Haqq24

Haqq24 সমসাময়িক বিষয় খবর জানতে পেজটি ফলো দিয়ে রাখুন।
(9)

মিছিলে অংশ নিলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা। কার্যক্রম নি*ষি*দ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই ট...
12/11/2025

মিছিলে অংশ নিলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা। কার্যক্রম নি*ষি*দ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা...
#ইনডিপেনডেন্টটেলিভিশন

কৌশল পাল্টে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিতর্কিত ও উ/গ্র হিন্দু!ত্ববাদী সংগঠন ইসকন। পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী...
12/11/2025

কৌশল পাল্টে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিতর্কিত ও উ/গ্র হিন্দু!ত্ববাদী সংগঠন ইসকন। পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতো প্রধান ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি রামসেনা, শিবসেনার মতো নামসর্বস্ব সংগঠনগুলোর নেতৃত্ব দখল করে নিজেদের প্রভাব বিস্তারের প্রক্রিয়া শুরু করেছে তারা। এ কাজে সহযোগিতা করছে ভারতে পলাতক আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কিছু নেতা, যাদের অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছে ইসকনের গোপন বৈঠকে।

১২ নভেম্বর 'আমার দেশ' গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে, চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরের আন্ডারগ্রাউন্ড অংশ এখন এ সমন্বয়ের কেন্দ্রবিন্দু। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত বৈঠক, যেখানে দেশ ও বিদেশে অবস্থানরত উ/গ্র হি/ন্দু/ত্ববাদী ইসকন নেতারা অংশ নিচ্ছে। বিশেষ করে ভারতের কলকাতা ও ত্রিপুরায় আশ্রয় নেওয়া কয়েকজন প্রভাবশালী নেতা এসব বৈঠকে নির্দেশনা দিচ্ছে।

ইতোমধ্যে দেশজুড়ে অন্তত ১৩টি সংগঠনের নামে এক হাজারেরও বেশি কমিটি গঠন করা হয়েছে। এসব সংগঠনের ব্যানারে বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হচ্ছে। ইসকনের কর্মীরা গেরুয়া পোশাক ত্যাগ করে সাধারণ ভক্তের বেশে অংশ নিচ্ছে উৎসব-আয়োজনে, যাতে স্থানীয়ভাবে সন্দেহের মধ্যে পড়তে না হয়।

অনুসন্ধানে জানা গেছে, যে কোনো সময় যে কোনো ইস্যুতে সংখ্যালঘু ধর্মীয় কার্ড ব্যবহার করে দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মতো শক্ত অবস্থান ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তাদের। এই অপচেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থাও।

গোয়েন্দাদের পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক বছরে ইসকন সদস্যরা এসব সংগঠনের ছত্রছায়ায় নিজেদের নেটওয়ার্ক বিস্তারের পাশাপাশি ধর্মীয় পরিচয়ের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যও বাস্তবায়নের চেষ্টা করছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের নামে উ//গ্রবাদী এজেন্ডা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির পটভূমি হতে পারে।

একই সূত্র জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ফেব্রুয়ারির শিব চতুর্দশী মেলায় ইসকনের প্রথম এ নতুন কৌশল ধরা পড়ে। রামসেনাসহ তিনটি সংগঠনের ব্যানারে একই ধরনের টি-শার্ট পরা শতাধিক তরুণের আচরণে ইসকনের ছাপ স্পষ্টভাবে লক্ষ করেন গোয়েন্দারা। এরই মাঝে জন্মাষ্টমীর র‌্যালিতে হঠাৎ করে চিন্ময়ের মুক্তি চাই লেখা প্লাকার্ড প্রদর্শন করে উ/গ্রবাদী সংগঠন রাম সেনার সদস্যরা। পরবর্তী সময়ে কয়েকজনকে আটক করা হলেও স্থানীয় ইসকন নেতাদের প্রভাবে তারা মুক্তি পেয়ে যায়।

সূত্র জানায়, হাসিনার পতনের পর যে কটি সংগঠন ও সংস্থার কাঁধে ভর করে ফেরার অপচেষ্টা করে ফ্যাসিবাদী শক্তি, তার অন্যতম ইসকন। এক মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১৬টি মহাসমাবেশ করে এ উ/গ্র হি/ন্দু/ত্ববাদী সংগঠনটি, যেখানে অংশ নেয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এসব সমাবেশে সংখ্যালঘু নির্যাতনসহ নানা বায়বীয় অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে সংগঠনটি।

জানা গেছে, অবাস্তব কিছু দাবি-দাওয়া দিয়ে সরকারকে বেকায়দায়ও ফেলে ইসকনের তখনকার নেতা চন্দন ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাশ। সনাতনী জাগরণী জোট নামের তথাকথিত একটি সংগঠনের ব্যানারে ওইসব কর্মসূচির আয়োজন করা হলেও এর নেপথ্যে সর্বশক্তি নিয়ে কাজ করে ইসকন। ভারতীয় মিডিয়ায় ইসকনের সে শো-ডাউনগুলো ফলাও করে প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে হাসিনার পতনকে মৌলবাদের উত্থান হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হয়।

ভারতের উ/গ্রবাদী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ

সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে জানা গেছে, এসব ধর্মীয় সংগঠনের অধিকাংশই আগে ছিল নামসর্বস্ব; গত এক বছরে এগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। তদন্তে দেখা গেছে, আওয়ামী লীগের তথাকথিত ক্লিন ইমেজধারী হি/ন্দু নেতাদের নেতৃত্বে এসব সংগঠন মূলত চট্টগ্রাম থেকে পরিচালিত হচ্ছে। তাদের অনেকের সঙ্গে ভারতের উ/গ্রবাদী রাজনৈতিক দল বিজেপি ও হি/ন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সরাসরি যোগাযোগ রয়েছে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগে...
26/10/2025

