Mohammad Ashiqur Rahman

Mohammad Ashiqur Rahman হাসবুনাল্ল-হু ওয়া নি'মাল ওয়াকিল!☝️
(1)

পুরোটা সময় জুড়ে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকলেও এই প্রথম রিপন মিয়াকে দেখে মনে হচ্ছে, সে মিথ্যা বলছে। আমরা যারা রিপনকে এক...
14/10/2025

পুরোটা সময় জুড়ে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকলেও এই প্রথম রিপন মিয়াকে দেখে মনে হচ্ছে, সে মিথ্যা বলছে। আমরা যারা রিপনকে একদম শুরু থেকেই চিনি, তারা ধরেই নিয়েছিলাম রিপন ভালো মানুষ, মন থেকেই চাইতাম রিপন উপরে উঠুক, অভাব কেটে যাক। কিন্তু শিকড় কেন ভুলে যাবে? নিজের মা-বাবার খোঁজ নেয় না, ভরণপোষণ দেয় না। নিজের স্ত্রী-সন্তানকে স্বীকার করে না, নিজেকে অবিবাহিত দাবি করা রিপনকে এই প্রথমবার মনে হচ্ছে, সে মিথ্যা বলছে, সে ভ‘য় পাচ্ছে।
হাহাহা এটাই বাস্তবতা আই লাভ ইউ

ইতালির প্রধানমন্ত্রীকে বিড়ি খাওয়া বন্ধ করতে বললেন এরেদোগান😁
14/10/2025

ইতালির প্রধানমন্ত্রীকে বিড়ি খাওয়া বন্ধ করতে বললেন এরেদোগান😁

দেলে ভাইর ডায়লগটা মনে পড়ে গেল! 🙂
13/10/2025

দেলে ভাইর ডায়লগটা মনে পড়ে গেল! 🙂

ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠলো।  ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এ...
11/10/2025

ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠলো। ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালোই কাটবে। বোনটাও আমার এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে। আমাদের বিয়ের সাত বছরেও কোনো বাচ্চাকাচ্চা হলো না। বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে? তোদের চার ভাইবোনকে খাইয়ে পরিয়ে এতো বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোট মেয়ের দায়িত্বও নিতে পারবো ইনশাআল্লাহ।

মাস তিনেক পর থেকেই আমার স্ত্রী লুনার সাথে বিথীর ঝামেলা হতে লাগলো। এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন। আমি লুনাকে বুঝানোর চেষ্টা করতাম যে আজ বিথীর অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে?

একদিন অফিস থেকে এসে দেখি বিথী বারান্দায় বসে কাঁদছে। আমার স্ত্রী লুনা বললো, খালি তো বলো আমি খারাপ। তাইলে আজ দুপুরে মা কেন বিথীকে বকলো "বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য। নিজের খাসলতের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই-ভাবীর ঘাড়ে এসে উঠেছিস। তুই মরতে পারিসনা?"

একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চায়, পাশে চায়। কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টা। মা কেনো জানি দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিলো না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। আমার স্ত্রী লুনা মনেমনে তাতে বেশ খুশিই হতো। আমি হলাম মাঝখানে দিশাহারা। ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো!? কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি। নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত।

বিথী রোজ রাতে বারান্দায় বসেবসে কাঁদে। আমার চার ভাইবোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সবার চোখের মণি।তার প্রতি পরিবারের সবার আদরযত্ন ছিল অন্যরকম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্চিত।

আব্বার বয়স হয়েছে। বেশির ভাগ সময় অসুস্থ থাকেন। শুধু মুখটাই যা শক্ত আছে। আমার অন্য দুই ভাই বোন নিজের মতো করে আলাদা থাকে। আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন। এখন অবসরে আছেন। পেনশনের টাকা আর আমার চাকরির যৎসামান্য বেতনে কোনরকম দিন চলে যায়। মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা। তা হলো টাকা। তার উপর এখন নতুন যোগ হয়েছে ছোট বোনটা। প্রতি মাসে তার এবং তার বাচ্চার পেছনে বাড়তি অনেকগুলা টাকা খরচা হয়। মাঝেমাঝে আমি বেদিশা হয়ে যাই খরচ সামলাতে সামলাতে। তবুও যতই অভাবে থাকি নিজের মায়ের পেটের বোনকে ফেলে তো আর দেয়া যায়না। এব্যাপারটা মাও বুঝতে চায়না আমার স্ত্রীও বুঝতে চায়না।

