ফারজানা আক্তার

ফারজানা আক্তার সত্যের সন্ধানে অবিচল

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ই- লাহা ইল্লাল লা হু  আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আজ পবিত্র ঈদুল আজ...
07/06/2025

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ই- লাহা ইল্লাল লা হু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আজ পবিত্র ঈদুল আজহা। দৈনিক আজকের সংগ্রাম পরিবারের পক্ষ থেকে সবাই কে জানাই ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কে কবুল করে দিন। আমিন

♠♠ কেমন হবে ♠♠চিন্তা করতেছি দেশে  আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবো। পদসংখ্যা থাকবে ৪৬ জন। বেতন জাতীয় বেতন স্কেলের ১১ তম গ্র...
30/05/2025

♠♠ কেমন হবে ♠♠

চিন্তা করতেছি দেশে আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবো।
পদসংখ্যা থাকবে ৪৬ জন। বেতন জাতীয় বেতন স্কেলের ১১ তম গ্রেড অর্থাৎ বেসিক বেতন পাবে ১২৫০০ টাকা।
আবেদন ফি থাকবে ৫০০ টাকা আর আবেদন করবে ৪ লাখ বেকার গ্রাজুয়েট।
নিয়োগ থেকে আমার আয় হবে ৪,০০,০০০x৫০০ =২০,০০,০০,০০০ টাকা।
২০ কোটি টাকা আয় হয়ে গেল!
৪৬ জন নিয়োগও পেল।
(এর মধ্যে যদি দু'চার দশ বিশ জন আমাকে চাকরি পাওয়ার জন্য চার পাঁচ লাখ টাকা করে দেয়, তাহলেও মন্দ না। এখানেও আমার আয় হয় ৫ লাখx২০=১০০ লাখ বা ১ কোটি। যাইহোক, আমি সৎ ও সমাজসেবী মানুষ হিসেবে এই ১ কোটি টাকা মনে করেন নিলাম না)
এবার ৪৬ জনকে ১২৫০০ বেসিক হিসেবে অন্যান্য ভাতাসহ ১৬০০০ টাকা বেতন দিবো।
প্রতি মাসে আমার খরচ হবে ৪৬x১৬০০০=৭,৩৬,০০০ টাকা।
১২ মাস বা এক বছরে ৪৬ জনের বেতন দিতে আমার খরচ হবে ৭৩৬০০০x১২= ৮৮৩২০০০ টাকা।
১ বছরে আমার খরচ হবে ৮৮,৩২,০০০ টাকা।
অতএব
২০বছরে খরচ হবে ২০x৮৮৩২০০০= ১৭,৬৬,৪০,০০০ টাকা।
অর্থাৎ ২০ বছর ৪৬ জনকে বেতন দিয়া চালালে আমার খরচ হবে মাত্র ১৭ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মাত্র।
এরপরেও নিয়োগ দেওয়ার সময় যে ২০ কোটি টাকা আয় করছিলাম, সেখান থেকে আরও বাকি থাকবে =
২০,০০,০০,০০০ - ১৭,৬৬,৪০,০০০= ২,৩৩,৬০,০০০ টাকা।
বাহ! এতকিছুর পরেও আমার হাতে ২ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা থেকে যাবে।
কি ভাবতেছেন? এদের বেতনের increament হয়নাই কেন? ২০ বছরে বেতন বাড়েনি কেন?
হুনেন, এই যে ২০ বছর এদেরকে ফ্রি বেতন দিয়া চালাইলাম, হেইডা দেখলেন না?
বাঙ্গালির উপকার করলেও বুঝেনা, সমালোচনা করে, হুহ্!!
আমি যে ৪৬ জন বেকার যুবকের কর্মসংস্থান করলাম, এজন্য আমাকে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য পুরস্কার দেওয়া উচিত নয় কি?

26/05/2025

পেইজটি হ্যাক হয়েছিলো তাই পেইজের মূল নামটি আনতে সময় লাগবে।
এই পেইজের আসল নাম হলো দৈনিক আজকের সংগ্রাম

26/05/2025

সবার আগে সব সংবাদ

26/05/2025

সাকিব আল হাসান কি আর জাতীয় দলে ফিরবেন নাকি অবসর নেবেন, নাকি ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন, বাংলাদেশের কোট....

দাম্পত্য জীবনে সুখী হওয়ার সিক্রেট বিষয়ঃ-একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করলেন,  -আচ্ছা, আপনার সুখী দ...
26/05/2025

দাম্পত্য জীবনে সুখী হওয়ার সিক্রেট
বিষয়ঃ-

একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করলেন,

-আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন ?
সহকর্মী উত্তরে বললেন,
- সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না ।

ভদ্রলোকটি বললেন,
- আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ?

