
07/08/2025
এক আঙ্কেল আমাদের বাসায় এসেছে কিছুক্ষণ আগে। আমাকে ডেকে জিজ্ঞেস করলো ঊর্মি মা তোমার কয় ছেলে মেয়ে?
আমি বললাম- আঙ্কেল ২ ছেলে।
উনি আমাকে বললো ছেলে হলেই হয় না রে মা। আমার ২ ছেলে কিন্ত এখন আমাদের দেখেও না। 😢
পরে আমি বললাম- আঙ্কেল এজন্যই সন্তানের আশা না করে নিজের জন্য কিছু করতে হয়। ভবিষ্যতের জন্য। ..
আসলে সব সন্তান যে সুসন্তান হবে তা নয়। আমি বলতে পারি না আমার সন্তান ভবিষ্যতে সুসন্তান হবে। এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। .
এজন্যই প্রতিটা বাবা মায়ের উচিত ছোট থেকে সন্তানদের শিষ্টাচার আর মূল্যবোধ নিয়ে বড় করা। সন্তানকে অন্যকে কীভাবে সম্মান করতে হয় তা শেখানো। সন্তানের মধ্যে ভালোবাসা তৈরি করা। ...
আমি এমন অনেক লোক দেখেছি যারা অন্যের বাবা মা, বা অন্য কোন মানুষ কে সম্মান করতে জানে না। শুধু নিজেকে বড় মনে করে। এমন কু সন্তান আপনি জন্ম দিয়েছেন/ শিখিয়েছেন এরকম আচরণ। এই সন্তান গুলোই ভবিষ্যতে আপনাকে দেখবে না। ভালো গুলোই দেখে আর এই সমস্ত কু সন্তান গুলো আর কি দেখবে? ..
আঙ্কেলের কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো।