Azraf

Azraf হ্যালো, আমি আজরাফ। আকর্ষণীয় টপিক জানতে এবং তা নিয়ে কথা বলতে ভালো লাগে। চাইলে আপনিও যোগ দিতে পারেন।

এনভিডিয়াকে চীনের কাছে চিপ বিক্রি করতে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এতোদিন নিষেধাজ্ঞা ছিল। চীন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্...
10/12/2025

এনভিডিয়াকে চীনের কাছে চিপ বিক্রি করতে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এতোদিন নিষেধাজ্ঞা ছিল।

চীন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তির চিপ পেতো না। কিন্তু কয়েক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সেখানেই সমঝোতা হয় চিপের বিষয়ে। এখন সেটিরই বাস্তব প্রতিফলন সামনে এলো।

ইলন মাস্ক জনপ্রিয় ভিডিও গেম জিটিএ খুব বেশি দূর খেলতে পারেননি। এর কারণ হলো- গেমটাতে পুলিশকে টার্গেট করে গুলি চালাতে হয়। ত...
09/12/2025

ইলন মাস্ক জনপ্রিয় ভিডিও গেম জিটিএ খুব বেশি দূর খেলতে পারেননি।

এর কারণ হলো- গেমটাতে পুলিশকে টার্গেট করে গুলি চালাতে হয়। তার কথা হলো- পুলিশকে টার্গেট করে এরকম আচরণ তার পক্ষে করা সম্ভব না। এমনকি ভিডিও গেমেও না!

সম্প্রতি নিখিল কামাথের পডকাস্টে এসেছিলেন তিনি। সেখানেই জানান তথ‍্যটা।

ঘটনা সত‍্য… 😆 (ছবি: সংগৃহীত)অবশ‍্য রান্না করতে যে সময় লাগে, খেতে তার চেয়ে কম সময় লাগবে- এটাই স্বাভাবিক। 🫤
07/12/2025

ঘটনা সত‍্য… 😆 (ছবি: সংগৃহীত)

অবশ‍্য রান্না করতে যে সময় লাগে, খেতে তার চেয়ে কম সময় লাগবে- এটাই স্বাভাবিক। 🫤

উবার আমাদের চিরচেনা পরিবহন খাতকে অনেকটাই বদলে দিয়েছে। এতো দ্রুত তারা এটা করেছে যে অকল্পনীয়। কিন্তু এ কাজ করতে গিয়ে উবার ...
07/12/2025

উবার আমাদের চিরচেনা পরিবহন খাতকে অনেকটাই বদলে দিয়েছে। এতো দ্রুত তারা এটা করেছে যে অকল্পনীয়। কিন্তু এ কাজ করতে গিয়ে উবার কিন্তু সোজা পথে হাঁটতে পারেনি। অনেক ক্ষেত্রেই তারা এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা তাদের করে তুলেছে বিতর্কিত। উবারের সে অজানা গল্পগুলো নিয়েই - উবারের অজানা গল্প | The Untold Story of UBER

লিংক কমেন্টে…

মার্ক জাকারবার্গ ২০০৪ সালে ফেসবুক তৈরির সময় কোন ডিভাইস ব‍্যবহার করেছিলেন?মানে.. কম্পিউটার ব‍্যবহার করেছিলেন, সেটা তো সবা...
01/12/2025

মার্ক জাকারবার্গ ২০০৪ সালে ফেসবুক তৈরির সময় কোন ডিভাইস ব‍্যবহার করেছিলেন?

মানে.. কম্পিউটার ব‍্যবহার করেছিলেন, সেটা তো সবাই জানি। বাট ডেস্কটপ না কি ল‍্যাপটপ? মডেল কী ছিল?

এ বিষয়ে ঘাঁটতে গিয়ে পেলাম যে জাকারবার্গের সে সময় একটা সনি ভায়ো ল‍্যাপটপ ছিল। যতদূর জানা যায়, ল‍্যাপটপটার মডেল নাম্বার ছিল- VAIO-PCG-TR3A

ওই ল‍্যাপটপেই ঘণ্টার পর ঘণ্টা কোডিং করে ফেসবুক তৈরি করেছিলেন তিনি।

ল‍্যাপটপটার স্পেসিফিকেশন ছিল সে সময়-

Processor (CPU): Intel Ultra-Low Voltage Pentium M, 1.0 GHz, with 1 MB L2 cache 

Chipset & Graphics: Intel 855GM chipset, integrated graphics (Intel Extreme Graphics 2 / 855GM) — shared video memory, ~64 MB nominal. 