সহকর্মী:

- যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী ।

আমরা কেউ কারো সিদ্ধান্তে নাক গলাইনা।

ভদ্রলোক :

- আমি আপনার কথা সঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না।

সহকর্মী :

-ছোট -খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন ও কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই।

ভদ্রলোক জিজ্ঞেস করলেন, " তাহলে সংসারে আপনার ভূমিকা টা আসলে কি?!!! "

সহকর্মী :
- আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে । যেমন, আমেরিকার ইরানকে আক্রমন করা উচিত কিনা, তেলেঙ্গানা নামে আলাদা রাজ্য সৃষ্টি হওয়া উচিত কিনা, ভারতে বিজেপি শাসন কতটুকু ফলপ্রসু হবে, ব্রাজিল ফুটবল দলের কোচ কাকে বানানো উচিত, বাংলাদেশ ক্রিকেট দলে কোন কোন প্লিয়ারকে রাখা উচিত ইত্যাদি, ইত্যাদি।

এবং আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায়না।

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতিস্ত্রীর সঙ্গে সহবাস করা ইসলামে যেমনি হালাল তেমনি সহবাসের সময় স্বামী পরিপূর্ণ কামশক্তি...
26/05/2025

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি

স্ত্রীর সঙ্গে সহবাস করা ইসলামে যেমনি হালাল তেমনি সহবাসের সময় স্বামী পরিপূর্ণ কামশক্তি দিয়ে দীর্ঘ সময় ধরে মিলন করে স্ত্রীর যৌন চাহিদা পূরণ করবে এটা তার একটি অপরিহার্য কর্তব্য। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি, অপরদিকে স্ত্রী তার সৌন্দর্য, রুপ,যৌবন,সমস্ত শরীর তথা যৌনাঙ্গ স্বামীকে বিলিয়ে দিয়ে স্বামীকে তার চাহিদা মোতাবেক যৌন তৃপ্তি দেওয়া স্ত্রীর একটি পবিত্র দায়িত্ব। এই যৌন ইচ্ছা পূরণের জন্য অনেক সময় দেখা যায় স্বামীর দ্রুত বীর্যপাত হয় আবার অনেক সময় স্ত্রীও স্বামীকে যৌনমিলনে স্বামীর মন জয় করতে পারেন না।

ইসলাম এমন একটি জীবন বিধান যেখানে স্বামী-স্ত্রীর মধ্যে যৌন মিলনের সঠিক নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে। কিভাবে সেক্স করতে হয়। কিভাবে সহবাস করা হারাম। কখন সহবাস নিষিদ্ধ? দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি বা নিয়ম ইত্যাদি কুরআন ও হাদিসে বর্ণিত আছে। তাই আমরা ইসলামের বিধান অনুযায়ী সহবাস করব যেন যৌনমিলন হালাল থেকে হারামে রুপান্তর না হয়।

দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি সমূহ

সহবাসের সময় দু’আ পাঠ করা

সহবাসের সময় দু’আ পাঠ করা। সহবাসের আগে, আল্লাহর নাম নিয়ে সহবাসের জন্য প্রার্থনা করুন এবং তারপর স্ত্রীর সাথে সহবাসে যান, আশা করি এটি সহবাসে আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসবে, ইনশাআল্লাহ।

স্বামী-স্ত্রীর মিলনের আগে এই দোয়া পড়তে হয়-

بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।

পবিত্রতা

পবিত্রতা, ইসলামিক নিয়মে স্বামী স্ত্রী দুজনকেই সবসময় পবিত্র থাকতে হবে। পবিত্রতা ঈমানের অঙ্গ।দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি, সমসময় পবিত্র থাকলে সব কাজে আল্লাহর রহমত বর্ষিত হয় যৌনমিলনে দীর্ঘ সময় সহবাস করা যায়।

কালোজিরা খাওয়া

কালোজিরা খাওয়া, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের সেরা ওষুধ। তাই যাদের সহবাসের সময় দ্রুত বীর্য বের হয় তারা নিয়মিত কালোজিরা খেতে পারেন। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি আশা করি, এটি আপনার সহবাসের স্থায়িত্ব কয়েকগুণ বাড়িয়ে দেবে।

মধু খাওয়া

মধু খাওয়া, রাসুলুল্লাহ (সা.) বলেছেন মধুতে আরোগ্য আছে! যাদের সহবাসের সময় তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা প্রতিদিন নিয়মিত খাটি মধু খেলে পুরুষাঙ্গ মোটা শক্ত হয় এবং অধিক সময় ধরে সহবাস করা যায়।

টেনশন না করা

টেনশন না করা, সহবাসে কখন কোন ধরনের টেনশন এবং হতাশা করবেন না। সর্বদা আল্লাহকে স্বরন করুন । আশা করি এতে করে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এতে করে দীর্ঘ সময় নিয়ে সহবাসে স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন।

দীর্ঘ সময় মিলনে স্বামী-স্ত্রীর গভীর ভালবাসা

দীর্ঘ সময় মিলন স্বামী-স্ত্রীর গভীর ভালবাসা, হাদিসে স্বামী-স্ত্রী একে অপরকে ভালবাসতে উৎসাহিত করে। দীর্ঘ সময় মিলন করার ইসলামিক পদ্ধতি, সহবাস মধুর করার জন্য,যতটা সম্ভব উপায় করা যেতে পারে। স্বামী চুম্বন, আলিঙ্গন ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে আদর করবে, একইভাবে, স্ত্রী তার স্বামীকে আদর করবে, চুম্বন করবে। এই ক্ষেত্রে,প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। একে অপরকে সহবাসের জন্য আগ্রহী করে তুলবে।

দাম্পত্য জীবনে একটি রোমান্টিক যৌন সম্পর্ক অপরিহার্য। এতে সম্পর্ক আরও গভীর হয়। অন্যথায় শয়তান খারাপ পথে নিয়ে যায়। যা বিবাহবিচ্ছেদেরও কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে মিলনের জন্য স্বামী-স্ত্রীর গভীর ভালবাসা থাকা একান্ত প্রয়োজন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফারজানা আক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share