ইদানিং বিথী আমার সামনে আসতে চায়না। সবসময় নিজেকে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধ বোধ কাজ করে। বর্তমান উর্ধগতির বাজারে টানাপোড়েনের সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নেহাতই কম না।

মাস শেষে আজ বেতন পেলাম। বিথীকে ডেকে জিগ্যেস করলাম "কিরে কই থাকিস সারাদিন? সবসময় এমন মন মরা হয়ে থাকিস কেন? মা আর লুনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে। আমি বাজারে যাব কিছু লাগবে তোদের? লাগলে বল মা আর তোর ভাবি জানতে পারবেনা। "

বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। চেহারার কি হাল হয়েছে। চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কঠোরের ভেতর ঢুকে গেছে। চাঁদমাখা মুখটার কি শ্রী হয়েছে! দুধে আলতা গায়ের রঙ ছিল বোনটার। অথচ ডিভোর্সের এই কয়েক মাসে যেন পাতিলের তলায় রুপ নিয়েছে।

ও ঝরঝরে কেঁদে উঠলো। বললো ভাইয়া মেয়েটার জ্বর দুদিন থেকে। বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারিনা ভয়ে। মা ফ্রিজ লক করে রাখে। ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি। তার কান্না ভরা কন্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো। তাকে শান্তনা দিয়ে বললাম, চিন্তা করিস না বোন। মানুষের খারাপ সময় আজীবন থাকেনা। রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবারদাবার নিয়ে আসবো। তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস কেমন।

বাবার ভুলের খেসারত আজ বোনটাকে দিতে হচ্ছে। কত করে নিষেধ করেছি কোনো বিদেশি ছেলের কাছে বিথীকে বিয়ে দিও না। মার অতি চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাইবোনের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজ খবর না নিয়েই তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখাপড়া নেই তারউপর নেশা করে। সৌদি থেকে দেশে এসে কয়দিন রমরমা চললেও এখন ধারকর্জ করে নেশা করে। বিথী কিছু বললে গায়ে হাত তোলে। বিথীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। টাকার বিনিময়ে বাজে বন্ধুদের বাড়িতে এনে বিথীকে বলে তাদের মনোরঞ্জন করে খুশি করতে। বিথী রাজি না হওয়াতে তাকে মারপিট করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। আজ এইচ আর থেকে ফোন করে কনফার্ম করলো। আগামী মাসে জয়েনিং। সেলারি বর্তমানের দিগুণ। আমার কেন জানি মনে হচ্ছে প্রায় দিগুণ সেলারির জবটা বিথী আর বিথীর মেয়ের জন্যই হয়েছে। নাহয় গত বার বছরে আমি মনে হয় বারটা ইন্টারভিউ ফেস করেছি। অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েও টেন পার্সেন্ট বাড়তি সেলারিতে কোথায়ও ঢুকতে পারলাম না। অথচ এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল, তাও আবার দিগুণ সেলারিতে! অবিশ্বাস্য ব্যাপার। অসহায় বোন ভাগ্নীর রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমেই পাঠাচ্ছেন। যাক, বাসায় গিয়ে বিথীকে বলবো আর যেন চিন্তা না করে। আগামী মাস থেকে হাতখরচ বাবত ওকে কিছু টাকা দেব যেন ওদের মা মেয়ের প্রয়োজন মিটাতে পারে। সে সাথে একটা সেলাই মেশিন কিনে দিব। বিয়ের আগে যুব উন্নয়ন থেকে ওর সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেওয়া ছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন অনলাইনে একটা ছোটখাটো বিজনেস দাড় করাতে পারে। আমার বিশ্বাস বিথী বেশ খুশি হবে আমার পরিকল্পনা শুনে এবং একজন সফল উদ্দোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে।

