Urmy Rahman

Urmy Rahman নিজের সৌখিন কাজ কে প্রাধান্য দিন। নিজের প্রতিভা জাগিয়ে তুলুন।

এক আঙ্কেল আমাদের বাসায় এসেছে কিছুক্ষণ আগে। আমাকে ডেকে জিজ্ঞেস করলো ঊর্মি মা তোমার কয় ছেলে মেয়ে?আমি বললাম- আঙ্কেল ২ ছে...
07/08/2025

এক আঙ্কেল আমাদের বাসায় এসেছে কিছুক্ষণ আগে। আমাকে ডেকে জিজ্ঞেস করলো ঊর্মি মা তোমার কয় ছেলে মেয়ে?
আমি বললাম- আঙ্কেল ২ ছেলে।
উনি আমাকে বললো ছেলে হলেই হয় না রে মা। আমার ২ ছেলে কিন্ত এখন আমাদের দেখেও না। 😢
পরে আমি বললাম- আঙ্কেল এজন্যই সন্তানের আশা না করে নিজের জন্য কিছু করতে হয়। ভবিষ্যতের জন্য। ..
আসলে সব সন্তান যে সুসন্তান হবে তা নয়। আমি বলতে পারি না আমার সন্তান ভবিষ্যতে সুসন্তান হবে। এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। .
এজন্যই প্রতিটা বাবা মায়ের উচিত ছোট থেকে সন্তানদের শিষ্টাচার আর মূল্যবোধ নিয়ে বড় করা। সন্তানকে অন্যকে কীভাবে সম্মান করতে হয় তা শেখানো। সন্তানের মধ্যে ভালোবাসা তৈরি করা। ...
আমি এমন অনেক লোক দেখেছি যারা অন্যের বাবা মা, বা অন্য কোন মানুষ কে সম্মান করতে জানে না। শুধু নিজেকে বড় মনে করে। এমন কু সন্তান আপনি জন্ম দিয়েছেন/ শিখিয়েছেন এরকম আচরণ। এই সন্তান গুলোই ভবিষ্যতে আপনাকে দেখবে না। ভালো গুলোই দেখে আর এই সমস্ত কু সন্তান গুলো আর কি দেখবে? ..
আঙ্কেলের কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো।

06/08/2025

ফেসবুক বর্তমানে সবাই কে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে রেখেছে।
যাই হোক আমার কয়টা পেজ জানি নাঌ সবগুলোতেই আছে। ৩/৪ টা তে আছেই। এখন আমি অনেক বড়লোক হয়ে যাব 🥱🥱😃😃🤣🤣।
কিন্ত কথা হলো এই... ফেসবুক সবাই কে মনিটাইজেশন দেয় আবার কেন যে ইস্যু আসে, কেন যে মনিটাইজেশন কেড়ে নেয়, রিলস গান নিজেরাই ফ্রি রাখে আবার নিজেরাই ইস্যু দিয়ে দেয়, কোন ভিডিও তে কি কারণে সমস্যা আসে সেটা পর্যন্ত জানায় না 🤣🤣🤣
আমার মনে হয় ফেসবুক নিজেরাই জানে না তারা কি করতে চাচ্ছে। মাঝখান থেকে কোটি কোটি মানুষ খুব চেষ্টা চালাচ্ছে...
ও আবার কিন্ত ৩ মাসের মধ্যে ১০০ ডলার না হলে টাকা ও দিবে না 🤣🤣🤣
আমার কোন একটা পেইজে ৪৫ ডলার হয়েছিল। সেটা কেন যে কেঁটে নিল আমি নিজেও জানি না 🤣🤣🤣

এতটা ব্যস্ত সময় পার করি।এই ব্যাগটার ভিডিও করে রেখেছি। শুধুমাত্র একটু ইডিট করার জন্য ভিডিও দিতে পারি না 😢🙄🤣
06/08/2025

এতটা ব্যস্ত সময় পার করি।
এই ব্যাগটার ভিডিও করে রেখেছি। শুধুমাত্র একটু ইডিট করার জন্য ভিডিও দিতে পারি না 😢🙄🤣

আমি কাজে ব্যস্ত ছিলাম... আমার ছেলে কখন ঘুমিয়ে পড়েছে টের ই পাইনি। হঠাৎ দেখি আমার ছেলে একা একা ঘুমিয়ে পড়েছে 😢। এই ফিলি...
24/07/2025

আমি কাজে ব্যস্ত ছিলাম... আমার ছেলে কখন ঘুমিয়ে পড়েছে টের ই পাইনি। হঠাৎ দেখি আমার ছেলে একা একা ঘুমিয়ে পড়েছে 😢। এই ফিলিংস টা যে কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা যাবে না 😭😭
মাশাআল্লাহ আমার পিচ্চি..

