Nite Kotha

Nite Kotha I am a Video Vlogger, Content Creator. I share the lessons what is learned from My Life.
(3)

07/06/2025

ঈদ মোবারক
ইদুল আজহা-র শুভেচ্ছা
সবাইকে।

কোন সম্পর্কের তাগিদে আপনি যদি একবার কাউকে ছাড় বা সুযোগ দিলেন তো,,,আপনাকেই সারাজীবন শুধু দিয়েই যেতে হবে!কারণ ভোগকারীরা,এট...
03/06/2025

কোন সম্পর্কের তাগিদে আপনি যদি একবার কাউকে ছাড় বা সুযোগ দিলেন তো,,,
আপনাকেই সারাজীবন শুধু দিয়েই যেতে হবে!
কারণ ভোগকারীরা,এটা কে ছাড় বা সুযোগ ভাবে না!
বরং তাদের অধিকার ভাবে!


Nite Kotha

অতিরিক্ত সব কিছুর পরিণতি হয় তিক্ত,,,                 Nite Kotha
01/06/2025

অতিরিক্ত সব কিছুর
পরিণতি হয় তিক্ত,,,

Nite Kotha

শুভরাএী সবাইকে 😏
31/05/2025

শুভরাএী সবাইকে 😏

আপনি যদি অন্যের করা অপমান হজম না করেন, আপনার অধিকারের কথা ঠিকভাবে বলতে পারেন,আপনার ভাষা যদি প্রতিবাদী হয়,আপনি যদি পরিষ্ক...
29/05/2025

আপনি যদি অন্যের করা অপমান হজম না করেন,
আপনার অধিকারের কথা ঠিকভাবে বলতে পারেন,
আপনার ভাষা যদি প্রতিবাদী হয়,আপনি যদি পরিষ্কারভাবে, ট্যু দ্যা পয়েন্ট এবং লজিক্যালি স্ট্রেইট ফরোয়ার্ড কথা বলতে পারেন।

তবে এই সমাজে আপনাকে অপছন্দ করে এমন মানুষের অভাব হবে না,আলহামদুলিল্লাহ!

কারো ক্ষতি না করেও আপনি
অনেকের কাছে বিষে পরিনত হবেন।
আপনাকে দেখলেই তাদের ইরিটেশন শুরু হবে!
Nite Kotha

13/05/2025

অকারণে কখনো যদি কেউ আমার "মা "কে অসম্মান করে।তাহলে তার প্রতি অতি শ্রদ্ধা দেখানোর কিছু নেই!
Nite Kotha

শুভ সকাল
13/05/2025

শুভ সকাল

লুব্ধক,বাবা ভক্ত মেয়ে! কিন্তু আমাকেও প্রচন্ড ভালোবাসে!তার বাবা তাকে চিৎকার করে কথাও বলে না!আমি লুব্ধক কে এখন কালেভাদ্রে ...
11/05/2025

লুব্ধক,বাবা ভক্ত মেয়ে!
কিন্তু আমাকেও প্রচন্ড ভালোবাসে!
তার বাবা তাকে চিৎকার করে কথাও বলে না!

আমি লুব্ধক কে এখন কালেভাদ্রে বকাবকি করি!
তাও লুব্ধক আমাকে কেন এত ভালোবাসে এটা নিয়ে,,,লুব্ধকের বাবার মাঝে মধ্যেই আফসোস হয়😄

তো,অনেকদিন আগে আমরা তিনজন গল্প করছিলাম। কৌতূহল থেকে হয়তো, লুব্ধকের এর বাবা লুব্ধক কে জিজ্ঞাসা করে।

মা, তুমি কাকে বেশি ভালোবাসো?
তোমার মাকে? নাকি আমাকে?

প্রশ্নটা শুনে লুব্ধক বলে, এটা কোন প্রশ্ন হলো?
আমি চুপ থেকে ওর বাবাকে ইশারা দিচ্ছি এমন প্রশ্ন না করতে!
এরপরও ওর বাবা বলে,উওর আমি জানি!
তবুও বলো মা, তোমার মুখে শুনি। প্লিজ,,,

লুব্ধক,তখন এমন একটা এ্যাকশন মুডে গিয়ে এক নিশ্বাসে উওর দিলো,,,

Listen "You are a Big Zero to me without my Mom."

