Charulata News Portal

Charulata News Portal Charulata News Portal is the most-read online portal in Bangladesh.

বিওয়াইএফজি’র ১৫ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত===CNP DESK (ENGR. JEWEL BARUA)বাংলাদেশ বুদ্ধিস্ট ফ্রেন্ডশীপ গ্রুপ- বিওয়...
06/09/2025

বিওয়াইএফজি’র ১৫ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
===CNP DESK (ENGR. JEWEL BARUA)

বাংলাদেশ বুদ্ধিস্ট ফ্রেন্ডশীপ গ্রুপ- বিওয়াইএফজি এর ১৫ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাসাবোস্থ বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও উন্নততর ক্যারিয়ার এবং প্রফেশনালিজমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

২০১০ সালে এক ঝাঁক তরুণ প্রাণ নিয়ে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ বুদ্ধিস্ট ফ্রেন্ডশীপ গ্রুপ- বিওয়াইএফজি। বিগত ১৫ বছরে অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছে সংগঠনটি। সংগঠনটির সে দিনের অনেক তরুণ আজ দেশ বিদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। এই যাত্রা পথের সাথীদের নিয়ে শুক্রবার পুনর্মিলীত হয়েছিলো সংগঠনটির কর্মীরা।

শুক্রবার রাজধানীর বাসাবোস্থ বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই পুনর্মিলনী শুধুমাত্র পুরনো সহকর্মীদের মিলন মেলায় সীমাবদ্ধ ছিলো না। এই আনন্দ আয়োজনের মাঝেও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে, সমকালীন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করে সংগঠনটি। বর্তমান সময়ের বহুল আলোচিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই এবং উন্নততর ক্যারিয়ার ও প্রফেশনালিজমের ওপর কর্মশালার আয়োজন করা হয়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কর্মশালার শুরুতে সংগঠনটির কর্মীদের তৈরি একটি প্রেজেন্টেশান দেখানো হয়। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপর প্রশিক্ষণ দেন ঢাকা এআই ল্যাবের ফাউন্ডার অলি আহাদ। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে বিশ্বব্যাপী প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে কিভাবে বিপ্লব ঘটাচ্ছে তা তুলে ধরেন।

কর্মশালায় ক্যারিয়ার এবং প্রফেশনালিজমের ওপর ক্লাস নেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া। তিনি উন্নততর ক্যারিয়ার ও প্রফেশনালিজম এর নানা কৌশল তুলে ধরেন। তিনি বলেন, সফল ক্যারিয়ার গড়তে হলে নিজের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা অনুযায়ী দক্ষতা উন্নয়ন এবং পেশাগত জ্ঞান অর্জন জরুরি। আত্মশৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা, নেটওয়ার্ক তৈরি ও সঠিক যোগাযোগ দক্ষতা পেশাগত জীবনে সাফল্য আনে।

এরপর গত ১৫ বছরে বিওয়াইএফজির কার্যক্রমে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এসময় জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বিওয়াইএফজি নিয়ে তাদের স্মৃতিরোমন্থন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের সচিব প্রকৌশলী জুয়েল বড়ুয়া। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক হৈমন্তী বড়ুয়া ইমু, বিওয়াইএফজির সাবেক সভাপতি প্রনবেশ বড়ুয়া, বিওয়াইএফজি এর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান চারুউত্তম বড়য়া, মহাসচিব প্রকৌশলী মিহির বড়ুয়া এবং ভারপ্রাপ্ত সভাপতি প্রবীর বড়ুয়া চৌধুরী বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনর্মিলনীর পর্দা নামে। বিওয়াইএফজির এর শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

06/09/2025

বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনায় রূপম কিশোর বড়ুয়ার সমালোচনা
===সংবাদ প্রতিবেদন(প্রকৌশলী জুয়েল বড়ুয়া)

সম্প্রতি এক অনুষ্ঠানে লন রূপম কিশোর বড়ুয়া বৌদ্ধ ধর্ম নিয়ে একটি আলোচনা করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, অধিকাংশ বৌদ্ধ ধর্মালম্বীর সঠিক বৌদ্ধ জ্ঞান নেই। তিনি প্রশ্ন তোলেন—সঠিকভাবে বৌদ্ধ ধর্মকে না জেনে ও না বুঝে কেবলমাত্র আচার-অনুষ্ঠান পালন করলে প্রকৃত অর্থে কতটুকু ধর্মীয় জীবনলাভ সম্ভব।