এসব ভাবতে ভাবতে বাসের হেল্পার যখন আজমপুর আজমপুর বলে ডাকতে লাগলো তখন ভাবনায় আমার ছেদ পড়লো। বাস থেকে নেমে বনফুল থেকে দুই কেজি মিষ্টি নিলাম। ছোট বেলায় বিথীর মিষ্টি খুব ফেবারিট ছিল। তাছাড়া নতুন জবের সুসংবাদটা খালি মুখে দেওয়া বেমানান হবে। সারাদিনের ক্লান্তি আর ঘর্মাক্ত শরীর নিয়ে যখন বাসার সামনে আসি দেখি চেনা অচেনা অনেক মানুষের ভিড়। প্রতিবেশী কয়েকজনকে বলতে শুনলাম, এইতো মেয়ের ভাই এসেছে। বাসার সামনে লোকে লোকারণ্য। ভিড় ঢেলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার কান্নাকাটির শব্দ কানে আসলো। বিথীর রুমের খোলা দরজায় চোখ পড়তেই দেখি বোন আমার ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে। আমাকে দেখে বাবা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন খোকা তুই এসেছিস? এদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা। আমার সোনার ময়না পাখি উড়াল দিয়ে চলে গেল অচিন দেশে। দুপুরে বিথী মাছের পেটির পিসে কাঁটা কম সেজন্য পেটি খুটে ভাত খাইয়েছিল মেয়েকে। এ নিয়ে তোর মা আর বৌমা বিথীকে কথা শুনিয়েছে। তাতেই পাখি আমার অভিমান করে আত্নহত্যা করে ফেললো।

আমি যেন একমুহূর্তে পাথর মূর্তি হয়ে গেলাম। মাকে দেখলাম মেঝেতে বসে খাটে মাথা ঠেকিয়ে বিলাপ করে কাঁদতে। আমার স্ত্রী লুনা, বিথীর মেয়েকে কোলে নিয়ে কাঁদছে। আমার বাকি দুই ভাইবোন খবর পেয়ে বিকালেই চলে এসেছে। আমার ফোনের চার্জ শেষ হয়ে অফ হয়ে গিয়েছিল তাই কেউ কিছু জানাতে পারেনি। লোকজন বলাবলি করছে, থানায় খবর দেওয়া হয়েছে।

আমি তাকিয়ে দেখি বোন আমার ছাতক পাখির মতো আমার দিকেই যেন চোখ মেলে চেয়ে আছে। হাতের চুড়িতে ভাঁজ করা একটা চিরকুট পাওয়া গেল। তাতে ছোট বড় কষ্টের অক্ষরে লেখা- "ভাইয়া তুই এসেছিস? বিশ্বাস কর ভাইয়া এতো সুন্দর পৃথিবী ছেড়ে এতো তাড়াতাড়ি মোটেও যেতে ইচ্ছা করছিল না আমার। কিন্তু কি করবো? উপায় যে আমার আর ছিল না। পৃথিবীটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে। আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া। পারলে আমাকে ক্ষমা করিস। আমি তোদের বোঝা ছিলাম। তাই বোঝাটাকে নামিয়ে মাটিচাপা দিয়ে দিস চিরদিনের জন্য। মা আর ভাবিকে বলিস ভালো থাকতে শান্তিতে থাকতে। আমি আর জালাতন করবো না কোনদিন।
সবাইকে নিয়ে খুব বেশি ভালো থাকিস ভাইয়া।

ছবি অ্যাটেনশন এর জন্য "

ভিডিওটা মাত্রই দেখলাম..রাতের অন্ধকারে কিভাবে চো-রে-রা জুয়েলারি দোকানে ঢুকে ৫০০ ভরি স্বর্ণালংকার চু-রি করে নিয়ে গেছে..সম্...
09/10/2025

ভিডিওটা মাত্রই দেখলাম..রাতের অন্ধকারে কিভাবে চো-রে-রা জুয়েলারি দোকানে ঢুকে ৫০০ ভরি স্বর্ণালংকার চু-রি করে নিয়ে গেছে..সম্পূর্ণ মুখ ঢাকা..কালো রঙের পোশাক পরে এসেছিলো চো-রে-রা..কারো মুখ দেখা যাচ্ছে না..

আজ সকাল বেলা দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেছেন..আমার কোন শ-ত্রু নেই..সবাই আমাকে ভালোবাসে..আমিও সবাইকে ভালোবাসি..

এই কথা বলতে বলতে ভদ্রলোক কাঁ-দ-তে কাঁ-দ-তে বলেছেন..আমার সব শে-ষ হয়ে গেছে এক দিনে..২০ বছর ধরে তিলে তিলে এই একটা দোকানই গড়ে তুলেছি..আমার ৫ বছরের একটা মেয়ে আছে..এই মেয়েটাকে এখন আমি কিভাবে বড় করবো..

