Ajimul Haque

Ajimul Haque মোঃ আজিমুল হক (MD. AJIMUL HAQUE) বাংলাদেশের একজন নবীন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর। যিনি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কাজ করছেন।

03/08/2025

বিষয়: চাঁদাবাজি বন্ধে করণীয়।

আল্লাহপ্রদত্ত বিবাহ-ব্যবস্থাআপনারা নিশ্চয়ই জানেন হেযবুত তওহীদ আল্লাহর বিধি-নিষেধ মেনে জীবন পরিচালনার প্রতি সংকল্পবদ্ধ। ব...
31/07/2025

আল্লাহপ্রদত্ত বিবাহ-ব্যবস্থা
আপনারা নিশ্চয়ই জানেন হেযবুত তওহীদ আল্লাহর বিধি-নিষেধ মেনে জীবন পরিচালনার প্রতি সংকল্পবদ্ধ। ব্যক্তিজীবন, পারিবারিকজীবন, সামাজিকজীবন, অর্থনৈতিক-জীবন, বিচারিক-জীবন, রাষ্ট্রীয়-জীবন যেখানে আল্লাহর কোনো হুকুম-বিধান আছে সেখানে অন্য কারো হুকুম-বিধান গ্রহণ না করার বিষয় তারা অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় বৈবাহিক সম্পর্ক স্থাপনে আল্লাহ যে বিধি-বিধান দিয়েছেন সেটা অনুসরণে হেযবুত তওহীদের ছেলে-মেয়েদের বিবাহ হয়ে থাকে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন- তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়ষ্ক, তাদের বিবাহ দাও। শর্ত হিসেবে বলেছেন- ছেলে-মেয়ে দুজন দুজনকে পছন্দ হতে হবে, নগদ দেনমোহর পরিশোধ করতে হবে, অন্তত দুজন সাক্ষী উপস্থিত রাখতে হবে। অপরিচিত থেকে পরিচিত হয়ে বৈধভাবে একসাথে জীবনযাপন করার এই পদ্ধতি আল্লাহ দিয়েছেন। যে বা যারা এ মোতাবেক বিবাহ করবে না তারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, মুমিন নয়, মুসলিম নয়। তাই আল্লাহর দেওয়া সবকটি নিয়মনীতি মেনে বিবাহ করা বাধ্যতামূলক।

আলহামদুলিল্লাহ, আল্লাহর সবগুলো নিয়মনীতি অনুসরণ করে গতকাল হেযবুত তওহীদের চারজন ছেলে-মেয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। নবদম্পতিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে বিবাহ সম্পন্ন করেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম 'হোসাইন মোহাম্মদ সেলিম'। প্রকৃত ইসলামের শিক্ষা ধারণা করে আল্লাহর সত্যদীন সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এই সম্পর্ক যেন বরকতপূর্ণ হয়, আল্লাহ যেন তাঁর পথে তাদের কবুল করেন। আপনারাও দোয়া করবেন। আপনাদের দোয়া বিশেষভাবে কাম্য।

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যতএ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!
31/07/2025

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!

সুস্থ দেহের সাথে আত্মার শক্তি,জান কোরবান, চাই মানুষের মুক্তি।
30/07/2025

সুস্থ দেহের সাথে আত্মার শক্তি,
জান কোরবান, চাই মানুষের মুক্তি।

বউ আনতে যাই। দোয়া করবেন নবদম্পতিদের জন্য, তারা যেন সুখী হয়।
30/07/2025

বউ আনতে যাই। দোয়া করবেন নবদম্পতিদের জন্য, তারা যেন সুখী হয়।

বন্ধু নাদিম ও সাকিল-এর 'গায়ে হলুদ' ছিল গতকাল। যে উপলক্ষে অনেক বড় ভাই ও বন্ধুদের সাথে দেখা-সাক্ষাৎ হয়। নবদম্পতিদের জন্য অ...
30/07/2025

বন্ধু নাদিম ও সাকিল-এর 'গায়ে হলুদ' ছিল গতকাল। যে উপলক্ষে অনেক বড় ভাই ও বন্ধুদের সাথে দেখা-সাক্ষাৎ হয়। নবদম্পতিদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ তাদের জীবনকে সত্যের পথে কবুল করুন এই প্রার্থনা। 🖤

বন্ধু নাদিম-এর হলুদ সন্ধ্যা'য়। সুন্দর ও সুখময় হোক ওর নতুন জীবন, এই প্রার্থনা।
30/07/2025

বন্ধু নাদিম-এর হলুদ সন্ধ্যা'য়। সুন্দর ও সুখময় হোক ওর নতুন জীবন, এই প্রার্থনা।

আমরা এসেছি শত দল সেনা নতুন পৃথিবী গড়তে।
30/07/2025

আমরা এসেছি শত দল সেনা
নতুন পৃথিবী গড়তে।

26/07/2025

||লাইভ||
বিষয়: আল্লাহ পড়তে, জানতে ও বুঝতে নির্দেশ দিয়েছেন।

25/07/2025

🛑 লাইভ
বিষয়: হালাল-হারাম, আল্লাহর দেওয়া সীমারেখা বনাম কাঠমোল্লাদের বানানো হালাল-হারাম।

ভেবে দেখা দরকার - তোমাকে ভালোবাসি।- কেন ভালোবাসো?- ভালোবাসতে ভালো লাগে বলে।- যদি কখনও আর ভালোবাসতে ভালো না লাগে?- এভাবে ...
23/07/2025

ভেবে দেখা দরকার
- তোমাকে ভালোবাসি।

- কেন ভালোবাসো?