তিনি মন্তব্য করেন, “বৌদ্ধ ধর্ম জ্ঞানের ধর্ম। কিন্তু আজকের সমাজে বৌদ্ধদের মধ্যেই অজ্ঞতার পরিচয় স্পষ্টভাবে দেখা যায়।” তার বক্তব্যে উঠে আসে, বৌদ্ধদের কথাবার্তায় প্রায়ই মূর্খতা, পরশ্রীকাতরতা, হিংসা ও অযাচিত সমালোচনা প্রকাশ পায়।

অনুষ্ঠানে তিনি ভিক্ষু সংঘের প্রতিও কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ভিক্ষুরা সঠিক ধর্মচর্চার পথ প্রদর্শন করছেন না, বরং টাকার বিনিময়ে বৌদ্ধ ধর্মকে বিক্রি ও বাণিজ্যিকীকরণের পথে হাঁটছেন।

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকেই তীব্র সমালোচনা করেছেন। ফলে বিষয়টি বর্তমানে বৌদ্ধ মহলে এক বিতর্কিত আলোচনায় পরিণত হয়েছে।

31/08/2025
১৫ আগস্টজাতীয় শোক দিবস মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ...
15/08/2025

১৫ আগস্ট
জাতীয় শোক দিবস

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

🎓 GPA 5 একটি সংখ্যা, কিন্তু জীবন তার চেয়েও অনেক বড়!===CNP DESK(ENGR. JEWEL BARUA)GPA 5 মানে শুধু ভালো ফল নয়—এটি কঠোর পরি...
10/07/2025

🎓 GPA 5 একটি সংখ্যা, কিন্তু জীবন তার চেয়েও অনেক বড়!
===CNP DESK(ENGR. JEWEL BARUA)

GPA 5 মানে শুধু ভালো ফল নয়—এটি কঠোর পরিশ্রম, নিয়মিত চর্চা, এবং একটি আকাঙ্ক্ষিত ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতীক। এটি জীবনের এক গুরুত্বপূর্ণ সিঁড়ি বটে, তবে এটিই সবকিছু নয়। বরং, এটি শুধু শুরু—হাঁটতে শেখার প্রথম ধাপ মাত্র।

SSC এবং HSC তে GPA 5 পাওয়া অবশ্যই আনন্দের, কিন্তু বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার লড়াই, বাস্তব জীবনের প্রতিযোগিতা, এবং মানসিক দৃঢ়তা গড়ার যাত্রা তখনই শুরু হয়। এই যাত্রায় প্রয়োজন সৃজনশীল চিন্তা, দক্ষতা উন্নয়ন, আত্ম-উন্নয়ন, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, নেটওয়ার্কিং ও উদ্যোক্তা মানসিকতা।

GPA 5 না পেলেও মন খারাপের কিছু নেই। জীবনে এগিয়ে যাওয়ার পথ শুধুমাত্র নম্বর দিয়ে মাপা যায় না। আজকের দুনিয়ায় যারা নতুন কিছু ভাবতে পারে, নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলে, অন্যদের সাথে যুক্ত থেকে শেখে—তারা-ই আগামীর পৃথিবী গড়বে।

মনে রাখবে, SSC বা HSC তে A+ পাওয়া মানে হয়তো দুটো পদক্ষেপ এগিয়ে যাওয়া, কিন্তু সফলতা পেতে হলে হাঁটতে হবে আরও শত শত পদক্ষেপ—একা, নিজের উপর ভরসা রেখে।

আজ আষাঢ়ী পূর্ণিমা। এই শুভদিনে GPA 5 প্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা, আর যারা পায়নি তাদের জন্য অনুপ্রেরণার বার্তা—তোমরাও পারবে, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো।

“আমি চাই না আর কোনো অকৃতকার্য শিক্ষার্থীর মৃত্যু হোক শুধুমাত্র একটা রেজাল্টের জন্য। জীবন তার চেয়েও অনেক অনেক দামি।”

✨ May all beings be happy.
সবার জন্য পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।
শুধু GPA 5 নয়, জীবনে লাগিয়ে রাখতে হবে—স্বপ্নের সাথে, কাজের সাথে, আর নিজের উপর আস্থার সাথে।

কে বেশি ভয়ংকর?রাক্ষস না ক্ষোক্কস?? #রাক্ষস= যিনি বা যারা নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো সংগঠনের দায়িত্বপ্রাপ্ত (সভাপতি—সা...
09/07/2025

কে বেশি ভয়ংকর?
রাক্ষস না ক্ষোক্কস??