Memory (RAM): 512 MB DDR SDRAM standard, upgradable to 1 GB maximum. 

Storage: 40 GB HDD (1.8″ drive typical for the model) 

Display: 10.6-inch widescreen TFT LCD, resolution 1280×768 (WXGA), with Sony’s “XBRITE” technology. 

Optical Drive: Built-in CD-RW / DVD-ROM combo drive. 

Input / Peripherals: Integrated keyboard + touchpad, support for Memory Stick PRO media, built-in we**am (VGA 640×480), stereo speakers + mic. 

Networking / Connectivity: Wireless LAN: 802.11b/g built-in 

Ethernet: 10/100 Mbps RJ-45 

Modem: Integrated dial-up modem (V.90) also included. 

Ports: 2× USB 2.0, 1× FireWire (IEEE 1394), VGA out, headphone & mic jacks, CardBus slot, Memory Stick PRO slot, modem & Ethernet jacks. 

Battery / Mobility: Lithium-ion battery; estimated battery life ~3.0–5.5 hours with standard battery, possibly up to ~6–11 hours with optional large-capacity battery (as per official spec sheet). 

Weight: 1.4 kg size

Original OS: Typically shipped with Windows XP Home. 

01/12/2025

ফেরারির মালিকের কাছে অপমান | The Lamborghini Story

এ কেমন ওয়ার্ক ফ্রম হোম!!
30/11/2025

এ কেমন ওয়ার্ক ফ্রম হোম!!

😄
30/11/2025

😄

মোবাইল কেনার সময় তোরা কেউ এক টাকা দিয়ে সাহায্য করিস নি বন্ধু 🐸🫶

প্রথম ভূমিকম্প কবে হয়েছিল?আদি আমলের বেশ কয়েকটি ভূমিকম্পের কথা ইতিহাসের নানা নথিতে পাওয়া যায়।যেমন- খ্রিস্টপূর্ব ১১৭৭ সালে...
29/11/2025

প্রথম ভূমিকম্প কবে হয়েছিল?

আদি আমলের বেশ কয়েকটি ভূমিকম্পের কথা ইতিহাসের নানা নথিতে পাওয়া যায়।

যেমন- খ্রিস্টপূর্ব ১১৭৭ সালে চীনে একটি ভূমিকম্প হওয়ার রেকর্ড রয়েছে। সে সময় সেখানে ঝাও সাম্রাজ্যের শাসন চলছিল। ওই সময়ে প্রতি বছর তারা উল্লেখযোগ্য ঘটনাগুলোর রেকর্ড রাখতো। এরকম একটি নথি পরে উদ্ধার হয় এবং দেখা যায়, খ্রিস্টপূর্ব ১১৭৭ সালে একটি ভূমিকম্প হয়েছে।

খ্রিস্টপূর্ব ১৯২০ সালেও বড় ধরনের বিপর্যয় হয়েছিল চীনে। সে সময় ভূমিকম্প হয়ে ভূমিধসের ঘটনা ঘটে। আর ধস হওয়া মাটি বন্ধ করে দেয় ইয়েলো রিভারের একটি অংশকে। এতে পানি উপচে ব‍্যাপক বন‍্যা হয়। এ ঘটনাটিরও নানা প্রমাণ পাওয়া যায়।

আর ইসলাম ধর্মের দিক থেকে দেখলে প্রথম ভূমিকম্পের কথা এসেছে অনেক আগে। বলা হয়েছে কাবিলের হাতে হাবিল প্রাণ হারানোর পর কেঁপে উঠেছিল মাটি।

এ ছাড়াও ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট আছে মাউন্ট সিনাইয়ের ঘটনা। টেন কমান্ডমেন্ট মোজেসকে দেওয়ার সময় কেঁপে উঠেছিল মাটি। খ্রিস্টানদের নিউ টেস্টামেন্টে আছে- যিশুকে ক্রুশবিদ্ধ করার পর মাটি কেঁপে উঠেছিল।

যা-ই হোক এরকম নানা ঘটনা আছে। তবে ইতিহাসের নথিতে রেকর্ড হওয়া ভূমিকম্পের ঘটনা খুঁজতে গিয়ে উপরে চীনের দুটাই পেলাম।

