলীগ #রাতেরভোট #দুর্নীতি #প্রধানমন্ত্রী #জামায়াতেইসলামী #যুদ্ধাপরাধী #মাইজভান্ডারী #আওয়ামী লীগ #রুমিন ফারহানা #ব্যারিস্টাররুমিন ফারহানা

23/02/2023

দেশ ডুবানো আদানির বিদ্যুৎ চুক্তি কেন বাতিল করবে সরকার? Rumeen's Voice I Rumeen Farhana

21/02/2023

দেশনেত্রী বেগম জিয়া কি 'মুচলেকা দিয়েছিলেন? Rumeen's Voice। রুমিন ফারহানা। Rumeen Farhana দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, এমন কথা বলছেন আইনমন্ত্রী। অথচ এর কিছুদিন আগ পর্যন্ত দলটির নানা পর্যায়ের নেতারা সমানে বলে গিয়েছিলেন, বেগম জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়েছেন। একটা আপাদমস্তক মিথ্যাচারি দল আওয়ামী লীগ থেকে এমনটা প্রত্যাশিতই ছিল। #বিএনপি #খালেদাজিয়া #আওয়ামীলীগ #আন্দোলন #রাজনীতি #জনসভা #মুচলেকা #সংসদ #প্রধানমন্ত্রী #আপসহীন #রুমিন ফারহানা

19/02/2023

আমেরিকার সাথে সরকারের 'ভুল বোঝাবুঝি' কি শেষ হলো? Rumeen's Voice I রুমিন ফারহানা। Rumeen Farhana

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকার সাথে তাদের ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। সরকারের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না। কিন্তু এটা কি আদৌ ভুলবোঝাবুঝি, নাকি পরিকল্পিতভাবে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা? কেনইবা পররাষ্ট্রমন্ত্রী এটাকে ভুল বোঝাবুঝি বলছেন।

#আমেরিকা #মানবাধিকার #ডেরেকশোলে #পররাষ্ট্রমন্ত্রী #মোমেন #গণতন্ত্রসম্মেলন #গণতন্ত্র #নির্বাচন #আওয়ামীলীগ #ইন্দোপ্যাসিফিক #আইপিএস #প্রধানমন্ত্রী #রুমিনফারহানা #ব্যারিস্টাররুমিনফারহানা

18/02/2023

এদেশ ফিরে গেছে 'ভাত দে হারামজাদা' কবিতার যুগে। Rumeen's Voice I রুমিন ফারহানা। Rumeen Farhana

17/02/2023

ওবায়দুল কাদের বিদেশি দূতাবাসে গিয়ে এত খুশি কেন? Rumeen's Voice । রুমিন ফারহানা। Rumeen Farhana

জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসে গিয়েছেন। আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন বলে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনাব কাদের। যে উচ্ছ্বাস নিয়ে সেখানে গেছেন তিনি, শেষ পর্যন্ত সেটা কি আর থাকলো?

#ওবায়দুলকাদের #আওয়ামীলীগ #নির্বাচন #বিএনপি #দূতাবাস #ইউরোপীয়ান ইউনিয়ন #রুমিনফারহানা #ব্যারিস্টাররুমিনফারহানা

16/02/2023

আমেরিকা সরকারের মধ্যে কতটা আতঙ্ক ছড়াতে পারছে? Rumeen's Voice | রুমিন ফারহানা। Rumeen Farhana

আমেরিকার নানা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার ধারাবাহিক সফরের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে বাংলাদেশ সফরে এসেছেন। এই দেশে মার্কিন কোন কর্মকর্তার আসা মানেই সরকারের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হওয়া। কারণ তারা যেসব বিষয় সরকারের কাছে চান সেটা এই সরকারের স্বৈরাচারী শাসনকে টিকে থাকতে দেবে না। প্রশ্ন হচ্ছে শোলে এর সফর কতটা আতঙ্কিত সরকারকে?

#আমেরিকা #মানবাধিকার #ডেরেকশোলে #পররাষ্ট্রমন্ত্রী #মোমেন #গণতন্ত্রসম্মেলন #গণতন্ত্র #নির্বাচন #আওয়ামীলীগ #ইন্দোপ্যাসিফিক #আইপিএস #প্রধানমন্ত্রী #রুমিনফারহানা #ব্যারিস্টাররুমিনফারহানা Rumeen Farhana #শেখহাসিনা #রোহিঙ্গা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Rumeen farhana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share