#রাক্ষস= যিনি বা যারা নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো সংগঠনের দায়িত্বপ্রাপ্ত (সভাপতি—সাধারণ সম্পাদক ইত্যাদি) হয়ে সংগঠনটিকে নিজের পিতৃপুরুষের সম্পদ মনে করেন এবং বছরের পর বছর স্বীয় পদে আনন্দিত থাকেন।
#ক্ষোক্কস= যিনি বা যারা সংগঠনের সাংগঠনিক/সাংবিধানিক বন্ধ্যাত্ম ঘোচানোর জন্য ৩ মাসের দায়িত্বপ্রাপ্ত হয়ে (উপদেষ্টা—সচিব ইত্যাদি) মাসের পর মাস অতিক্রান্ত হবার পরও নানা অযুহাতে স্বীয় পদমর্যাদায় আনন্দিত থাকেন।

অনুপ্রেরণার প্রিয় মানুষ — সুজন বড়ুয়া (বর্তমানে CFO, Mutual Trust Bank)===CNP DESK(প্রকৌশলী জুয়েল বড়ুয়া)জীবনে কিছু ...
08/07/2025

অনুপ্রেরণার প্রিয় মানুষ — সুজন বড়ুয়া
(বর্তমানে CFO, Mutual Trust Bank)
===CNP DESK(প্রকৌশলী জুয়েল বড়ুয়া)

জীবনে কিছু মানুষ থাকেন, যাদের উপস্থিতিই একপ্রকার অনুপ্রেরণা হয়ে ওঠে। বিষাদ মন ভালোর স্ফুলিঙ্গে জাগ্ৰত হয় এমনই একজন আমার প্রিয়ভাজন দাদা সুজন বড়ুয়া। শুধু পারিবারিক আত্মীয় নয়, তিনি আমার পছন্দের মানুষদের মধ্যে একজন। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (MTB) প্রধান অর্থ কর্মকর্তা (CFO) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তাঁর জীবনযাত্রা, কর্মপন্থা, পরিবার, সমাজের প্রতি দায়িত্ববোধ — সব কিছুতেই যেন একটা নিখুঁত ভারসাম্য আছে। যেভাবে তিনি ক্যারিয়ার, পরিবার ও সামাজিক দায়িত্ব সামলে সামনে নিজ চক্রবুহ্য তে এগিয়ে চলেছেন, তা সত্যিই অনুকরণীয়।

মাত্র দুই দিন আগে তাঁর সঙ্গে দেখা হলো। সেই ছোট্ট সময়টুকুতেই তাঁর স্নেহভরা কথা, গভীর চিন্তা আর অভিজ্ঞতার আলোচনায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিটি কথার মধ্যে ছিল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা, অধ্যবসায়, এবং দৃঢ় মানসিকতা। অনুভব করলাম, কীভাবে একজন মানুষের ভেতরে থাকা perseverance, resilience, mental strength, and long-term vision তাঁকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে পারে।

তাঁর কথায় বুঝেছি — সৃষ্টিশীলতাই কাউকে এগিয়ে রাখে। প্রতিবেশী দেশ চীনের উদাহরণ দিয়ে বললেন, কিভাবে তারা বিশ্বদরবারে উদাহরণ সৃষ্টি করেছে সৃজনশীলতা আর কৌশলের মাধ্যমে। তিনি জোর দিয়েছেন — জীবনে শর্টকাট বলে কিছু নেই। কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। লক্ষ্য স্থির রেখে কাজ করে যাওয়াই একমাত্র পথ।