ঘটনা সত‍্য। ধনী হওয়ার আগে বিশ্রাম নহে! (ছবি: সংগৃহীত)
28/11/2025

ঘটনা সত‍্য। ধনী হওয়ার আগে বিশ্রাম নহে! (ছবি: সংগৃহীত)

28/11/2025

জীবনের প্রথম শর্ত হলো বেঁচে থাকা। বাদবাকি কোনোকিছুরই মূল‍্য নেই, যদি আপনি না-ই থাকেন।

সমস‍্যা হলো, জীবন হুমকির মুখে না পড়লে এটা খুব বেশি একটা মাথায় আসে না। আমরা ভুলেই যাই, মৃত্যু ধেয়ে আসছে কল্পনার চেয়েও দ্রুতগতিতে।

আমরা মৃত‍্যু নিয়ে কাব‍্য করি, আয়োজনে মেতে উঠি, উল্লাসে বিস্মৃত হই। জীবন থেকে হারিয়ে যাওয়া বছরগুলোকে উৎফুল্লভাবে বিদায় জানাই প্রজ্বলিত মোমবাতি নিভিয়ে।

চোখের সামনে কী দারুণ রূপক- জ্বলতে থাকা মোম হুট করে নিভে যাচ্ছে…. কিন্তু আমরা দেখেও দেখি না। কী অদ্ভুত! অথচ একদিন ঠিক একইভাবে আমরাও আত্মসমর্পণ করি নীরবতায়, অন্ধকারে। কিছুটা সময় আমাদের স্মৃতিও আশপাশে থাকে, সদ‍্য নেভা মোমের ধোঁয়ার মতো। যেন জানান দেয়- আমিও ছিলাম!

মাঝে একটা গবেষণার বিষয়ে পড়েছিলাম যে মানুষের মন সযত্নে মানুষকে ভুলিয়ে রাখে মৃত‍্যুর কথা। এটা সে মানুষকে বাঁচিয়ে রাখার জন‍্যই করে। মানব মন সাধারণত মৃত্যুকে দেখে এভাবে- যা অন‍্যের হবে, কিন্তু আমার হবে না। আর ঠিক এই কারণে মানুষ নির্ভয়ে অনেক কিছু করতে পারে।

স্টিভ জবসের সুন্দর একটা কথা আছে- কেউ মরতে চায় না। এমনকি যারা স্বর্গে যেতে চায়, তাঁরাও নয়।

আসলেও কী কেউ চায়?

মৃত্যুকে আসলে শুধু একটিভাবেই জয় করা সম্ভব। অর্থবহ কিছুর জন‍্য তাকে বরণ করে, নিজের চেয়েও বড় কিছু হাসিলের জন‍্য আপনাকে বিলিয়ে দিয়ে।

মজার ব‍্যাপার হলো, অবচেতনভাবে এটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সব। মানুষ এজন‍্যই বড় কিছু করতে চায়, বড় কিছুর সন্ধানে থাকে। কিন্তু বড় কিছু করতে চাওয়ার সেই গোলকধাঁধায় পড়ে একসময় সে মৃত‍্যুর কথাই ভুলে যায়।

কী আফসোস! কী আফসোস!

চ‍্যাটজিপিটি থেকে শুরু করে যতো এআই সার্ভিস আছে। সবগুলোই কিন্তু প্রচুর পানি খরচ করে। এই পানিগুলো খরচ হয় এই সেবাগুলোর ডেটা...
26/11/2025

চ‍্যাটজিপিটি থেকে শুরু করে যতো এআই সার্ভিস আছে। সবগুলোই কিন্তু প্রচুর পানি খরচ করে। এই পানিগুলো খরচ হয় এই সেবাগুলোর ডেটা সেন্টারকে ঠান্ডা রাখার জন্য।

এই প্রতিষ্ঠানগুলো স্বীকারও করেছে যে তাদের বিপুল পরিমাণে পানি খরচ করতে হচ্ছে। কিন্তু তারা সে পরিমাণটা জানাতে রাজি হয় নাই। ধরেন আপনি কোনো এআইকে ধন‍্যবাদ দিলেন। এই ডেটাটুকুও প্রসেস করতে তাদের পানি খরচ হয়।

এই পানি কিন্ত সুপেয় পানি, যার অভাবে বিশ্বে প্রচুর মানুষ প্রাণ হারায়। এসব নিয়ে বিবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যমের দুর্দান্ত কিছু ভিডিও প্রতিবেদন আছে। ইউটিউবে হালকা খুঁজলেই পেয়ে যাবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share