Inner Voice

Inner Voice একসাথে এগিয়ে যায় আগামীর পথে...

 িটফোর্ড হাসপাতাল এলাকায় হত্যাকাণ্ডের অভিযুক্তের সঙ্গে হাসনাত ও নাহিদের যে ছবি ভাইরাল-! এদিকে তারেক রহমান প্রশ্ন রেখে বল...
13/07/2025

িটফোর্ড হাসপাতাল এলাকায় হত্যাকাণ্ডের অভিযুক্তের সঙ্গে হাসনাত ও নাহিদের যে ছবি ভাইরাল-!
এদিকে তারেক রহমান প্রশ্ন রেখে বলেছেন,
গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখন প্রযন্ত গ্রেফতার করেনি ?

া কি তাহলে ধরে নেবো যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের আশ্রয় প্রশ্রয় আছে??

্ত্রাসীরা কোন দল-মত ও ধর্ম-বর্নের হতে পারেনা।
এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ও প্রকাশ্যে ফাঁসি দাবী করছি।

িএনপির ভেতরে কিছু ঘাপটি মারা কুলাঙ্গারের জন্য আমাদের ১৭ বছরের ভয়াবহ নির্যাতন জেল-জুলুম হামলা-মামলা গুম-খুন কষ্ট-ত্যাগ বৃথা যেতে পারেনা।

াত্র-জনতা বহু কষ্ট করে রক্ত দিয়ে অগণিত জীবন লাশ হয়ে এই স্বাধীনতা অর্জন করেছে।

ের ভেতরে ঘাপটি মারা কিছু কুলাঙ্গারের জন্য এই স্বাধীনতা শেষ হতে পারে না।

ং এই সুযোগে কিছু সুযোগ সন্ধানীরা দোষীর শাস্তি না চেয়ে দলের শাস্তি চাচ্ছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।

াশাপাশি দলীয় নীতিনির্ধারক ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের জনগণের ভাষা বুঝে দল পরিচালনা করার সময় এসেছে, তা নাহলে গেম ওভার।

েটা না হলে আমাদের উপর সেই ভয়াবহ নির্যাতন জেল-জুলুম হামলা-মামলা গুম-খুন কষ্ট-ত্যাগ সবই বৃথা হয়ে যাবে এবং যাচ্ছে।

্রতিনিয়ত আমরা সাধারণ জনগণের প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

13/07/2025

ঠিক যেই প্লান করে আওয়ামীলীগ কে ক্ষমতা থেকে নামানো হইছে।

সেইম ধরনের প্রক্রিয়া অনুসরন করে বিএনপি কে এই দেশ থেকে বিতারিত করা।
বিএনপির ভীত দূর্বল করার প্লান চলছে।
ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলা যে কারোই বুঝার কথা।
এনসপি এবং জামায়েত এটা একটা অনেক বড় জোট। তাদের প্লান অনেকদিনের। হঠাৎ করেই তারা এই প্লানে সফল হয়নি।

তাদের দেশের ক্ষমতা দখল করার জন্য। প্রথম বাধা ছিল আওয়ামীলীগের পতন করা সেটাতে তারা সফল হইছে।তারপরের বাধা আছে এখন বিএনপি। ঠিক সেইম প্রক্রিয়ায় বিএনপিকে রাজনৈতিক ভাবে বিতারিত করার প্লান চলছে।
বিএনপিতো অনেক খারাপ অনেক কিছু করছে আজ ১ বছর হলো?ক্ষমতায় কি বিএনপি? দেশের সরকার রাষ্টপরিচালনার দায়িত্ব কি বিএনপি করছে?

যদি বিএনপি নেতারা এসব অপকর্ম করেই থাকে তাহলে বর্তমান সরকার বিএনপি কে এই সুযোগ কেন দিচ্ছে? বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তো আরো আগে থেকেই স্পষ্ট বলে দিচ্ছে অন্যায় জুলুম, চাদাবাজি যারা করবে সে যদি বিএনপির কোন কর্মী হয়েও থাকে সরকার যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়। কিন্তু সরকার কেন ব্যবস্হা নিচ্ছে না? সরকারের লাভ কি? লাভ আছে, তারা বিএনপিকে এসব সুযোগ দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে। এইযে এতদিন এসবের কারনে পাবলিকের কাছে বিএনপির জনপ্রিয়তা কমছে।

ঠিম যেমন ছাত্র আন্দোলনে মানুষ মারার কারনে আওয়ামীলীগ এর জনপ্রিয়তা কমছিল।তারপর তারা সাধারন মানুষের ভালোবাসা পুজি করে। আওয়ামীলীগ কে ক্ষমতা থেকে নামাইছিল। ঠিক তেমনভাবে বিএনপি কে রাজনৈতিক ভাবে দূর্বল করে।এনসিপি জামায়েত, জঙ্গী গোষ্ঠী ক্ষমতায় আসবে।

যদি একটি জেলার সব মানুষ পানিতে ডুবে মারাও যায়, সেই জেলার বাইরে বের হওয়ার সুযোগ থাকবেনা। সাগরের উত্তাল ঢেউ সড়ক বিচ্ছিন্ন ...
29/05/2025

যদি একটি জেলার সব মানুষ পানিতে ডুবে মারাও যায়, সেই জেলার বাইরে বের হওয়ার সুযোগ থাকবেনা। সাগরের উত্তাল ঢেউ সড়ক বিচ্ছিন্ন ভোলাকে দেয় মৃত্যুর স্বাদ।

ফেরির অপেক্ষায় দাড়িয়ে লাশবাহী গাড়ি এবং গুরুত্বর অসুস্থ্য রোগী। কিন্তু নদীর অবস্থা এতটাই খারাপ থাকে যে ফেরি চলার কোনো সুযোগ থাকেনা।