একটা কথা গভীরভাবে মনে ধরেছে — "অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া প্রকৃত স্বাধীনতা বা পূর্ণতা আসে না।" বাস্তব জীবনে আমিও তা প্রতিনিয়ত উপলব্ধি করছি। আর তিনি বিশ্বাস করেন — মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে আসা মানুষেরা সবচেয়ে বেশি সম্ভাবনাময়, কারণ তারা জানে কীভাবে প্রতিটি সিঁড়ি ধাপে ধাপে পেরোতে হয়।

সেদিনের কথাগুলো ভাবছিলাম, মনে হলো হারিয়ে যাওয়ার আগেই লিখে রাখি মার্ক জুকারবার্গের দেয়ালে।

চুম্বকীয় সারমর্মের আত্মোপলব্ধি::
👉 জীবনের প্রতিটি লক্ষ্য যেন হয় অর্থবহ। শুধু উচ্চতা নয়, মানুষের মঙ্গল যেন হয় আমাদের প্রতিটি অর্জনের অন্তরজ কারণ।
👉 কোনো চ্যালেঞ্জই বড় নয়, যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন।
👉 সফলতা মানে শুধু অবস্থান নয়, বরং মূল্যবোধের সঙ্গে এগিয়ে চলা।আমাদের সীমাবদ্ধতা নয়, বরং সাহসই পারে আমাদের সফল করতে।
👉 কাজের প্রতি নিষ্ঠা, মানুষের প্রতি বিনয়, আর পরিবারের প্রতি ভালোবাসা — সত্যিকার শিক্ষিত মানুষের আদর্শ।

ভালো থাকবেন দাদা। আপনার নামে আপনি সার্থক, সামনের দিনগুলোতে আপনাকে আরও উঁচুতে দেখতে চাই — আমাদের গর্ব হয়ে, প্রেরণার মূর্তি হয়ে।

চারুলতা ৩৭তম সংখ্যার আদ্যোপান্ত ---------CNP DESK( ENGR. JEWEL BARUA)চারুলতা সাহিত্য পত্রিকার ৩৭তম সংখ্যায় সহযোগী সম্পাদ...
26/06/2025

চারুলতা ৩৭তম সংখ্যার আদ্যোপান্ত
---------CNP DESK( ENGR. JEWEL BARUA)

চারুলতা সাহিত্য পত্রিকার ৩৭তম সংখ্যায় সহযোগী সম্পাদক হিসেবে কাজ করতে পারা আমার জন্য এক গৌরবময় অভিজ্ঞতা ও সৌভাগ্যের বিষয়। একজন লেখক ও পাঠকের দৃষ্টিতে, এমন একটি সমৃদ্ধ সাহিত্য সংখ্যার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারা নিঃসন্দেহে এক অনন্য প্রাপ্তি।

৫৪ পৃষ্ঠার এই বিশেষ সংখ্যার ৩২টি পৃষ্ঠা রঙিন বিন্যাসে সাজানো হয়েছে, যা পাঠকদের দৃষ্টিতে আনন্দ আর অন্তরে উপলব্ধির উন্মোচন ঘটাবে। মূল আলোচ্য বিষয় ঐতিহাসিক গ্ৰন্থ “সাংঘিক মহাজীবন' এর ব্যাপ্তি, কারণ ও প্রয়োজন—শুধু শিরোনাম নয়, এটি একটি সময়োপযোগী চিন্তার দিগন্ত উন্মোচন।

এই সংখ্যার ভাবনার গভীরতায় অবগাহন করলে বোঝা যায় কতটা নিষ্ঠা ও গবেষণাভিত্তিক চিন্তার প্রতিফলন ঘটেছে এতে। প্রজ্ঞাচক্র ও অআজ্ঞাচক্র নিয়ে যুক্তিপূর্ণ বিশ্লেষণ এ সংখ্যাকে এক অনন্য সুন্দর করে তুলেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার সুচিন্তিত লেখনী। তাঁদের বিশ্লেষণ পাঠকদের ভাবনার জগতে আলো ছড়াবে নিঃসন্দেহে। বিশেষ করে ড. সুমন কান্তি বড়ুয়া সহজ ভাষায় প্রজ্ঞাচক্র এবং আজ্ঞাচক্র বিষয়টি যেভাবে নিঁখুতভাবে উপস্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের বৌদ্ধ ভাবনায় পথ দেখাবে বলে আমার বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে তাঁর লেখাটি পড়ে মুগ্ধ হয়েছি—আপনারাও পড়ে দেখতে পারেন।

নির্বাহী সম্পাদক বিপ্লব বড়ুয়ার লেখায় সাংঘিক মহাজীবনের অন্তর্নিহিত মর্ম যথার্থভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বিষয়টির প্রতি যে আন্তরিকতা ও দায়বদ্ধতার ছাপ রেখেছেন, তা পাঠকদের চিন্তা প্রসারে সহায়তা করবে।

এ সংখ্যার প্রতিটি বিভাগই ভিন্ন স্বাদ আর ভাবনার খোরাক। নতুন লেখকদের বই পরিচিতি, ইতিহাসের ছোঁয়া, ভ্রমণের অভিজ্ঞতা, অজানা তথ্য, ছোটগল্প ও কবিতা সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ সাহিত্য সংকলন।

আমার নজর কেড়েছে অনুপম বড়ুয়া পারুর দুটি গভীর অর্থবাহী কবিতা—“কফিনের পেরেক খুলে দাও” এবং “জীবনের মর্যাদা দাও”। এ দুটি কবিতা কেবল কবিতাই নয়, এক ধরনের প্রতিবাদ, এক মানবিক আর্তির ধ্বনি। পাঠকের হৃদয়ে নিশ্চিত আলোড়ন তুলবে।

তাছাড়া হেনা সুলতানার “নারীকথা” ও “ফেসবুক সাহিত্য পাতা”—এ দুটি বিভাগ সমসাময়িক বাস্তবতা ও অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। পাঠককে ভাবাবে, নাড়া দেবে।

দোলনা বড়ুয়া তৃষার লেখা ছোটগল্প “বাবার তনয়া” – ছোট গল্প হলেও গভীর জীবন উপলব্ধিতে পূর্ণ। এই একটি শব্দে বাঁধা গল্পে যে আবেগ এবং মুড়কি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বজায় রেখেছেন তা চোখে জল এনে দিতে পারে যে কোনো সংবেদনশীল পাঠককে।

এই সংখ্যায় যেমন আছে সাহিত্য, তেমনি আছে চিন্তা, বোধ, ঐতিহ্য আর সমাজ সচেতনতাও। এটি শুধু পড়ার নয়, উপলব্ধির, শিখার এবং নিজেকে প্রশ্ন করার জন্যও এক প্রাসঙ্গিক দলিল।

📚✨ চারুলতা’র ৩৭তম সংখ্যাটি তাই শুধু একটি সাহিত্যপত্রিকা নয়, এটি একযোগে জ্ঞানের আলো ও আত্মিক বিকাশের দিশারি।

আপনারা চারুলতার এই সংখ্যা সংগ্রহ করুন। অজানাকে জানুন, জাগ্রত হোন চিন্তার আলোর পথে।

চারুলতার পাঠে থাকুক নতুন চিন্তা, নতুন আলো।
“সাহিত্য শুধু মননের নয়, মনুষ্যত্ব গঠনেরও অনুপম হাতিয়ার।”

প্রকৌশলী জুয়েল বড়ুয়া
সহযোগী সম্পাদক, চারুলতা সাহিত্য পত্রিকা (৩৭তম সংখ্যা)

কনভেনশনে যোগ দিতে রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর তিন কর্মকর্তার কানাডা যাত্রা *****************************************...
20/06/2025

কনভেনশনে যোগ দিতে রোটারি ক্লাব অব
চিটাগং পার্ল এর তিন কর্মকর্তার কানাডা যাত্রা
*******************************************
সিএনপি নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মানবিক সংগঠন রোটারি ইন্টারন্যশনাল এর আয়োজনে কানাডার ক্যালগেরিতে রোটারি কনভেনশন'২৫ এ যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর তিন সদস্য ।

সংগঠনের সাবেক ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সপু বড়ুয়া'র নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন সংগঠনের ফাস্ট প্রেসিডেন্ট (সাবেক) রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড (এমপিএইচএফ) ও সেক্রেটারি রোটারিয়ান রানা কান্তি বড়ুয়া (পিএইচএফ)।

