Oky Bhai

Oky Bhai video editor

কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদ। যেখানে লেখা, ভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের ...
25/08/2024

কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদ। যেখানে লেখা, ভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে! ভাই, মাফ কইরা দেন আমাদের। আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন। মাফ কইরা দেন ভাই।

বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। অনেকেই বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় যাচ্ছেন। তবে এবারের বন্যায় শুরু থেকেই আহ্বান জানানো হচ্ছে, ত্রাণ দিয়ে যেন কোনো ছবি না তোলা হয়। এতে করে যে ব্যক্তি ত্রাণ গ্রহণ করছেন, তার সামাজিক মানক্ষুণ্ণ হতে পারে। তবুও অনেকেই ত্রাণ দেওয়ার সময়ে ছবি তুলছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। এতে অনেকেই সাহায্য নিচ্ছেন না!

25/08/2024

কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদ। যেখানে লেখা, ভাই, প্রতিবছর কুরবানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবানির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে! ভাই, মাফ কইরা দেন আমাদের। আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন। মাফ কইরা দেন ভাই।

বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। অনেকেই বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় যাচ্ছেন। তবে এবারের বন্যায় শুরু থেকেই আহ্বান জানানো হচ্ছে, ত্রাণ দিয়ে যেন কোনো ছবি না তোলা হয়। এতে করে যে ব্যক্তি ত্রাণ গ্রহণ করছেন, তার সামাজিক মানক্ষুণ্ণ হতে পারে। তবুও অনেকেই ত্রাণ দেওয়ার সময়ে ছবি তুলছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। এতে অনেকেই সাহায্য নিচ্ছেন না

23/08/2024

হে আল্লাহ, এই দুর্যোগে আপনার সাহায্য ছাড়া কোনোকিছু সম্ভব নয়৷ আপনি আমাদের সহায় হোন৷

21/08/2024

বন্যার উপকারিতা জানতে এই ভিডিওটি দেখুন?

21/08/2024

current situation in Feni, comilla , Noakhali 😔

21/08/2024

All eyes on Feni
Pray for us!

19/08/2024

It is confirmed that Tamim Iqbal will return to the team again!🤍

©

17/08/2024

Oi mama na plz

17/08/2024

Awami leg?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Oky Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share