- ভালোবাসতে ভালো লাগে বলে।

- যদি কখনও আর ভালোবাসতে ভালো না লাগে?

- এভাবে তো ভেবে দেখিনি।

- আচ্ছা, এখন তাহলে ভেবে বলো তো, আমার কোন বিষয়টা মূলত তোমার ভালো লাগে?

- তোমার কথা। খুব সুন্দর করে কথা বলো তুমি।

- যদি কখনও এই বাকশক্তি চলে যায়? তখন তো আর ভালোবাসার কিছু রইল না, তাই না?

- তা হবে কেন? আমি তো তোমার কাজকেও পছন্দ করি। খুব ক্রিয়েটিভ মানুষ তুমি।

- যদি কখনও অক্ষমতা ঘিরে ধরে আমাকে, তখন কী হবে? তখন কী দেখে ভালোবাসবা?

- এভাবে বলো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি।

- সবকিছু করতে পারবে? রিয়েলি?

- হ্যা পারব।

- তোমার বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে?

- হ্যা, তাও পারব।

- যদি কখনও জানতে পারো আমি বেআইনী কর্মকাণ্ডের সাথে যুক্ত তবু তুমি আমাকে সমর্থন করবে?

- হ্যা, অবশ্যই করব। কারণ তোমাকে ভালোবাসি।

- না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি আসলে আমার প্রতি মোহগ্রস্ত। ভালোবাসা আর মোহ এক জিনিস না। ভালোবাসা সত্য, মোহ মিথ্যা। ভালোবাসা চিরস্থায়ী, মোহ ক্ষণস্থায়ী।

- তোমার কেন মনে হলো আমি মোহগ্রস্ত?

- একেক মানুষের একেক রকমের ভালো লাগা থাকে। যেমন কারো মিষ্টি ভালো লাগে, কারো ঝাল ভালো লাগে ইত্যাদি। তেমনি মানুষ পছন্দ করার সময়ও একেকজনের একেকরকম গুণের মানুষ ভালো লাগে। আমার কিছু বিষয় তোমার ভালোলাগে। তাই তুমি আমাকে চাও- এটা হলো তোমার স্বার্থ। সেই স্বার্থ হাসিলের জন্য তুমি আমার সবকিছু মেনে নিতে রাজি আছো। এমনকি আমার অন্যায়ও। কিন্তু এটা ভেবে দেখছো না যে, আমি অন্যায় করলে আমার ক্ষতি হবে। আমাকে ক্ষতি থেকে বাঁচানোর চেয়ে তোমার কাছে নিজের স্বার্থ হাসিল করাই বেশি দরকারি মনে হয়েছে। ঠিক কিনা বলো?

- হয়ত ঠিক।

- এমনকি তুমি তোমার বাবা-মার সাথেও সম্পর্ক ছিন্ন করতে রাজি আছো। তার মানে তোমার কাছে কোনো সম্পর্কেরই কোনো মূল্য নাই। তোমার ব্যক্তিগত পছন্দই তোমার কাছে সবকিছু। এই পছন্দের পাল্লা আজ আমার দিকে ঝুলে আছে, তাই আমার প্রতি এত কদর। কাল যখন তোমার নফস অন্যদিকে ছুটবে, তখন আমিও গুরুত্ব হারাব। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা নফস থেকে আসে না। এটা আসে সত্য থেকে। যে ভালোবাসা নফস থেকে তৈরি হয়, সেটা ব্যর্থ হবেই। কারণ নফসের কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া। নফস ভালোও বোঝে না, মন্দও বোঝে না। বোঝে কেবল স্বার্থ। তার যেটা ভালো লাগে সেটাকে ভালোবাসে। যখন ভালোলাগা পাল্টায় তখন ভালোবাসাও হারিয়ে যায়। যার জন্য নিজের জীবন দিতে চেয়েছিল, তার জীবনকেই সে অতিষ্ঠ করে তোলে।

- তোমার কাছে ভালোবাসা তাহলে কেমন?

- আমার কাছে ভালোবাসা হলো ঐশ্বরিক জিনিস। ভালোবাসতে হয় সত্যের জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য। যেই সম্পর্ক তৈরিই হয় সত্যের জন্য, সেই সম্পর্ক কখনই ধোঁকা দিতে পারে না। কারণ সত্য চিরন্তন। সময়ের সাথে সাথে সত্য পাল্টে যায় না। দু’জন মানুষ যত বেশি সত্যনিষ্ঠ হয়, তাদের ভালোবাসা তত দৃঢ় হয়। কাজেই ভালোবাসি বলার আগে হাজারবার ভেবে দেখা দরকার- আমি কিসের জন্য ভালোবাসি? নফসের জন্য? বৈষয়িক স্বার্থের জন্য? নাকি সত্যের জন্য?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajimul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajimul Haque:

Share