09/02/2025
বই মেলায় গেলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা বড় কোনো পরিচিত মুখ হলেও কখনো হাত মেলানোর জন্য বা সেলফি তোলার জন্য ঠেলাঠেলি করতে বা এই জাতীয় ছ্যাবলামো একদম করতে পারিনা। হাজবেন্ডও এসব করতে একদমই পছন্দ করেননা ৷
আপনার মাথায় জ্ঞান থাকলে আপনি নীরবে নিভৃতেই বুঝতে পারবেন কে আসল লেখক আর কার বই কেনা উচিত।
আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের দোষ দেখিনা। দোষ দেখি আম পাবলিকের। এভাবে ঠেলাঠেলি করে হাত মেলানো আর সেলফি তোলার জন্য ছ্যাবলামো করার ফায়দাটা আসলে কি?
ব্যক্তিত্ব এমন জিনিস যা একজন মানুষের বাহ্যিক এবং অন্তর্গত সৌন্দর্য ফুটিয়ে তোলে। কিন্তু দূর্ভাগ্যবশত সুন্দর ও মানসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী আমরা অনেকেই হতে পারিনি।