16/09/2025
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর পবিত্র জীবন এবং তাঁর অনন্যসাধারণ ব্যক্তিত্বের প্রকাশভঙ্গী নিয়ে বিভিন্ন সময়ে রচিত কয়েকজন বিশিষ্ট লেখকের কিছু লেখা নিয়ে এই সংকলন "শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্যক্তি ও ব্যক্তিত্ব"। মাইজভাণ্ডার দরবার শরিফ এবং বিশেষ করে শাহানশাহ্ বাবাজানের জীবন সম্পর্কে যারা অপরিচিত কিংবা স্বল্প পরিচিত, তারা যে এই প্রবন্ধগুলো থেকে তাঁর (শাহানশাহ্ বাবাজান) সম্পর্কে একটা ধারণা করতে পারবেন, সে বিষয়ে সন্দেহ নেই। সামগ্রিকতার স্বার্থে এই গ্রন্থে হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.), হযরত গাউসুল আযম বিল বিরাসত বাবা ভাণ্ডারী (ক.) এবং হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) সংক্ষিপ্ত জীবনীও এর সাথে থাকল।
📗গ্রন্থ :শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ব্যক্তি ও ব্যক্তিত্ব"
💰মুদ্রিত মূল্য : ২০০৳
🪙অফার মূল্য : ৪০% ছাড়ে ১২০৳
প্রাপ্তিস্থান: ❝আলোকধারা বুকশপ❞ ১৮-১৯ নং শপ, লেভেল: ১, সাফ আমিন শপিং মল, ১৫৮ কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
🚚 হোম ডেলিভারিতে নিতে যোগাযোগ করুন
📞 01647533084
💬 WhatsApp: https://wa.me/8801647533084
Official Page link: https://www.facebook.com/share/1AohjTF71Z/
Official Group link: https://www.facebook.com/share/g/piUcWvFBWieoEuJV/?mibextid=A7sQZp