Dhakaiya News

Dhakaiya News Dhakaiya News ঢাকাইয়া খবর এ আপনাদের সকল কে শুভেচ্ছা

08/10/2025

ইসরায়েলের ইহুদীরা নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের বাড়িতে হামলা করছে

06/10/2025

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু

05/10/2025

Google Map Location Bike

02/10/2025

ফিলিস্তিনের গাজায় বাংলাদেশের শহীদুল আলম অক্টোবর ২ তারিখ ২০২৫ইং সকালে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন

01/10/2025

খাগড়াছড়ির পাহাড়ের বর্তমান অবস্থা নিয়ে সৈরাচার আওয়ামী লীগের নেতারা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে

01/10/2025
28/09/2025

Pinaki Bhattacharya দাদা মানেই বিনোদন 😜

26/09/2025

খিদমাহ হসপিটাল খিলগাঁও তালতলা

এই ব্যাক্তির নাম তমাল,সে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি।বাসা খিলগাঁও সি ব্লকে সমাজ কল্যান সোসাইটিতে। এলাকার অনেকে তাক...
24/09/2025

এই ব্যাক্তির নাম তমাল,সে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি।বাসা খিলগাঁও সি ব্লকে সমাজ কল্যান সোসাইটিতে। এলাকার অনেকে তাকে মাতাল তমাল, কেউ চেনে ইহুদি তমাল,কেউ কুত্তা তমাল নামে। সে সারাজীবন আওয়ামী লীগ করেছে।সে খিলগাঁও এর বিএনপি জামায়াতের লোকজনের অনেক অত্যাচার করতো। সে একজন নাস্তিক প্রকৃতির লোক।প্রতিদিন রাতে সে কুখ্যাত আওয়ামী লীগ নেতা আদা মামুনের সাথে মদের আসর বসাত এবং মাতাল হয়ে রাস্তায় বেরিয়ে যাকে তাকে মারাধর গালাগালি করতো।বিশেষ করে বিএনপি জামায়াত ও মীর্জা আব্বাস পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করতো। পাশাপাশি বিএনপির লোকজনকে গ্রেফতার করার কাজতো চলতোই।
আওয়ামী ফ্যাসিষ্ট এর পতনের পর এই ইহুদি তমাল এলাকা থেকে পালিয়ে যায়।দীর্ঘদিন পর সে ইদানিং এলাকায় ফিরে আসে নতুন রূপে আত্মপ্রকাশ করে।
সে নিজেকে জামায়াত কর্মী বলে পরিচয় দিয়ে বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ দাবী করে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য প্রদান করছে।
এই আওয়ামী ইহুদি তমালের গিরগিটির মতো রঙ বদলাতে দেখে খিলগাঁও বাসী অবাক হয়ে গেছে।
খিলগাঁও এর সবাই যাকে আওয়ামী সন্ত্রাসী হিসেবে চেনে সে কিভাবে রাতারাতি জামাতের ভক্ত হয়ে গেল তা টক অব দ্যা খিলগাঁও এ পরিনত হয়েছে।

এই আওয়ামী সন্ত্রাসী কুত্তা তমালকে যেখানে পাওয়া যাবে উপযুক্ত উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

19/09/2025

France এ এক বাংলাদেশী ভাই ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে 😞

18/09/2025

মাওলানা নোমানী হুজুরের বাসায় হত্যার আলামত 😞

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।

আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

এর পরও কি আপনি বলবেন আপনি খারাপ আছেন 😞

সংগৃহীত......😞😞😞😞
゚viralシalシ

Address

Dhaka
1219

Telephone

+8801645207446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhakaiya News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhakaiya News:

Share