17/10/2025
মঞ্চ বা ক্যামেরার সামনে দাঁড়ালেই আমরা হয়ে যাই অন্য।
অন্য থেকে অনন্য।
আমরা বদলে যাই।
ভয় মিশে যায় আত্মবিশ্বাসে,
লজ্জা মিশে যায় অভিব্যক্তিতে।
আমরা হয়ে উঠি অন্য -
আর সেই অন্যটাই আমাদের অনন্য রূপ।
(থিয়েটার অনন্যতে অভিনয় শেখানোর মুহুর্তের ছবি)