Govt Job Circular Info BD

Govt Job Circular Info BD Govt Job Circular Info BD is a trusted source for the latest Government job circulars in Bangladesh.
(1)

Our mission is to provide accurate, up-to-date, and easy-to-understand job information to help job seekers find their dream government positions.

23/04/2025
07/04/2025

"আসসালামু আলাইকুম" নতুন সকালের শুভেচ্ছা রইলো
✅শুভ সকাল ✅

🔥🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩🔥🌸 প্রতিষ্ঠানঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (mocat)।🌸 পদের নামঃ বিভিন্ন পদ।🌸 পদ সংখ্য...
06/04/2025

🔥🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩🔥
🌸 প্রতিষ্ঠানঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (mocat)।
🌸 পদের নামঃ বিভিন্ন পদ।
🌸 পদ সংখ্যাঃ ১৩টি।
🌸 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা।
🌸 আবেদন শুরুঃ ১৫ এপ্রিল, ২০২৫।
🌸 আবেদনের শেষ তারিখঃ ১৪ মে, ২০২৫।

06/04/2025

"থ্রি জিরো" (Three Zeros)" তত্ত্বের প্রবক্তা- ড. মুহাম্মদ ইউনুস!

আসুন জেনে নেই, থ্রি জিরো তত্ত্বটির ভিতর-বাহির!
ড. মুহাম্মদ ইউনুস তাঁর "থ্রি জিরো"(Three Zeros) মডেলে একটি মানবিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছেন। এই ধারণাটি মূলত একটি সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনটি মূল উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত। নিচে পয়েন্ট আকারে এই ধারণার মূল দিকগুলো তুলে ধরা হলো:
◼️থ্রি জিরো লক্ষ্যসমূহ: (৩ শূন্য থিউরি)
------------------------------------------------------
1. Zero Poverty
2. Zero Unemployment
3. Zero Net Carbon এমিসসিওন্স

1. জিরো পোভার্টি (Zero Poverty):দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্য।
--------------------------------------------------------------------------
ক)ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা।
খ)কাজের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক অসমতা দূরীকরণ।

2. জিরো আনএমপ্লয়মেন্ট (Zero Unemployment):বেকারত্ব দূর করা।
---------------------------------------------------
ক)প্রত্যেকে উদ্যোক্তা হতে পারে—এই ধারণা বাস্তবায়ন।
খ)তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করা।
গ)সামাজিক ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি।

3. জিরো নেট কার্বন এমিশন (Zero Net Carbon Emissions):
--------------------------------------------------------------
ক)পরিবেশবান্ধব সমাজ তৈরি।
খ)নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমানো।
গ)পরিবেশ রক্ষায় সামাজিক ব্যবসার মডেল প্রয়োগ।
প্রধান বৈশিষ্ট্য:
-------------------
এই মডেলের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত তিনটি ক্ষেত্রের ভারসাম্য রক্ষা।
প্রচলিত লভ্যাংশ-কেন্দ্রিক ব্যবসার পরিবর্তে সামাজিক ব্যবসার উপর জোর দেওয়া হয়েছে।
একটি স্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
থ্রি জিরো মডেলের প্রভাব:
--------------------------------------
1. দারিদ্র্য ও বেকারত্ব কমানো।
2. একটি পরিচ্ছন্ন এবং টেকসই পৃথিবী তৈরি।
3. সমাজে আর্থিক বৈষম্য হ্রাস।
4. ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন।
5. পরিবেশের সুরক্ষায় কার্যকর ভূমিকা।

মোটকথা, ড. ইউনুসের "থ্রি জিরো" মডেল একটি উদ্ভাবনী ও বাস্তবমুখী ধারণা যা দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমতাভিত্তিক এবং টেকসই সমাজ গঠনে সহায়ক।

চাকুরী প্রত্যাশী ভাইবেনদের কাজে লাগবে।

06/04/2025

❤️❤️অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ,নতুনদের জন্য❤️❤️

আমি যদি এখন ব্যাংকের জন্য প্রিপারেশন শুরু করতাম তাহলে আমি কিভাবে শুরু করতাম—

১. প্রথমে আমি একটা ডাইজেস্ট (Bank MCQ Digest) বই কিনতাম, যেহেতু এক বইয়ের ভেতর পুরো সিলেবাস পেয়ে যাচ্ছি এবং সেটা একবার শেষ করতাম।

