Foodie Traveler BD

Foodie Traveler BD খাবো ঘুরবো আর দেশটাকে দেখবো

শুভকামনা রইলো
28/12/2024

শুভকামনা রইলো

শুভ উদ্বোধন 🎉 শুভ উদ্বোধন 🎉 কালঞ্জি রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন 🎉

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১লা জানুয়ারি, ২০২৫ইং রোজ বুধ বার অথেন্টিক স্বাদের এ্যারাবিয়ান, আফগানি ও পাকিস্তানি খাবারের সমাহার নিয়ে কালঞ্জি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। 💥

সবার আগে বিদেশি শেফের হাতের রান্নার স্বাদ উপভোগ করতে আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ।

ঠিকানাঃ দত্তের হাট পূর্ব বাজার, ট্রাক মালিক সমিতির মোড়, ইসতিয়াক ভিলা, মাইজদী কোর্ট, সদর, নোয়াখালী।
মোবাইলঃ 01816337722

এই প্রথম অথেন্টিক পাকিস্তানি খাবার টেস্ট করলাম তাও আবার নোয়াখালী তে বসে।Kalonji Restaurant    এর ফুড টেস্ট ছিলো গতকাল।স...
24/12/2024

এই প্রথম অথেন্টিক পাকিস্তানি খাবার টেস্ট করলাম তাও আবার নোয়াখালী তে বসে।
Kalonji Restaurant এর ফুড টেস্ট ছিলো গতকাল।
সত্যি বলতে সব সময় এসব খাবারের রিভিউ দেখে আসছি কখনো টেস্ট করা হয় নি।একদম ভিন্ন স্বাদের একটা খাবার খেলাম আলহামদুলিল্লাহ খুবই দারুন লেগেছে স্বাদ।আশা করি আপনারা ও হতাশ হবেন না
খুব শীঘ্রই শুভ উদ্বোধন হবে।

ঠিকানাঃ দত্তের হাট পূর্ব বাজার, ট্রাক মালিক সমিতির মোড়, ইসতিয়াক আবাসিক, মাইজদী কোর্ট, সদর, নোয়াখালী।

Chennai Express  থেকে একটু পেট পূজা করে আসলাম ✊
29/06/2024

Chennai Express থেকে একটু পেট পূজা করে আসলাম ✊

সন্ধ্যায় এমন ভরপুর নাস্তা হলে আর কি চাই🤤😋
24/05/2024

সন্ধ্যায় এমন ভরপুর নাস্তা হলে আর কি চাই🤤😋



যত ভাবি ডায়েট করবো ততো বেশি এসব খাওয়া পড়ে🥲কি একটা অবস্থা😔Sky View Restaurant
23/05/2024

যত ভাবি ডায়েট করবো ততো বেশি এসব খাওয়া পড়ে🥲
কি একটা অবস্থা😔
Sky View Restaurant



ইফতার❤️
02/04/2024

ইফতার❤️

01/04/2024

সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমার ভাই - বন্ধু, আত্মীয়স্বজন সকলেই আমার ফ্রেন্ডলিস্টে আছেন, দয়া করে ক্ষমা করে দিবেন।🤍🌸

বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।

আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।

আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন শা আল্লাহ।

এক‌ইসাথে আমাকেও যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন.....আমি তাদের ক্ষমা করে দিলাম..
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন।
আমীন।

©️

Family Day Out🙂😇🥰
05/03/2024

Family Day Out🙂😇🥰

বেইলি রোড আগুনে নিহত হওয়া সকল কে আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।এবং তাদের পরিবারকে ধর...
01/03/2024

বেইলি রোড আগুনে নিহত হওয়া সকল কে আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
এবং তাদের পরিবারকে ধর্য ধারণ করার তাওফীক দান করেন।আমিন।
এবং আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত করেন।

আজকে জুমআ র দিনের উসিলায় সকল মরহুমের জন্য একবার সূরা ফাতেহা তিনবার সূরা এখলাছ পড়ে ইসালে সাওয়াব পৌঁছানোর সকলের প্রতি অনুরোধ রইলো।

বেশি না 18 টা সিঙ্গারা 6 টা সমচা মাত্র 🥴
23/02/2024

বেশি না 18 টা সিঙ্গারা 6 টা সমচা মাত্র 🥴

Address

Dhaka
1207

Telephone

+8801674701929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foodie Traveler BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foodie Traveler BD:

Share