যারা এসি রুমে বসে বলেন ভোলাবাসীর সেতু কি দরকার? ভোলাবাসীও তাদের বলতে চায় দ্বীপজেলাকে ব্যবহার করার ইচ্ছা কেনো জাগে বারংবার।

বগুড়া আইনজীবী সহকারী (মুহুরী) সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি’র নেতৃত্বে হিরো আলমের উপর হামলা হয়েছে, বিএনপি বা এর অঙ্গ ও...
08/09/2024

বগুড়া আইনজীবী সহকারী (মুহুরী) সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি’র নেতৃত্বে হিরো আলমের উপর হামলা হয়েছে, বিএনপি বা এর অঙ্গ ও সহযোগি সংগঠনে কোন নেতা-কর্মী এই হামলার সাথে জড়িত নয়। হিরো আলম মামলা করে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। রনি আদালত পাড়ায় কোন অপরিচিত মুখ না, ২০১৬ সাল থেকেই সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

হিরো আলম কেন রনির নাম না বলে বিএনপি’র উপর দোষারোপ করেছে, সেটা সে নিজেই ভালো বলতে পারবে। আর, কোনরূপ যাচাই বাছাই না করেই কিছু মিডিয়া কেন ‘ছাত্রদলের নেতৃত্বে হামলা হয়েছে’ বলে প্রচার করেছে এবং একটি নির্দিষ্ট দলের লোকজন কেন সেই মিথ্যা তথ্য সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে, সেটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হবার প্রয়োজন নেই।

মিথ্যা প্রোপাগান্ডা না চালিয়ে এই ছবিগুলো থেকে অন্যদের শনাক্ত করে, তাদের বিরুদ্ধে মামলা করুন, ধরে পুলিশে দিন।

আপডেট: আরেকজনকে সনাক্ত করা গেছে, তার নাম নুরুল ইসলাম মুহুরী। সে বগুড়া আইনজীবী পরিষদ এর সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমান উকিল এর সহকারী।

প্রবাসীরা যেরকম সার্ভিস চেয়েছিলো নোবেল বিজয়ী ড.মুহাম্মাদ ইউনুস সাহেবের নেতৃত্বে তা বাস্তবায়ন হচ্ছে দিন দিন।বর্তমানে এয়ার...
27/08/2024

প্রবাসীরা যেরকম সার্ভিস চেয়েছিলো নোবেল বিজয়ী ড.মুহাম্মাদ ইউনুস সাহেবের নেতৃত্বে তা বাস্তবায়ন হচ্ছে দিন দিন।
বর্তমানে এয়ারপোর্টে যাত্রীদের জন্য রয়েছে:
১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

অথচ এর জন্য সংবাদ সম্মেলন করলো না,বাবা ও স্বামীর স্বপ্নও দেখলো না।ওনি ওনার কাজ নীরবে করে যাচ্ছেন,সময় দিন ওনার হাত ধরে বাংলাদেশের প্রতিটা সেক্টরে পরিবর্তন হবে।

সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে ফেনীর ফুলগাজী থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারকৃত অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন আজ (২৩ আগস্...
23/08/2024

সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে ফেনীর ফুলগাজী থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারকৃত অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন

আজ (২৩ আগস্ট ২০২৪) ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা মোছাম্মৎ সুমি বেগম'কে অন্তঃসত্ত্বা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মুমূর্ষ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ প্রেরণ করা হয়। পরবর্তীতে, কুমিল্লা সিএমএইচ এর গাইনী বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

23/08/2024

লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে জেলার সদর থানার কুশাখালী ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ।

23/08/2024

খাড়াতাইয়া পুর্বপাড়া একটি স্পিড বোটের জরুরী প্রয়োজন। ঐখানে অনেক মানুষ আটকা পড়ে আছে। মেইন রোডে কোমর সমান পানি আর সাথে প্রচন্ড গতিতে স্রোত বইছে।

22/08/2024

গাছটাই যেন বেঁচে থাকার শেষ আশ্রয়স্হল।
সবাই ফেনি, কুমিল্লা, নোয়াখালি সহ পানিতে ক্ষতিগ্রস্হ সকলের জন্য দোয়া করুন। 🙏

অবসান হলো নাজমুল হাসান পাপন অধ্যায়ের।কোন সাবেক ক্রিকেটার প্রথমবারের মতো হলেন বিসিবির সভাপতি। নিজের ক্রিকেটীয় মেধা দিয়ে দ...
21/08/2024

অবসান হলো নাজমুল হাসান পাপন অধ্যায়ের।কোন সাবেক ক্রিকেটার প্রথমবারের মতো হলেন বিসিবির সভাপতি। নিজের ক্রিকেটীয় মেধা দিয়ে দেশের ক্রিকেট কে আরো ভালো পর্যায়ে নিয়ে এটাই প্রত্যাশা করি।

শুভ কামনা ফারুক আহমেদ 🖤

ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ডাকে বিসিবিতে তামিম ইকবাল।
19/08/2024

ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ডাকে বিসিবিতে তামিম ইকবাল।

আমি কতদিন আলো-বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আযান শুনতে দেয় নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমাণ চ...
08/08/2024

আমি কতদিন আলো-বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আযান শুনতে দেয় নাই। আমার এই গামছাটা তে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি, ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেতো!

'আয়না ঘর' থেকে ফেরার পর শহীদ গোলাম আযমের ছেলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আযমী (হাফি.)

৫ বছর আগে তাঁর মা ইন্তেকাল করেছেন, তাও তিনি জানতেন না। কতটা নির্মম ছিলো এই স্বৈরা-চারী জা-লি-ম-রা!🥲

Address

Dhaka
Dhaka
2334

Telephone

+8801308772078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inner Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inner Voice:

Share