২. Bank Job Solution (Recent বা Eminent) কিনে পূর্ববর্তী প্রশ্নগুলো অনুশীলন করতাম।

৩. গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো প্রিলিতে আসবেই, সেগুলো টপিক ধরে ধরে শেষ করতাম—

গণিত: শতকরা, অনুপাত, সুদ, গড়, লাভ-ক্ষতি, সময়-দূরত্ব, পাইপ-সিস্টার্ন ইত্যাদি।

বাংলা: সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ ইত্যাদি (এই ক্ষেত্রে ATM বইটি কিনে নিতাম)।

ইংরেজি: Synonym, Antonym, Idioms & Phrases, One Word Substitution, Analogy ইত্যাদি।

নিজেরাই বুঝতে পারবেন পড়তে থাকলে।

৪. অফলাইন বা অনলাইন কোনো Exam Batch-এ ভর্তি হতাম, যদিও প্রথম দিকে ফেল করতাম, তবুও নিজের দুর্বল জায়গা জানার জন্য পরীক্ষা দিতাম।

৫. তারপর আলাদা আলাদা সাবজেক্টিভ কিছু বই কিনতাম (যা আগেই শেয়ার করেছি)।

৬. যেহেতু ৫৫%-৬৫% মার্ক পেলেই প্রিলি ক্র্যাক করা যায়, তাই যেখানে বেশি মার্ক ওঠানো যায় সেখানে জোর দিতাম—

বাংলা ব্যাকরণ

ইংরেজির মুখস্থ অংশ

কম্পিউটার (Previous Year Questions)

গণিতে বেশি প্রশ্ন আসে এমন অধ্যায়গুলো

সাধারণ জ্ঞান (Bank Short Syllabus অনুযায়ী—কাবিল Mahmud(Basik Gk) বা Spotlight GK থেকে পড়ে নিতাম)

— মোঃ মানিক হোসেন
সোনালী ব্যাংক পিএলসি

 #নিয়োগ_বিজ্ঞপ্তি👉 প্রতিষ্ঠানঃ  জনপ্রশাসন মন্ত্রণালয় (mopa)👉 পদের নামঃ বিভিন্নপ পদ👉 পদ সংখ্যাঃ ৫৫টি👉 আবেদন ফীঃ ১৬৮/-, ১...
06/04/2025

#নিয়োগ_বিজ্ঞপ্তি
👉 প্রতিষ্ঠানঃ জনপ্রশাসন মন্ত্রণালয় (mopa)
👉 পদের নামঃ বিভিন্নপ পদ
👉 পদ সংখ্যাঃ ৫৫টি
👉 আবেদন ফীঃ ১৬৮/-, ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৫ এপ্রিল ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ১৪ মে ২০২৫

04/04/2025

ভাইবা অভিজ্ঞতা :: প্রাণিবিদ্যা
তারিখ ১১-০৩-২৫(১১.৩০)
বোর্ড :০৯/02B
ম্যাম: বিষয় কি?
আমি: প্রাণিবিদ্যা,ম্যাম।
ম্যাম: বলোতো,বহিঃক্ষরা,অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে?
আমি : উত্তর করলাম,
ম্যাম: কোন গ্রন্থি মিশ্র গ্রন্থি নামে পরিচিত?
আমি: উত্তর করলাম।
ম্যাম: অগ্ন্যাশয় থেকে কয়টি হরমোন নিঃসৃত হয়?
হরমোন কি,তার কাজ কি?
ম্যাম: মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?
ম্যাম: যকৃত এর কাজ কি?
ম্যাম: ইনজাইম কাকে বলে? তার কাজ ?
ম্যাম: মানবদেহে পেশি কয়টি?কার্ডিয়াক পেশি কোথায় থাকে?
ম্যাম: লাভ, ডাব কি? BP কাকে বলে? সিস্টোল,ডায়স্টোল এর সময় কতো?
ম্যাম: হৃৎপিণ্ডের কপাটিকার নাম বলো?
ম্যাম: ডারউইনিজম কি?ডারউইন এর মতবাদের ওপর নাম কি? বির্বতন কি?
ম্যাম: ম্যান্ডেলের সূত্র কয়টি? সূত্রগুলোর নাম বলো? ১ম ও ২য় সূত্রের অপর নাম কি? আরো কিছু প্রশ্ন করেছিল,,,