বর্তমানে এক ভরি স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকা..এর মানে দাঁড়াচ্ছে প্রায় ১০ কোটি টাকার স্বর্ণ চু-রি হয়ে গেছে..এক রাতে মানুষটা পথে বসে গেছে..বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে..পুলিশ চাইলে পারে না..এমন কিছু নেই..

ভদ্রলোকের কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে..অচিন্ত কুমার বিশ্বাসের স্বর্ণগুলো ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন..মালিবাগ মার্কেটের মত জায়গায় তো রাতের বেলাও মানুষ থাকে..চো-র-রা নিশ্চয় একা একা চু-রি করতে যায়নি..পুলিশ চাইলে সব কিছু সম্ভব..এই মানুষটার স্বর্ণগুলো ফিরিয়ে দিন 🙂

🇦🇺 অস্ট্রেলিয়ায় “Level 1” Student Visa — বাংলাদেশের জন্য সুযোগ-সুবিধা📌 Level‑1 কি?“Level 1” হল অস্ট্রেলিয়ার *Student ...
04/10/2025

🇦🇺 অস্ট্রেলিয়ায় “Level 1” Student Visa — বাংলাদেশের জন্য সুযোগ-সুবিধা

📌 Level‑1 কি?

“Level 1” হল অস্ট্রেলিয়ার *Student Visa Evidence Level System*-এর একটি শ্রেণি, যেটি দেশভেদে ছাত্রদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও প্রক্রিয়া সহজ করে। গত মাসে অস্ট্রেলিয়ার Department of Home Affairs ঘোষণা করেছে যে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে *বাংলাদেশকে Level 1 দেশ* হিসেবে উন্নীত করা হয়েছে। [1]

Level 1 হবার অর্থ হলো:

- আবেদনকারীদের জন্য কিছু জটিল প্রমাণাবলী হ্রাস পাবে
- ভিসা আদায় প্রক্রিয়া দ্রুত হতে পারে
- document checklist (আবেদনকৃত ডকুমেন্টস) সরল হতে পারে
- পারফরমেন্স ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে বাংলাদেশকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে [1]

---

✅ সুযোগ-সুবিধা (Advantages for Bangladeshi students under Level 1)

1. *প্রয়োজনীয় ডকুমেন্ট কম হতে পারে*
- অতিরিক্ত ফান্ড প্রমাণ, রোজগার প্রমাণ, আয়কর রিটার্ন ইত্যাদি কিছু ক্ষেত্রে কম জটিলতার সাথে চাওয়া হতে পারে [1]
2. *ভিসা প্রসেসিং দ্রুত হতে পারে*
- কম ট্রায়াল ও যাচাই প্রক্রিয়া থাকলে ভিসা অনুমোদন অপেক্ষাকৃত দ্রুত হতে পারে [1]

3. *বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি*
- অস্ট্রেলিয়া সরকার Bangladesh-কে Level 1 দিয়েছ, যা বোঝায় তারা বাংলাদেশিদের ভিসা আদানে বিশ্বাসযোগ্য মনে করছে [2]

4. *কম ঝুঁকি ও কম জটিলতা*
- Sponsorship বা অতিরিক্ত সাব স্ট্যান্ডার্ড প্রক্রিয়া কম হওয়ার সম্ভাবনা
- কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রমাণ ও ইংরেজি দক্ষতা প্রমাণ অনেকটা সরল হতে পারে

---

⚠️ কিছু সীমাবদ্ধতা ও সতর্কতা

- Level 1 হওয়া স্বয়ংক্রিয়ভাবে ভিসা গ্যারান্টি নয় — ডকুমেন্টস ঠিক না হলে রিজেকশন হতে পারে
- যদিও কিছু ডকুমেন্ট কম চাওয়া হবে, *গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন Offer Letter, Course Enrolment, English Score* অবশ্যই প্রমাণ করতে হবে
- ভিসা অফিসার আপনাকে অতিরিক্ত প্রমাণ বা সাক্ষাৎকার (interview) চাওয়ার অধিকার রাখে
- নিয়ম বা পলিসি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে — সর্বশেষ অফিশিয়াল ঘোষণাগুলো নির্ভরযোগ্য উৎস থেকে করা জরুরি ।