গতকাল ১৯ জুন দিবাগত রাত রাত ২.১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হংকংয়ের মালিকানাধীন কেথি প্যাসিফিক বিমান যোগে কানাডার ক্যালগেরির উদ্দেশ্যে যাত্রা করেছেন। নেতৃবৃন্দ ২১শে জুন থেকে ২৫ শেষ জুন পর্যন্ত একটানা ৫ দিনব্যাপী রোটারি কনভেনশন শেষ করে কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন এবং বাঙালি স্বজনদের সাথে মিলিত হবেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে নেতৃবৃন্দগন দেশে ফিরে আসবেন।

🔶 প্রকৌশলী মিহির বড়ুয়া: আধুনিক তরুণ সমাজের আলোকবর্তিকা 🔶==== CNP DESK( ENGR Jewel Barua)বর্তমান বৌদ্ধ সমাজসহ সমগ্র জাতির...
15/06/2025

🔶 প্রকৌশলী মিহির বড়ুয়া: আধুনিক তরুণ সমাজের আলোকবর্তিকা 🔶
==== CNP DESK( ENGR Jewel Barua)

বর্তমান বৌদ্ধ সমাজসহ সমগ্র জাতির প্রেক্ষাপটে প্রকৌশলী মিহির বড়ুয়া একজন ব্যতিক্রমধর্মী চিন্তাবিদ, যিনি তরুণদের সামনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন।

সম্প্রতি BYFG (Buddhist Youth Friendship Group)-এর একটি মিলনমেলায় তাঁর সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য হয়েছিল। সে সময় তিনি আমাদের সামনে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তা নিছক বক্তৃতা ছিল না—তা ছিল ভবিষ্যতের দিকনির্দেশনা। তাঁর প্রতিটি কথা ছিল অভিজ্ঞতাপ্রসূত, বাস্তবসম্মত ও যুগোপযোগী।

তিনি বলেন, আজকের তরুণদের কেবল একাডেমিক ডিগ্রি থাকলেই চলবে না, বরং তাদের হতে হবে প্রযুক্তিবান, যোগাযোগে দক্ষ, সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন, Artificial Intelligence, Data Science, Automation Technology–এর মতো আধুনিক বিজ্ঞানভিত্তিক ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করতেই হবে, যদি আমরা আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

পাশাপাশি তিনি জোর দেন কিছু গুরুত্বপূর্ণ Soft Skills–এর উপরে—যেমন: Communication skill, Negotiation skill, Time management, Leadership, Career Prioritization, Commitment Handling ইত্যাদি। তাঁর মতে, এই স্কিলগুলো না থাকলে একজন শিক্ষিত তরুণও তার বাস্তব জীবনে সফল হতে পারবে না।

এছাড়াও মিহির দাদা আলোচনা করেন কিভাবে socio-economic development-এ তরুণদের সক্রিয় অংশগ্রহণ, career mapping এবং professional networking ভবিষ্যতের জন্য একজন তরুণকে গড়ে তুলতে সহায়তা করে। তাঁর এই বিশ্লেষণ এতটাই বাস্তবধর্মী ও সময়োপযোগী ছিল যে, মিলনমেলায় উপস্থিত সকল তরুণ-তরুণী গভীর মনোযোগে তা শ্রবণ করেন এবং নিজেদের উন্নয়নে তা প্রয়োগের অনুপ্রেরণা পান।

তাঁর বক্তব্য শুনে আমার মনে হয়েছে, এমন জ্ঞানসমৃদ্ধ আলোচনা শুধু একটি মিলনমেলার গণ্ডিতে আটকে না থেকে পুরো তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া জরুরি। কারণ এই বার্তাগুলো আগামী প্রজন্মকে শুধু অনুপ্রাণিতই করবে না, বরং তাদের জীবনবোধ, কর্মপদ্ধতি ও ভবিষ্যতের পথচলাকে শাণিত করবে।

📌 প্রকৌশলী মিহির বড়ুয়া এমন একজন ব্যক্তি, যিনি যুগের পরিবর্তনকে বোঝেন, তার প্রয়োগ জানেন, এবং তরুণদের সে পথ ধরেই সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেন। তাঁর মত চিন্তাশীল নেতৃত্ব তরুণ সমাজকে গড়ে তুলবে একজন দক্ষ, সচেতন, দায়িত্ববান এবং মানবিক নাগরিক হিসেবে।