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।’

এর আগে, ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার হয়েছে মেট্রোরেলেও।

এদিকে এ ঘটনার ফলে দুপুর সাড়ে ১২ টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

,

পুলিশ কমিশনার গাজীপুর, আপনি দাবী করেছেন - বাংলাদেশের কোথাও ই*সকন নেই! এগুলো বানানো নাটক! ১৩ বছরের একজন বালিকা ধ*র্ষনের ঘ...
26/10/2025

পুলিশ কমিশনার গাজীপুর, আপনি দাবী করেছেন - বাংলাদেশের কোথাও ই*সকন নেই! এগুলো বানানো নাটক! ১৩ বছরের একজন বালিকা ধ*র্ষনের ঘটনাকে আপনি বানালেন নাটক!

রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে আপনি আতাউর রহমান বিক্রমপুরীকে গু*লি করে মারতেন!?
আপনি আসলে নিজেই আপনার নিজের এবং আপনার আদর্শের ডার্ক সাইড বের করে দিয়েছেন। আপনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন আপনি সুযোগ পেলেই কাউকে গু*লি করে মারবেন!
কমিশনার সাহেব, আপনার র‍্যাঙ্ক এর ওজন আর কত!? কয় কোটি কালিমাকে সামাল দেয়ার ক্ষমতা আপনি রাখেন!?

কমিশনার সাহেব, আমরা আপনাদের চিনি, জানি, আমরা বুঝি আপনারা কার স্বার্থে কাজ করেন। যা আপনারা বুঝেন না, তা হচ্ছে - আপনাদের হু*মকি আমাদের বিচলিত করেনা বরং আরো দৃঢ়পদ করে!
আপনি কী সত্যিই নিজের ইচ্ছেমত কাউকে গু*লি করে মেরে ফেলার খায়েশ পোষণ করতে পারেন? কোটি, কোটি কালিমার সাক্ষ্য দেয়া অন্তরে আপনার এই কথা খোদাই হয়ে গেছে কমিশনার সাহেব! আপনি ভুলে গেলেও যারা কখনই ভুলবেনা!

Please get that well NOTED!
----

23/10/2025

গুমের শিকার গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে আজ সকালে পঞ্চগড় হেলিপ্যাড বাজারে একটি গাছের সাথে শেকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছেন।

#ইসকন #অপহরণ #খতিব

উগ্র হিন্দু*ত্ববাদী সন্ত্র|সী সংগঠন ইসকন কর্তৃক গুমের শিকার গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে আজ সকালে পঞ্চগড় হেলি...
23/10/2025

উগ্র হিন্দু*ত্ববাদী সন্ত্র|সী সংগঠন ইসকন কর্তৃক গুমের শিকার গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে আজ সকালে পঞ্চগড় হেলিপ্যাড বাজারে একটি গাছের সাথে সিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে সাধারণ মানুষ ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছেন। তবে এখনো উনার জ্ঞান ফেরেনি। আমরা মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।

#ইসকন #অপহরণ #খতিব

তথাকথিত ৯০% মুসলিমের দেশে...
05/10/2025

তথাকথিত ৯০% মুসলিমের দেশে...

দুটো ছবি।  একটায় ধ। র্ষকের পরিচয় আছে মাদ্রাসা শিক্ষক।  আরেকটায় পরিচয় নেই। বলেন তো কী কারণে এমন করে লিখেছে পথমালু? কী রহস...
03/10/2025

দুটো ছবি। একটায় ধ। র্ষকের পরিচয় আছে মাদ্রাসা শিক্ষক। আরেকটায় পরিচয় নেই।

বলেন তো কী কারণে এমন করে লিখেছে পথমালু?
কী রহস্য এখানে? সাংবাদিক লজ্জা পাচ্ছে কেনো এখানে?

জীবন কখনো কখনো এমন নির্মম হয়ে ওঠে, যা কল্পনারও বাইরে।বাবার অশ্রু সহ্য করতে পারেননি আব্দুল্লাহ। নিজের স্বপ্ন, নিজের ভবিষ্...
27/09/2025

জীবন কখনো কখনো এমন নির্মম হয়ে ওঠে, যা কল্পনারও বাইরে।বাবার অশ্রু সহ্য করতে পারেননি আব্দুল্লাহ। নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যত সব কিছু বিসর্জন দিয়ে বেছে নিয়েছেন কষ্টের পথ।

দুর্ঘটনায় দুই হাত হারিয়েও থেমে থাকেননি তিনি। আজ ঢাকার ব্যস্ত রাস্তায় মাথার ঘাম মাটিতে ফেলে বাদাম বিক্রি করছেন, শুধু বাবার মুখে হাসি ফেরাতে।

কেউ কি ভেবে দেখেছি, দুই হাত হারানো মানুষটা যখন এক মুঠো বাদাম হাতে দেন, তখন সেটি কতটা রক্ত-ঘামের বিনিময়ে পাওয়া?

আমরা সবাই মিলে মানবতার হাত বাড়াই। শুধু একটি শেয়ার হয়তো পৌঁছে দিতে পারে তার সংগ্রামের গল্প আরও দূরে।p

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haqq24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share