28/12/2025
এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করেছে। আবার এনসিপি জামাতের সাথে জোট করেছে। মাঝখান দিয়ে আবার তাসনিম জারা ৪৮ লাখ টাকা তুলে বিপদে পড়ছে এগুলা ফিরত দিবে কেমনে। চরমোনাই আবার জামাতের সাথে থাকতে রাজী না।
তারেক রহমান এনআইডির ফটো তুলে চব্বিশ ঘন্টায় কার্ড পেয়ে যাবেন। উত্তেজিত জনতা সেই ফটো নিয়ে আন্দোলন করছে? বিলাই জেবু আবার ফেইসবুকে অফিসিয়াল পেইজ খুলে সেখান থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতেই দলের সব সিস্টার্স ভাগ হয়ে গেছে।
গতকাল এত টুইস্ট হইছে বিপিএলের ফাইনাল অভারেও এমন টুইস্ট হচ্ছে না। আবার বিপিএল যে চলতেছে দেশের কোন মানুষই জানে না।