Sabbir Ahmed

Sabbir Ahmed Alhamdulillah for everything ✨
(1)

09/05/2025

আ.লীগ নিষিদ্ধের পাশাপাশি জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠণ সময়ের দাবি। জাতীয় সরকার ব্যতীত এই অন্তর্বর্তী সরকার বিচার ,সংস্কার কোনটাই বাস্তবায়ন করতে পারবে না।

Nurul Haque Nur

যদি যু*দ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!সরাসরি মি*সা*ইল আক্রমণের সম্ভাবনা...
07/05/2025

যদি যু*দ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!

সরাসরি মি*সা*ইল আক্রমণের সম্ভাবনা বাদই দিলাম। তারপরেও যুদ্ধের পরিণাম আমাদের জন্য ভীষণ ভয়াবহ হবে।

যু*দ্ধ শুরু হলে ভারতের ত্রিপুরা, মেঘালয়, এবং আসামের সীমান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক ফিল্ডে বিরাট প্রভাব পড়বে। আমদানি-রপ্তানি সংকট, মূল্যস্ফীতি, সীমান্ত অস্থিরতা—এসব সমস্যা মোকাবেলা করতে আমাদের বর্তমান সরকার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এছাড়া, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভারত-চীন এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া মত আন্তর্জাতিক ব্লকের চাপেও বাংলাদেশ পড়ে যেতে পারে।

তাই আমাদের উচিত যুদ্ধ না হওয়ার জন্য প্রার্থনা করা। পাকিস্তান বর্তমানে যথেষ্ট সংযত পদক্ষেপ নিচ্ছে, তবে যদি তাদের পক্ষ থেকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে, তখন আমরা একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হতে পারি।

তাই, ভারত প্রীতি কিংবা পাকিস্তান প্রীতি নয়, আমাদের এখন একমাত্র প্রীতি হওয়া উচিত শুধুমাত্র বাংলাদেশ প্রীতি।

যু*দ্ধ কোন ফ্যান্টাসি না। তোপের মুখে কখনো শান্তি জন্ম নেয় না। এটা শুধু ধ্বংসের আর্তনাদ, কিংবা প্রাণের মুখে ক্ষত-বিক্ষত হওয়ার রূপকথা।

- কালেক্টেড

Simplicity is the highest elegance.🌊✨
05/05/2025

Simplicity is the highest elegance.🌊✨

হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের  ব...
04/05/2025

হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক দল গণঅধিকার...
03/05/2025

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদে অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবিদের যোগদান।

03/05/2025

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। তার সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ তাদের ফ্লাইটের রুট লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে।

কিন্তু তিনি যাত্রীদের কষ্ট বিবেচনায় আগে সিলেটেই অবতরণের কথা বললেন। এর মাধ্যমে মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

এই ছবিটা সম্পর্কে কি জানতেন এতোদিন? "একজন পাকিস্তানি সৈন্য বাংলাদেশের একজনকে চেক করে দেখছে সে হিন্দু না মুসলমান"!!এটাই ত...
02/05/2025

এই ছবিটা সম্পর্কে কি জানতেন এতোদিন?
"একজন পাকিস্তানি সৈন্য বাংলাদেশের একজনকে চেক করে দেখছে সে হিন্দু না মুসলমান"!!
এটাই তো?
কিন্তু আসল কাহিনী তো এটা না!
মূলত, সৈন্যটা ভারতীয় একজনকে ,পাকিস্তানি গুপ্তচর সন্দেহে চেক করে দেখছে যে লুঙ্গির ভিতরে কোনো অস্ত্র লুকানো আছে কিনা!!!
এই ছবি ভারতীয় ফটোসাংবাদিক কিশোর পারেখের ১৯৭২ সালে প্রকাশিত বই ‘Bangladesh: A Brutal Birth’-এর ২২ নম্বর পাতায় পাওয়া যায়।

©কালেক্ট

দেশ গঠণে অংশ নিন ,গণঅধিকার পরিষদে যোগ দিন।
02/05/2025

দেশ গঠণে অংশ নিন ,
গণঅধিকার পরিষদে যোগ দিন।

01/05/2025

পৃথিবীর সকল মেহনতি মানুষকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

২৪ কে শুধু বাংলাদেশ না, ভারতকেও সারাজীবন মনে রাখতে হবে। ৭১ আমাদের পাকিস্তান থেকে মুক্ত করে গেছিলো। ২৪ আমাদের ভারত থেকে ম...
29/04/2025

২৪ কে শুধু বাংলাদেশ না, ভারতকেও সারাজীবন মনে রাখতে হবে। ৭১ আমাদের পাকিস্তান থেকে মুক্ত করে গেছিলো। ২৪ আমাদের ভারত থেকে মুক্ত করে গেছে।

রাজনীতির শৃঙ্খলা বজায় রাখতে এ দাবির বাস্তবায়ন করা জরুরী। নাইলে প্রতি ঘরে ঘরে রাজনৈতিক দল দেখা যাবে।
28/04/2025

রাজনীতির শৃঙ্খলা বজায় রাখতে এ দাবির বাস্তবায়ন করা জরুরী। নাইলে প্রতি ঘরে ঘরে রাজনৈতিক দল দেখা যাবে।

Address

Dhaka
1208

Telephone

+8801609501089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabbir Ahmed:

Share