18/10/2025
সাম্প্রতিক সাধারন জ্ঞান
_____________________
✅রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন?
উত্তরঃ👉 ০৬ আগস্ট ২০২৪।
✅অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কবে?
উত্তরঃ 👉০৮ আগস্ট ২০২৪।
✅ অন্তর্বর্তকালীন সরকারের মোট সদস্য?
উত্তরঃ 👉২১ জন।
✅রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করান?
উত্তরঃ 👉৮ আগস্ট ২০২৪।
✅প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসের প্রেস সচিব?
উত্তরঃ 👉শফিকুল আলম।
✅অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন?
উত্তরঃ 👉৪ জন।
✅ড. মুহম্মদ ইউনুস এর দায়িত্বকৃত মন্ত্রণালয় কি কি?
উত্তরঃ👉 প্রতিরক্ষা, খাদ্য, জনপ্রশাসন, বেসামরিক বিমান পরিবহন, পর্যটক মন্ত্রণালয়।
✅ ড.মুহম্মদ ইউনুস এর দায়িত্বকৃত বিভাগ কি কি?
উত্তরঃ 👉মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ।
✅জুলাই আন্দোলনের প্রথম শহীদ কে?
উত্তরঃ 👉শহীদ আবু সাইদ।
✅শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
উত্তরঃ 👉বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।