14/10/2025
পুরোটা সময় জুড়ে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকলেও এই প্রথম রিপন মিয়াকে দেখে মনে হচ্ছে, সে মিথ্যা বলছে। আমরা যারা রিপনকে একদম শুরু থেকেই চিনি, তারা ধরেই নিয়েছিলাম রিপন ভালো মানুষ, মন থেকেই চাইতাম রিপন উপরে উঠুক, অভাব কেটে যাক। কিন্তু শিকড় কেন ভুলে যাবে? নিজের মা-বাবার খোঁজ নেয় না, ভরণপোষণ দেয় না। নিজের স্ত্রী-সন্তানকে স্বীকার করে না, নিজেকে অবিবাহিত দাবি করা রিপনকে এই প্রথমবার মনে হচ্ছে, সে মিথ্যা বলছে, সে ভ‘য় পাচ্ছে।
হাহাহা এটাই বাস্তবতা আই লাভ ইউ