Emam Hasan

Emam Hasan ইসলামের আলোকে হাদিস ও কুরআনের বার্তা, ইসলামিক ভিডিও শেয়ার।

08/09/2024

রাতে প্রতিটি স্ত্রীর উচিত তার স্বামীর জন্য

14/01/2024

I have reached 5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্...
20/10/2023

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।
সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ধর্ষণ পরকীয়া।

এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই৷ উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে।

মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার।

ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরতে চাই ৷
আপনি ভাবছেন এতে মন্দ কী? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে!

- কী নির্বোধ বোকা আপনি? বান্দা তার রব'এর কাছে আসবে৷ তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না?

আপনার ইসলাম অন্য পুরুষের সাথে কথা বলা জায়েয করেনি। আপনার শুরুটাই তো অবৈধ।

আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালে লাগে না৷ সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়; তবে তাকে আপনি নয়; বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন।

আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন; সেখানে অনেক পুরুষ আছে। অনেক আলেম আছে, সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে ?
বুঝে নিন নিশ্চিত এখানেও কোনে ষড়যন্ত্র আছে, তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা_

ভারতে লাভ জিহাদ নিয়ে বেশ বিতর্ক চলছে ৷
হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে৷ এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না৷ তাই তারাও বসে নেই। আবিষ্কার করেছে ভিন্ন পথ। তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা। তাদের জীবন নরক বানানো৷ মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না তারা সেটা জানে৷ তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত।
হে উম্মার বোনেরা!

তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েয নেই। হোক সে মুসলিম কিংবা অমুসলিম।

এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী। তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা।
- আমাদের দায়িত্ব বলে দেওয়া,সাবধান করা।
-বাকি সিদ্ধান্ত আপনার।
❝ইয়া আল্লাহ আপনি আমাদের বোনদের হেফাজাত করুন
محمد عرافات حسين✍️✍️✍️✍️

16/10/2023

যেনা করার পর যদি আপনি ভুল বুঝতে পারেন তাহলে......

 🕋
12/10/2023

🕋

গাছ,নদী,পাহাড়, দালান ইত্যাদি দিয়ে পিকচার বানানোর ট্রেন্ডে সবাই গা ভাসাচ্ছে।এতটুকু সতর্ক থাকবেন এসব প্রতিকৃতি মূ'র্তি সাদ...
04/10/2023

গাছ,নদী,পাহাড়, দালান ইত্যাদি দিয়ে পিকচার বানানোর ট্রেন্ডে সবাই গা ভাসাচ্ছে।
এতটুকু সতর্ক থাকবেন এসব প্রতিকৃতি মূ'র্তি সাদৃশ্য হচ্ছে কিনা।
আবারো বলি। এটা শেষ জামানা। এক ক্লিকে শি'রক হয়ে যাবে অজান্তেই।
তাই যেকোনো ট্রেন্ডে নিজেকে জড়িত করা যাবে না।
বিভিন্ন এপসে এখন মানুষ ক্লিক করে জানে কত সালে বিয়ে করবে,কোটিপতি কত সালে হবে,কবে গাড়ির মালিক হবে।
ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা মশকারা করে অনেকে হেসে খেলে শিরক করে বসে আছে।
⛔নেক সূরতে শ*য়*তা*নের শয়*তা*নি থেকেও৷ আমাদের বাঁচতে হবে...✅ 🔃আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত প্রকার ধোঁকা থেকে হেফাজত করুন...☑️
✴️আমীন✴️

22/09/2023

আমি মুসলমান। আমি গর্বিত মুসলমান বলে।

সুখ শান্তি আল্লাহর নিয়ামত ❤️
16/09/2023

সুখ শান্তি আল্লাহর নিয়ামত ❤️

30/08/2023

শরীরে কোথাও ব্যথা পেলে সেখানে হাত রেখে সাতবার
পড়বেন,

"আউয়ুবি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শার'রি মা আজিদ"

অর্থ:- আমি ব্যথার অনিষ্টতা থেকে আল্লাহর ইজ্জত ও কুদরতের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি।

(ইবনুস সুন্নী, হাদিস:- ৫৭৮)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emam Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share