Fact Buddy

Fact Buddy Facts | Intellect | Info's

ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস চালু হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তি...
30/01/2023

ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস চালু হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর। সেদিন ঢাকায় আসলে পরদিন ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দূতাবাস চালু করবেন তিনি বলে জানা যায়। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে বৈঠক করার কথাও রয়েছে তার।

করোনা পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও বরখাস্ত চিকিৎসক সাবরিনা শারমিনের জালিয়াতি ...
30/01/2023

করোনা পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও বরখাস্ত চিকিৎসক সাবরিনা শারমিনের জালিয়াতি করে বানানো দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী মাত্র ৮ বছর বয়সে এসএসসি এবং ১৭ বছর বয়সে এমবিবিএস পাস করেছেন!

জালিয়াতির আশ্রয় নিয়ে করা ওই এনআইডি ব্যবহার করে তিনি চাকরির মেয়াদকাল বাড়িয়েছেন সাত বছর।

ডিবি কর্তৃক আদালতে দেয়া অভিযোগপত্রে এমন তথ্য রয়েছে।

মরণোত্তর দানের কিডনি দুইজনের দেহে সফলভাবে প্রতিস্থাপনের মাধ্যমে দেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন মাইলফলক।উল্লেখ্য, কিডনি ও কর...
19/01/2023

মরণোত্তর দানের কিডনি দুইজনের দেহে সফলভাবে প্রতিস্থাপনের মাধ্যমে দেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন মাইলফলক।

উল্লেখ্য, কিডনি ও কর্নিয়া দানকারী সারাহ ইসলাম ১০ মাস বয়সে দুরারোগ্য টিউবেরাস স্ক্লেরোসিস রোগে আক্রান্ত হন। এ রোগ নিয়ে তিনি ১৯ বছর ধরে লড়াই করছিলেন। সম্প্রতি বেসরকারি একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। ১৩ জানুয়ারি তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ছয়টায় চিকিৎসকেরা তার “ব্রেন ডেথ” ঘোষণা করেন।

দুই হাসপাতালে কিডনি দুইটি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান এবং কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলম।

পুরস্কার পাওয়ার পর প্রকৌশলী আজাদুল হক জানিয়েছেন, ‘জনগণের এই এক কোটি টাকা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আর তাই পুরস্কারের ...
18/01/2023

পুরস্কার পাওয়ার পর প্রকৌশলী আজাদুল হক জানিয়েছেন, ‘জনগণের এই এক কোটি টাকা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আর তাই পুরস্কারের সব অর্থ দিয়ে মডেল রকেটের গবেষণা, উন্নয়নের পাশাপাশি যন্ত্রাংশ কেনা হবে।’

২০২৩ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া ...
16/01/2023

২০২৩ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-২) আক্তার উননেছা শিউলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

'হাত পা বাঁধা, কিছু বললেই সাসপেন্ড করে দিবে', জাকের আলি অনিককে দেওয়া আউটের সমালোচনায় সংবাদ সম্মেলনে এমনটা বলেছিলেন কুমিল...
15/01/2023

'হাত পা বাঁধা, কিছু বললেই সাসপেন্ড করে দিবে', জাকের আলি অনিককে দেওয়া আউটের সমালোচনায় সংবাদ সম্মেলনে এমনটা বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ঘটনার একদিন পর ঠিকই শাস্তির মুখে পড়েছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমে অনুপযুক্ত মন্তব্য করায় সালাউদ্দিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

জানি না, এ লেখা তুমি পড়বে কি না; কখনো আমার মনের কষ্ট তোমার কাছে পৌঁছাবে কি না। তবু তোমার উদ্দেশেই এই খোলা চিঠি। যদি তোমা...
14/01/2023

জানি না, এ লেখা তুমি পড়বে কি না; কখনো আমার মনের কষ্ট তোমার কাছে পৌঁছাবে কি না। তবু তোমার উদ্দেশেই এই খোলা চিঠি। যদি তোমার ঠিকানা জানতাম আর সেই ঠিকানায় চিঠিটা লিখতাম, তবে তুমি প্রতিটা হরফেই দেখতে পেতে অশ্রুর দাগ। দেখতে পেতে শীতের রাতে জ্বরাক্রান্ত শরীরেও ইভেন্ট কাভার করতে গিয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকা একজন মানুষ, যে কিনা আবার গরমেও ঘামতে ঘামতে চামড়ায় ঘা বানিয়ে ফেলা একজন মানুষ। আর তার এই কষ্ট শুধু একটা ক্যামেরা কিনবে বলে। শুধু ছবির মানুষ হবে বলে যে মানুষটা দীর্ঘ সাড়ে চারটি বছর সব রকমের কষ্ট সহ্য করেছে। তুমি সেই মানুষটার স্বপ্ন, স্বপ্নের চাবিকাঠিকে চুরি করেছ।

তোমাকে আমার অনেক কথা বলার আছে ভাই। অনেক কথা। জানো ভাই, আমি ষষ্ঠ শ্রেণি থেকে একটি ক্যামেরার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে, এই তো সেদিন আমি ছুঁতে পেরেছি। সেটাও তুমি কেড়ে নিলে। জানো, গুনে গুনে মাত্র ২৯ দিন ক্যামেরাটা আমার হাতে ছিল।

পেশাগত কাজের জন্য দরকার হয় পেশাদার গেজেট। অনেক সাহস করে দুই লাখের বেশি টাকা ঋণ করে সেই গেজেট আমি কিনেছিলাম। আমার এ স্বপ্নের চারা তার ডালপালা মেলতে শুরু করার আগেই শিকড়সহ উপড়ে ফেললে ভাই! আমাকে বিশাল আর্থিক ঋণের সমুদ্রে ডুবিয়ে দিয়ে গেলে। হাপিত্যেশ করে বাঁচার এই কষ্ট কি তুমি বুঝবে?