04/10/2025

- ইয়া রব ক্লা'ন্ত হৃদয় গুলোকে ধৈর্য ধারণ করার ক্ষ'মতা দান করুন, আমিন!'😌🌸

ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর হয়ে স্বপ্নের রাজধানী ঢাকায় এসেছিলেন আসিফ আকবর। তবে ক্রিকেট তাকে স্বপ্নের শিখরে না পৌঁছালেও...
02/10/2025

ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর হয়ে স্বপ্নের রাজধানী ঢাকায় এসেছিলেন আসিফ আকবর। তবে ক্রিকেট তাকে স্বপ্নের শিখরে না পৌঁছালেও কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তার কন্ঠে গাওয়া 'বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ' গানটা সবারই জানা। তবে এবার ভিন্নভাবে হলেও স্বপ্ন পূরণ হয়েছে আসিফের।

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কুমিল্লা জেলা থেকে পরিচালক নির্বাচিত হলেন আসিফ আকবর।

৪৪টি দেশের মানবাধিকার কর্মীরা ৫৫ টির বেশি ছোট জাহাজে করে সাহায্য নিয়ে গাজার অসহায় মানুষের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বাংল...
01/10/2025

৪৪টি দেশের মানবাধিকার কর্মীরা ৫৫ টির বেশি ছোট জাহাজে করে সাহায্য নিয়ে গাজার অসহায় মানুষের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বাংলাদেশ থেকে বুকে আবু সাঈদ কে নিয়ে যোগ দিয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার ও এক্টিভিস্ট আমাদের শহিদুল আলম ভাই । 💞

গাজীপুরে জুলাই আন্দোলনের বীর গাজি মেরাজ উদ্দিন শ্রাবণ! ৫ আগষ্ট আ'ন্দোলন চলাকালীন শ্রাবণ গু*লি খান! সেই গু*লিতে তার একটা ...
30/09/2025

গাজীপুরে জুলাই আন্দোলনের বীর গাজি মেরাজ উদ্দিন শ্রাবণ! ৫ আগষ্ট আ'ন্দোলন চলাকালীন শ্রাবণ গু*লি খান! সেই গু*লিতে তার একটা চোখ চিরতরে হারিয়ে যায়। কিন্তু শ্রাবণের জীবনে যে সুখ আল্লাহ লিখে রাখছিল, সেটা কে'ড়ে নেবার সাধ্য কার!

এই মেয়েটার সাথে শ্রাবণের সম্পর্ক ছিল ৩ বছরের। ৫ আগস্টের পর শ্রাবণ বারবার বলছে, আমার কোনো দাবি নাই তোমার প্রতি! তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করে সুখের সংসার করো। আমার এক চোখ অ'ন্ধ! মেয়ে জবাব দিত, আমাকে ত তোমার এখনই বেশি দরকার। প্লিজ আমাকে জলদি নিয়ে যাও!!

অতপর তাদের বিয়ে হয়। বর্তমানে এই দম্পতির একটা ফুটফুটে স'ন্তান দুনিয়াতে আসার জন্য অধীর আগ্রহে দিন গুনতেছে।

ভালোবাসা কতই না সুন্দর হয়। আপুর প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা। তাদের দাম্পত্য জীবন সুখের ও সুন্দর হোক এই কামনা করি!❤️‍🩹

কলকাতার দুর্গাপূজার একটি মণ্ডপে নাকি ড. ইউনূসকে অসুর বানানো হয়েছে!তাহলে কি এ যুগে দেবী আর অসুর নির্ধারণ হয় না ন্যায়-স...
28/09/2025

কলকাতার দুর্গাপূজার একটি মণ্ডপে নাকি ড. ইউনূসকে অসুর বানানো হয়েছে!
তাহলে কি এ যুগে দেবী আর অসুর নির্ধারণ হয় না ন্যায়-সত্য দিয়ে, নির্ধারণ হয় রাজনীতি আর বিদ্বেষ দিয়ে?
কিন্তু ভাবনার বিষয় হলো—বাংলাদেশের ইউনূস তাদের জন্য অসুর হবে কেন? ক'দিন আগেই না দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠালেন! নিজেদের ভেতরে এত অসুর থাকা সত্ত্বেও কি তারা বাইরে থেকে আমদানি করছে?

Address

Dhaka
1230

Telephone

+8801601275606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Ashiqur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share