তারপর আবার বললো,You know,,, You are both equally important to me! Understand?
এরকম Stupid question আর করবে না!

তার বাবা তো উওর শুনে,,,
হা হা করে অট্টহাসি দিয়ে তাকে জড়ায় ধরছে!

আর আমি অবাক!
তার বলা কথা গুলো Recall করছিলাম আর ভাবতে লাগলাম এত ছোট্ট মেয়ে আমার কত বড় Meaningful কথাটাই না বললো!

নোট:লুব্ধকের বলা কথাটায় বড় একটা ম্যাসেজ আছে।আমাদের সমাজের বাবাদের জন্য,
বাবারা সন্তানের কাছে হিরো হতে চাইলে, আজীবন সম্মান চাইলে। সন্তানের মায়ের চোখে আগে হিরো হন।
না হলে আপনি জিরো!

স্বার্থ ছাড়া মা-সন্তানের এমন ভালোবাসাময় স্মৃতি গুলোর জন্যই হয়তো মাতৃত্ব এত সুন্দর❤️

মা দিবসে
সকল মায়েদের জানাই বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা❤️

Nite Kotha

মানুষ তো জন্মেই খারাপ হয় না,,, হয়? প্রায় সময় পরিস্থিতি,পরিবেশ আর বাস্তবতা মানুষকে খারাপ বানায়।কারণ সবার সব কিছু সহ্য করা...
09/05/2025

মানুষ তো জন্মেই খারাপ হয় না,,, হয়?
প্রায় সময় পরিস্থিতি,পরিবেশ আর বাস্তবতা মানুষকে খারাপ বানায়।কারণ সবার সব কিছু সহ্য করার বা ধৈর্য ধরার শক্তি এক হয় না!

আমাদের সমাজের চোখে,,, একটা মেয়ে জন্মের পর থেকে আদরের দুলালী হয় বিয়ে আগ পর্যন্ত।
বিয়ের পর রাতারাতি সে ৩০/৩৫ বছর পযর্ন্ত খুব রাগী, খারাপ,অহংকারী,বদমেজাজী হয়।আর না হয় মহামানবী।যখন সে ছেলের বউ ভার্সন থাকে।

আবার সেই মেয়ে যখন শাশুড়ী ভার্সনে চলে যায় তখন সে হয় টক্সিক,হিংসুক আর লোভী হয়।আর না হয় তুলসীপাতা!

এগুলো আমার কথা না কিন্তু! বর্তমানে কয়টা ঘটনায় লক্ষ লক্ষ মানুষের মতামত বিশ্লেষণ করে পাওয়া তথ্য।

পুরুষদের কথা বাদেই দিলাম,,,
মেয়েরা,
নিজেকে নিয়ে ভাবো,,,ভাবো,,,ভাবো!
আমরা এক ভার্সন থেকে আরেক ভার্সনে যাওয়া সময় সমাজের চোখে ভালো হতে যেয়ে,নিজেরাই নিরব ঘাতক হয়ে অন্য ভার্সনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছি না তো???

শুধু এতটুকু মনে রাখো,আমি মেয়ে,আমি মায়ের জাতি!
এই সমাজ আমাকে সম্মান না দিলেও আমি সবার উপরে!
আমার গর্ভেই এই সমাজের জন্ম!তাই নিজেকে অসম্মানিত করবো না!"সম্মান"আমি কর্ম দিয়ে জয় করি,কথা দিয়ে নয়!
Nite Kotha

"মা" এমন একজন,যিনি অতুলনীয় সব সন্তানের কাছে। অথচ,ছেলেরা নিজের মাকে ভালোবাসলে বউের হিংসা হয়, বউকে ভালোবাসলে মায়ের রাগ হয়।...
07/05/2025

"মা" এমন একজন,যিনি অতুলনীয় সব সন্তানের কাছে।
অথচ,ছেলেরা নিজের মাকে ভালোবাসলে বউের হিংসা হয়,
বউকে ভালোবাসলে মায়ের রাগ হয়।
ভেবে দেখলাম বিয়ে পর আসল অসহায় এমন ছেলেরাই
যাদের মা & বউয়ের মধ্যে মিল নাই,পরিবারেও শান্তি নাই!
Nite Kotha

Address

Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Nite Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nite Kotha:

Share

Category