#মিহির_বড়ুয়া_অনুপ্রেরণার_প্রতীক


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন- গুণীজনরা হচ্ছেন দেশ ...
13/06/2025

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন- গুণীজনরা হচ্ছেন দেশ ও সমাজের অগ্রণী প্রদর্শক আর শিক্ষার্থিরা হচ্ছেন সে পথের পথিক। উভয়দের সম্মান জানিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আজ যে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো তা সত্যিই অনুকরণীয়। তিনি বলেন- শিক্ষা মানুষকে বিনয় করে সকলের মধ্যে শিক্ষার ছোঁয়া পড়লে সমগ্র বাংলাদেশ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। প্রকৃত শিক্ষা যে অর্জন করেছে সে কখনো অহংকারী হবেনা , সে কখনো দাম্ভিক হবেনা সেগুলো পরিহার করে নম্র ও বিনয়ী হবে। শিক্ষা মানুষকে বিনয় করে। একজন ছাত্র যদি শিক্ষক ও পরিবারের মধ্যে থেকে সঠিক শিক্ষা পায় সে ছাত্র কখনো দম্ভ দেখাবেনা সে বিনয়ী হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবেনা। শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার প্রধান মাধ্যম এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।

তিনি গতকাল ১৩ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িস্থ অভিজাত হল ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের দেড়শ বছরের প্রাচীন শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র উদ্যোগে মহামানব তথাগত গৌতম বুদ্ধের ২৫৬৯তম ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৈকালিক ভৈষজ্য সংঘদান, ধর্মসভা, গুণীজন সংবর্ধনা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন- মহামতি গৌতম বুদ্ধ সুস্পষ্টভাবে জ্ঞান আহরণ ও মূল্যবোধ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেছিলেন। সেই আড়াই হাজার বছর আগে প্রচারিত গৌতম বুদ্ধের বাণী আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে পারলে প্রত্যেকের বাস্তবজীবন সফল ও সুন্দর হবে। তিনি বলেন আমাদের শিক্ষা পদ্ধতি হতে হবে আনন্দ মুখর। যেখানে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে একজন ভালো মানুষ হওয়ার পথে নিজেকে গড়ে তুলতে পারে।প্রতিযোগিতামুলক শিক্ষা কখনো ভালো মানুষ সৃষ্টি করতে পারেনা।

তিন পর্বের অনুষ্ঠানে প্রথমে ধর্মীয় পবর্, দ্বীতিয় গুণীজন ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়াম্যানসহ ট্রাস্টিদের সংবর্ধনা, তৃতীয় কৃতি শিক্ষার্থি সংবর্ধনা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার-টিভি শিল্পীরা। বর্ণাঢ্য অনুষ্ঠানে আশির্বাণী প্রদান করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বহু জনহিতকর প্রতিষ্ঠানের জনক, শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু, অনাথপিতা ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। তিন পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া ও বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন- সকল ধর্ম গোত্র ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। আমি চাই আমাদের কারো মধ্যে হানাহানি থাকবেনা বৈষম্য থাকবেনা সেভাবেই এই দেশকে আমরা সকলের আন্তরিক সহযোগিতায় গড়ে তুলবো। তিনি বলেন এই শহরটা আমাদের সকলের এটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজ উদ্যোগে পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বক্তব্য দেন- উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির, সদ্ধর্মনিধি উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির, অনুষ্ঠানে দেশ ও সম্প্রদায়ে নানাবিধ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশবরেণ্য প্রতিথযশা ৫ গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত টাঙ্গাইল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও ভাষাসংগ্রামী প্রতিভা মুৎসুদ্দী, একুশে পদক ও বাংলা একাডেমি পদকে ভূষিত বরেণ্য ছড়াকার সুকুমার বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত লেখক-সাহিত্যিক সুব্রত বড়ুয়া, বহু সম্মাননায় ভূষিত সাহিত্যিক-গবেষক, সংগঠক অধ্যাপক বাদল বরণ বড়ুয়া ও একুশে পদকপ্রাপ্ত, লেখক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব স্বপন কুমার চৌধুরী। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, ব্যাংকার (অবঃ) মং হলা চিং, রাজনীতিবিদ সুশীল চন্দ্র বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও অধ্যাপক ববি বড়ুয়া।

ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, ড. সৌমেন বড়ুয়া ও রুমিলা বড়ুয়া’র সঞ্চালনায় গুণীজনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, দানশীল ব্যক্তিত্ব স্বপন বড়ুয়া চৌধুরী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ভবেশ চাকমা।

তিন পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব (অবঃ) ফরেষ্ট রিসার্চ অফিসার অরুন কুমার বড়ুয়া দেবু , বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার (অবঃ) রিটন কুমার বড়ুয়া ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (অবঃ) ইঞ্জিনিয়ার অসীম কুমার বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভদন্ত বসুমিত্র মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, শাসনানন্দ মহাস্থবির, পরমানন্দ মহাস্থবির, শীলভদ্র মহাস্থবির, প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, ড. ধর্মকীর্তি মহাস্থবির, শাসনশ্রী মহাস্থবির. বিনয়পাল মহাস্থবির, বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া। বেতার-টিভি শিল্পী তাপস বড়ুয়ার পরিচালনায় উদ্বোধন সংগীত পরিবেশন করেন সহশিল্পী বৃন্দ। পঞ্চশীল প্রার্থনা করেন সত্যপ্রিয় বড়ুয়া।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সমিতির বার্ষিক প্রকাশনা সংগঠনের প্রকাশনা সম্পাদক রাঙামাটি সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া’র সম্পাদনায় ‘বিশ্বমৈত্রী’ প্রকাশিত হয়। প্রকাশনায় বিশিষ্ট লেখকদের লেখা ছাড়াও গুণীজনদের সংক্ষিপ্ত জীবনী স্থান পায়।

ছবির ক্যাপশন:
১. বৌদ্ধ সম্প্রদায়ের দেড়শ বছরের প্রাচীন শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে ২৫৬৯তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন, গুণীজন ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার।

সিএনপি নিউজ ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের বলেছেন মহামানব ...
04/06/2025

সিএনপি নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের বলেছেন মহামানব তথাগত গৌতম বুদ্ধ ছিলেন সাম্য ও মানবতাবাদের অন্যতম প্রবক্তা। তাঁর দর্শন ছিল মানবমুক্তির সার্থক রূপরেখা। পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি রাজসিক ভোগবিলাসকে ছিন্ন করে ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে বিশ্বের বুকে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন। ড. জ্ঞানরত্ন গত ৪ জুন হাটাহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির উদ্যেগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধজয়ন্তী উৎসব অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, এদেশ সকল ধর্ম ও গোত্রের। বৌদ্ধরা এদেশের ভূমিজ সন্তান। এখানে আমাদের জন্ম এবং অস্তিত্বের শেখড়। বাঁচতে হলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে।

মির্জাপুর গৌতমাশ্রম বিহারে অনুষ্ঠিত বুদ্ধজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের। আশীর্বাণী প্রদান করেন উপসংঘরাজ কর্মযোগী শীলরক্ষিত মহাথের। উদ্বোধক ছিলেন আঞ্চলিক উপসংঘনায়ক ধর্মসারথী শাসনানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন ড. ধর্মকীর্তি মহাথের। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ড. বুদ্ধপাল মহাথের। ভদন্ত জি. নিরোধানন্দ থের’র সঞ্চালনায় উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের, বুদ্ধপ্রিয় মহাথের, সংঘমিত্র থের, সুপলাবংশ থের, শান্তদর্শী থের, শিক্ষাবিদ প্রশান্ত কুমার বড়ুয়া, মদন মোহন বড়ুয়া, প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া, উদয়ন বড়ুয়া, বাবুল বডুয়া, লায়ন অনুপম বড়ুয়া, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, শ্যামল কান্তি বড়ুয়া, সনদ বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, বিকাশ বড়ুয়া, দিপুল বড়ুয়া, দীপংকর বড়ুয়া বাপ্পা, সুভাষ বড়ুয়া, সুজন বড়ুয়া মামুন প্রমূখ। এ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালি গ্রাম ও সড়ক প্রদক্ষিন করেন এবং সংগঠনের মুখপত্র ‘প্রজ্ঞাদর্পন’ প্রকাশিত হয়।

Address

DIT Project, Merul Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charulata News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share