
29/05/2025
যদি একটি জেলার সব মানুষ পানিতে ডুবে মারাও যায়, সেই জেলার বাইরে বের হওয়ার সুযোগ থাকবেনা। সাগরের উত্তাল ঢেউ সড়ক বিচ্ছিন্ন ভোলাকে দেয় মৃত্যুর স্বাদ।
ফেরির অপেক্ষায় দাড়িয়ে লাশবাহী গাড়ি এবং গুরুত্বর অসুস্থ্য রোগী। কিন্তু নদীর অবস্থা এতটাই খারাপ থাকে যে ফেরি চলার কোনো সুযোগ থাকেনা।
যারা এসি রুমে বসে বলেন ভোলাবাসীর সেতু কি দরকার? ভোলাবাসীও তাদের বলতে চায় দ্বীপজেলাকে ব্যবহার করার ইচ্ছা কেনো জাগে বারংবার।