আলহামদুলিল্লাহ সবগুলোর উত্তর করতে পেরেছি।
আমাকে একজন ম্যাম ই সবগুলো প্রশ্ন করেছে,
আর বোর্ডের ম্যাম, স্যার রা সবাই অনেক আন্তরিক।

02/04/2025

⭕⭕ অফিসার জেনারেল ও ক্যাশ অফিসার(১০ম গ্রেড) ব‌্যাংকে জ‌য়েন কর‌লে কত টাকা বেতন পা‌বেন?⭕⭕

১) বে‌সিকঃ ১৬০০০ টাকা
২) বাড়ীভাড়াঃ বে‌সি‌কের ৪৫% থে‌কে ৫৫%
৩) চি‌কিৎসা ভাতাঃ ১৫০০ টাকা
৪) বি‌শেষ ভাতাঃ বে‌সি‌কের ৫%
৫) লাঞ্চ ভাতাঃ হা‌জিরার জন‌্য প্রতি‌দি‌ন ৪০০ টাকা

★★★ অ‌তি‌রিক্তঃ শিশু শিক্ষা ভাতা/দুর্গম এলাকা ভাতা।
★বে‌সিকঃ ১৬০০০/-
★বাড়ীভাড়াঃ ৭২০০/-
★চি‌কিৎসা ভাতাঃ ১৫০০/-
★বি‌শেষ ভাতাঃ ১০০০/-
★লাঞ্চ ভাতাঃ ৮০০০/-
____________________________________________
★সর্বমোটঃ= ৩৩৭০০/-

✅প্রতি বছর ৫% বে‌সিক বেত‌ন বৃ‌দ্ধি পা‌বে...

27/03/2025

চাকুরী প্রত্যাশী ভাই ও বোনেরা যারা মিস করছেন তারা আবেদন করে ফেলুন। চলমান সকল সার্কুলার একসাথে 🛑
আবেদনের এর শেষ তারিখ দেখে নিন 🥰
============================

🎯 কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন - ২৭ মার্চ
🎯 বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - ৩ এপ্রিল
🎯 পরিসংখ্যান ব্যুরো (৭৭৮ পদ) - ৫ এপ্রিল
🎯 পানি উন্নয়ন বোর্ড- ১০ এপ্রিল
🎯 সরকারি কর্ম কমিশন(১৭২০ পদ)- ১০ এপ্রিল
🎯 বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি- ১৩ এপ্রিল
🎯 পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন( ১৩৩০ পদ)- ১৪ এপ্রিল
🎯 অর্থ মন্ত্রণালয় -১৫ এপ্রিল
🎯 বাংলাদেশ সমবায় অধিদপ্তর (৫৫১ পদ)-১৭ এপ্রিল
🎯 বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ- ১৭ এপ্রিল
🎯 শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (১৮৭ পদ) - ১৯ এপ্রিল
🎯 ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ(৬৮৯ জন)- ২০ এপ্রিল
🎯 সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর- ২০ এপ্রিল
🎯 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (৪২৪ পদ) - ৪ মে

📌 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI)
শুরু -৬ এপ্রিল, শেষ- ২০ এপ্রিল
📌 জনপ্রশাসন মন্ত্রণালয়
শুরু-১৫ এপ্রিল, শেষ -১৪ মে
📌 খাদ্য অধিদপ্তর-১৭৯১ পদ
শুরু- ৮ এপ্রিল, শেষ- ৭ মে ২০২৫

#নিয়োগ

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (bsb)👉 পদের নামঃ বিভিন্ন পদ👉 পদ সংখ্যাঃ ৫০টি👉 আবেদন ফীঃ ১১...
27/03/2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (bsb)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৫০টি
👉 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ১০ এপ্রিল ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ৪ মে ২০২৫
#নিয়োগ

ব্র্যাক (BRAC) NGO তে শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ       #নিয়োগ
27/03/2025

ব্র্যাক (BRAC) NGO তে শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
#নিয়োগ

 #নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা ১৩৩০পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)আবেদন শুরুঃ ২৫ মার্চ ২০২৫ আবেদনের শেষ তারিখঃ ...
24/03/2025

#নিয়োগ বিজ্ঞপ্তি
পদ সংখ্যা ১৩৩০
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)
আবেদন শুরুঃ ২৫ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ১৪ এপ্রিল ২০২৫

Address

Dhaka

Telephone

+8801625346474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt Job Circular Info BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share