এই পোস্ট টা দেখে অনেক কান্না করেছি... সেই সাথে এটাও বুঝেছি বন্ধুত্ব সম্পর্ক টা আসলেই অনেক সুন্দর। মারা যাওয়া ছেলেটা জান...
22/07/2025

এই পোস্ট টা দেখে অনেক কান্না করেছি... সেই সাথে এটাও বুঝেছি বন্ধুত্ব সম্পর্ক টা আসলেই অনেক সুন্দর। মারা যাওয়া ছেলেটা জানত তার বন্ধু আসবে এবং সে সঠিক ছিল। তার বন্ধু তাকে বাঁচাতে ছুটে গেছে। আহত অবস্থায় ও ছুটে গেছে।আর মৃত বন্ধুটা শেষ মুহুর্তে বন্ধুকে দেখে একটু স্বস্তি পেয়েছিল।.
বেঁচে যাওয়া ছেলেটা এই ট্রমা কাঁটিয়ে উঠতে পারবে কি না জানি না। তবে ওরা একটা সুন্দর বন্ধুত্বের দৃশ্যপট আমাদের দেখিয়ে দিল।.
আল্লাহ মৃত ছেলেটাকে জান্নাত দান করুন। আমিন
আর জীবিত ছেলেটাকে সুস্থ ও এই ট্রমা কাটিয়ে উঠার তৌফিক দান করুন। আমিন

এখনকার বাচ্চাদের এক গাদা পড়াশোনা। ওদের শৈশবটা কাটে পড়াশোনার প্রেসার, ভালো রেজাল্ট করতে হবে। এক গাদা বই নিয়ে স্কুলে যা...
21/07/2025

এখনকার বাচ্চাদের এক গাদা পড়াশোনা। ওদের শৈশবটা কাটে পড়াশোনার প্রেসার, ভালো রেজাল্ট করতে হবে। এক গাদা বই নিয়ে স্কুলে যায়। বইয়ের কি ওজন। প্রতিটা সাবজেক্ট এর জন্য ২ টা খাতা (hw/cw) ১ টা বই। একটা ডায়েরি। এভাবে ৫ টা ক্লাস হলে প্রায় ১২/১৫ টা আইটেম, সাথে কলম, পেন্সিল, পানির বোতল, টিফিন নিতে হয়। পড়াশোনার প্রচুর চাপ। যখন স্কুলের ছুটি দেয়া হয় তখন এক গাদা পড়া দিয়ে দেয়। ওরা ছুটিতে আনন্দ করবে নাকি পড়বে?..
আজকের ঘটনাটা এতটা কষ্টের ভাষায় প্রকাশ করা যাবে না। আমার নিজের একটা ছেলে শাহীন স্কুলে পড়ে। প্রতিদিন এই স্কুলের উপর দিয়ে কত যে বিমান উঠা নামা করে বলা বাহিরে। এখন থেকে ভয় হবে। 😢।..
আসলে আমরা নিজেরা বাচ্চাদের ছোটবেলা, তাদরে শৈশব টা পড়াশোনার চাপে অনেক সময় নষ্ট করে ফেলি। ওরা ঠিক মত খেলতে পারে না, ঘুমাতে পারে না, চাপ আর চাপ।..
যে বাচ্চাগুলো মারা গেছে, বা যারা আহত, এই বাচ্চাগুলোর আর হোমওয়ার্ক করতে হবে না, পড়াশোনা থেকে ছুটি। ওরা বেঁচে থাকতে একটাদিন/ সময় খুঁজত খেলার জন্য, আনন্দ করার জন্য। এখন আর খুঁজতে হবে না।.
আল্লাহ সবাই কে হেফাজত করো। যারা যারা মারা গেছে তাদের সবাই কে জান্নাতবাসী করো। আমিন।

শুভ রাত্রি।আমার আর কোন কাজ নাই। এখন দুই ভাই একসাথে ঘুমিয়ে যাবে...❤️❤️ মাশাআল্লাহ
20/07/2025

শুভ রাত্রি।
আমার আর কোন কাজ নাই। এখন দুই ভাই একসাথে ঘুমিয়ে যাবে...
❤️❤️ মাশাআল্লাহ

মনের শান্তি কি জানি না। তবে আমার ছানাদের দেখলে একটা অদ্ভুত শান্তি পাই।  আমার ছেলের সামনের দাঁত ভেঙে গেছে চকলেট খেতে খেতে...
17/07/2025

মনের শান্তি কি জানি না। তবে আমার ছানাদের দেখলে একটা অদ্ভুত শান্তি পাই।
আমার ছেলের সামনের দাঁত ভেঙে গেছে চকলেট খেতে খেতে 😵‍💫😵‍💫 ওর ৩.৫ বছর।
যাক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️❤️

14/07/2025

❤️❤️

06/07/2025

প্রতিদিন সকাল টা শুরু হয় এক গাদা টেনশন নিয়ে...
আর দিনটা শেষ হয় এক গাদা টেনশন করতে করতে...
মানুষ বড় হয় কেন 😭😭 বড় হলেই চিন্তা বাড়ে।
ঈশ আবার যদি ছোট হতে পারতাম। 😵‍💫😵‍💫

শুভ সকাল ❤️❤️ছবি কালেক্টেড
06/07/2025

শুভ সকাল
❤️❤️
ছবি কালেক্টেড

কাজের মধ্যে থাকলে মন, শরীর সব ই ভালো থাকে। তবে কাজটা অবশ্যই নিজের মনকে আনন্দ দিতে পারে এরকম হতে হবে। 🥰🥰
05/07/2025

কাজের মধ্যে থাকলে মন, শরীর সব ই ভালো থাকে। তবে কাজটা অবশ্যই নিজের মনকে আনন্দ দিতে পারে এরকম হতে হবে। 🥰🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmy Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share