Daily Virel News

Daily Virel News বাংলাদেশের সব ভাইরাল নিউজ পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন আপনারা আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই

04/06/2025
31/05/2025
30/05/2025
04/04/2023

“বাবা ও বাবা আমার সব কিছু শেষ' এক ব্যবসায়ীর আহাজারি

27/03/2023

Iraq to Saudi Arabia boarder | A dream journey

by foot | Kerala to Makkah

বিলকিস জাহানের নামেই চলছে মাই টিভি!২৩ মার্চ বাংলাদেশ সময় ১১ টার দিকে করাপশন ইন মিডিয়ার ইনভেস্টিগেটররা জাতীয় রাজস্ব বোর্ড...
27/03/2023

বিলকিস জাহানের নামেই চলছে মাই টিভি!
২৩ মার্চ বাংলাদেশ সময় ১১ টার দিকে করাপশন ইন মিডিয়ার ইনভেস্টিগেটররা জাতীয় রাজস্ব বোর্ডের সরকারি ওয়েব সাইটে ঢোকে। মাই টিভির ই-টিনের তথ্য ঘেটে দেখা যায়, মাই টিভির পরিচালকদের তালিকায় আছেন সেই বিলকিস জাহান। তবে কথিত চেয়ারম্যান সাথীর কোন নাম নেই।

মাই টিভি লিমিটেডের বর্তমান এবং আগের ঠিকানা হিসেবে বিলকিস জাহানের মৌচাকের অফিসটি ব্যবহার করা হচ্ছে। ২০০৬ সালে মাই টিভির কার্যক্রম শুরু হয় বিলকিস জাহানের হাত ধরে।

দখল করে নেয়ার পর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সরকারের কাছে জরিমানা দিয়ে মাই টিভি তাদের ভ্যাট ট্যাক্সের টিন সার্টিফিকেট হালনাগাদ করে। মাই টিভির প্রকৃত মালিকানায় বিলকিস জাহানের নাম থাকায় সরকারি ডাটাবেজ থেকে বিলকিস জাহানকে বাদ দিয়ে নিজের নামে মালিকানা এখনো নিতে পারেনি সাথী।

মাই টিভির আর্কাইভ হেড শেখ মুনমুন লুসি মূলত বিলকিস জাহানের রোল প্লে করেন। সরকারি বিভিন্ন দপ্তরের কাগজপত্রে এখনো বিলকিস জাহানের বদলে স্বাক্ষর করেন এই লুসি।

শুধুমাত্র মাই টিভির টিন সার্টিফিকেট নয়, কপিরাইট, ইনকর্পোরেশন কোম্পানির লাইসেন্স,টেলিভিশন চ্যানেলের তরঙ্গ বরাদ্দের অনুমতি সহ যাবতীয় কাগজপত্রে বিলকিস জাহানকে প্রকৃত মালিক হিসেবে পাওয়া যায়।

এতো কিছু প্রমাণ থাকার পরেও শুধুমাত্র টাকা,মিডিয়ার ভয় এবং পেশি শক্তির জোরে মাই টিভি নামক চ্যানেলটি এক যুগেরও বেশি সময় ধরে দখল এবং অবৈধভাবে পরিচালনা করে আসছে নাসিরুদ্দিন সাথী। Daily Virel News

Address

Gulshan Dhaka
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Daily Virel News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Virel News:

Share