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমার কোনো ঘনিষ্ঠ সার্কেল নেই। কেন জানো? আমি ছুটে বেড়িয়েছি ইভেন্টে, কাজ করেছি। বন্ধুদের সময় দিতে পারিনি। শুধু ফটোগ্রাফি আর ফিল্ম মেকিং করব বলে ছুটে বেরিয়েছি। বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে মধ্যবিত্ত পরিবারের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনকে টেনেহিঁচড়ে চালিয়ে নেয়, আমি তার সবকিছুই অতিক্রম করে আসা মানুষ। এসব কষ্ট ভুলে সুখের দিনের চাবিটা যখন হাতে পেলাম, তখনই তুমি তা খপ করে ছিনিয়ে নিয়ে গেলে।

আমার ক্যামেরাটা তো নিলেই, সেই সঙ্গে নিলে আমার অন্যতম প্রিয় মানুষ অনিক ভাইয়ের ক্যামেরাটাও। সেটাও আমার ব্যাগেই ছিল। কাজের জন্য ধার করে এনেছিলাম। সেই ক্যামেরার ইতিহাস শুনলে তুমি হয়তো চোখের পানি ধরে রাখতে পারবে না। এই ক্যামেরার প্রামাণ্যচিত্রে মান্তা সম্প্রদায়ের কিছু মানুষের জীবনমানে পরিবর্তন এসেছে, শতাধিক সুবিধাবঞ্চিত শিশু আলোর মুখ দেখেছে, পেয়েছে বস্ত্র, শিক্ষা বা চিকিৎসা। মানুষের কল্যাণের তরে বারবার আমরা সঙ্গে নিয়ে ছুটেছি এই ক্যামেরা।

জানি না, তুমি কে। তবে আমার মন বলছে, টাকার জন্যই তুমি হয়তো ক্যামেরাটা নিয়ে গেছ। তোমারও হয়তো অভাব আছে। তবু এভাবে আরেকজনকে আর কষ্ট দিয়ো না। এভাবে কারও জীবন থেকে তার স্বপ্ন কেড়ে নিয়ো না। তুমি যদি লেখাটা পড়ো, তবে ক্যামেরাটা বাজারে যে দামে বিক্রি করতে সেই দামে আমাকেই দিয়ো। আমি মূল্য দেব। সেই সঙ্গে তোমাকে আমার ক্যামেরা কেনার গল্প, ঋণের গল্প, তার পেছনের কষ্ট, অপমান বা যা কিছু ছিল, সব বলব।

শেষে শুধু বলব, তুমি আমার জীবন থেকে আমার স্বপ্নচাবিকে যেভাবে ছিনিয়ে নিয়ে গেলে, কেউ যেন তোমার কাছ থেকে প্রিয় জিনিসকে এভাবে না নিয়ে যায়। তোমার জন্য শুভকামনা রইল।

~ ঢাকার কলাবাগান থেকে বাসে করে চট্টগ্রামে যাচ্ছিলেন। ফকিরাপুল যেতেই দেখেন, মাথার ওপরের তাকে রাখা আর সবই আছে, নেই শুধু লেন্সসহ ক্যামেরার দুটি ব্যাগ।

সাধনার জিনিসগুলো হারিয়ে ভীষণ কষ্ট পেয়ে চিঠিটি লিখেছেন আবদুল্লাহ আল মাহাদি।

বলিউড তারকা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরনার মুভি 'পাঠান'-এর ট্রেলার আজ ১৪ জানুয়ারি দুবাইয়ের বুর্জ খলিফায় প্...
14/01/2023

বলিউড তারকা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরনার মুভি 'পাঠান'-এর ট্রেলার আজ ১৪ জানুয়ারি দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হবে।

প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো কর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করতে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউন...
11/01/2023

প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো কর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করতে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউনিফর্মের মধ্যে হিজাব পরার সুযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারী কর্মীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার।

চলতি বছরের বসন্তকাল থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট কর্মীরা এসব পোশাক পরা শুরু করবেন বলে জানা যায়।

প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে এমবিএ প্রোগ্রামে ভর্তি হয়ে ঢাবিতে নতুন ইতিহাস গড়লেন টাঙ্গাইলের অঙ্কিতা ইসলাম।
07/01/2023

প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে এমবিএ প্রোগ্রামে ভর্তি হয়ে ঢাবিতে নতুন ইতিহাস গড়লেন টাঙ্গাইলের অঙ্কিতা ইসলাম।

TC Candler সম্প্রতি ‘দ্য মোস্ট হ্যান্ডসাম ফেস অফ ২০২২’-এর একটি তালিকা প্রকাশ করেছে। উক্ত তালিকায় বিশ্বের সবচেয়ে সুদর্শন ...
06/01/2023

TC Candler সম্প্রতি ‘দ্য মোস্ট হ্যান্ডসাম ফেস অফ ২০২২’-এর একটি তালিকা প্রকাশ করেছে। উক্ত তালিকায় বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে শীর্ষ স্থানে রয়েছে হলিউড তারকা হেনরি ক্যাভিল।

গত ২৮ ডিসেম্বর টিসি ক্যান্ডেলর তাদের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের নির্বাচিত ১০০ সুদর্শন মুখের এ তালিকা প্রকাশ করে। আর সারা বিশ্বের প্রায় ১ লাখ ৬০ হাজার সেলিব্রিটি এর মধ্যে বাছাই করা এ ১০০ জনের তালিকায় সবচেয়ে সুদর্শন হিসেবে নির্বাচিত হয়েছে সুপারম্যান খ্যাত হলিউড তারকা হেনরি ক্যাভিল।

Address

6th Avenue, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Fact Buddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fact Buddy:

Share