Khan Shaheb06

Khan Shaheb06 MaRiuM I am always happy

SEF ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৩।আয়োজনে : শাহীন শিক্ষা পরিবার।
16/11/2023

SEF ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৩।

আয়োজনে : শাহীন শিক্ষা পরিবার।

12/10/2023
24/07/2023

শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। কিন্তু যারা শিক্ষা দেবে তারা না খেয়ে থাকলেও মন্ত্রীর কিছু আসে যায় না।

19/07/2023

আমি এমপিও শিক্ষক পরিবারের একজন লোক। এমপিও শিক্ষকের ন্যায্য দাবি শিক্ষামন্ত্রী কখনো মেনে নেয় নাই ।তার এই গোমরাহী আচরণের কারণে শিক্ষকরা রাজ পথে বসেছে। সমস্ত শিক্ষকদের অনুরোধ করছি আপনারা রাবিয়া আদায় না হওয়া পর্যন্ত চাকরি চলে যায় যাক কেউ উঠবেন না। একজন অযোগ্য মন্ত্রী ,গরিব মারা মন্ত্রী, মানুষের পেটে লাথি মারা মন্ত্রী, তার ছেলে মেয়ে আমেরিকা পড়ে আর এদেরকে না খাওয়াইয়া মারবে এটা কোনমতেই মেনে নেওয়া যায় না। যে দেশে কাঁচা মরিচের কেজি এক হাজার টাকা সেই দেশে এমপিও শিক্ষকরা ১৬০০০ টাকা বেতনে কিভাবে বাছবে তার কোন সূরাডহা না করে হুমকি ধামকি এখনো দিচ্ছে। শিক্ষকদের প্রতি করজো অনুরোধ করছি আপনারা কেউ দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা লাশ হলেও ঘরে ফিরবেন না। শিক্ষকরা কত কষ্টে আছে তা আমি একজন এমপিও ভুক্ত শিক্ষা পরিবারের সদস্য হিসেবে হাড়ে হাড়ে বুঝতে পারছি। জাতীয়করণ দিতে হবে, দিতে হবে, এবং দিতে হবে।

21/05/2023

সাবধান !! সাবধান !!!!? সাবধান

যারা ডলার ক্রয় করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি।। ফেসবুকের পেজ অথবা আইডি থেকে কেউ কোনো ধরনের ডলার করে করবেন না। এরা আগে টাকা চায় তারপরে ডলার দেয়। যারা ফেসবুকে কমেন্টসের লেখে তাদের পক্ষ হয়ে তারা ওদেরই লোক। অতএ ব আপনারা কেউই ফেসবুক অথবা পেজ থেকে ডলার করে বিক্রয় করবেন না। আজ সন্ধ্যায় একজনের ৬৭ হাজার টাকার বিনিময়ে 650 ডলার দেওয়ার কথা বলে আগে পেমেন্টটা নিয়েছে তারপর তাদের নাম্বার ব্লক করে দিয়েছে। সবাই একটু শেয়ার করেন ভাই এই সমস্ত প্রতারকদের চেনার জন্য

Address

Bagerhat
Dhaka
....32

Alerts

Be the first to know and let us send you an email when Khan Shaheb06 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share