
05/08/2024
আলহামদুলিল্লাহ নতুন এক দেশ পেলাম, ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাসে কোন জালিম কোন জুলুমকারী অত্যাচারী এখন পর্যন্ত টিকে থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে এবং এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় করেছে লাঞ্ছিত করে, যেমনি আজ হাসিনাও লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালিয়েছে তার দ্বিতীয় স্বামীর কাছে ভারতে, ১৫ বছর ধরে ক্ষমতায় বসে থাকে থাকার পরও মনে হয় না যে কোন একদিন ক্ষমতা থাকবে না একদিন মরতে হবে সেটা ভুলে যায়। যারা তার অনুসারী ছিল যারাই আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে তারাও ভুলে গেছে যে একদিন তাদেরও ক্ষমতা থাকবে না তাদের সবার পতন হয়েছে আজ,এই তিন সপ্তাহ ধরে যেটা গত ৩৬ বছর আমার বয়স আমি দেখি নাই যে ঐক্য আমাদের দেশে দরকার ছিল যে ভালোবাসা দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে ভালোবাসা দরকার ছিল গত 15 দিনে সেটা আমরা দেখতে পেলাম। এমন একটা দেশইতো চেয়েছিলাম যেখানে সবাই এক হয়ে কাজ করবে, বিএনপির জামাত হেফাজত যেটা পারে নাই আমাদের ছাএ ভাইরা সেটা ১৫ দিনে করে দেখিয়ে দিলো।নারী শাসন আর না আর না।নতুন শাসক এর অপেক্ষা আছি আসা করি অন্য রকম এক দেশ পাবো , ফিরে পাবে মানুষ তার সঠিক অধিকার,সঠিক বিচার,সঠিক নিরাপত্তা। দোয়া রইলো আল্লাহ যেন আমাদের দেশ ও দেশের মানুষকে ভালো রাখে।