Poet and Poem

Poet and Poem হারিয়ে যাবো একদিন আমি কুয়াশার কাফনে

04/08/2024

শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আওয়ামী খুনিদের হামলা, গুলি, সংঘর্ষ, সারাদেশে নিহত ৩২

*** ঢাকার সাইন্সল্যাবে নিহত ১
*** মুন্সীগঞ্জে নিহত ৩
*** মাগুরায় নিহত ৩
*** রংপুরে নিহত ৪
*** বগুড়ায় নিহত ৩
*** পাবনায় নিহত ৩
*** সিরাজগঞ্জে নিহত ১
*** বরিশালে নিহত ১
*** জয়পুরহাটে নিহত ১
*** কুমিল্লায় নিহত ১
*** কিশোরগঞ্জে নিহত ৩
*** ভোলায় নিহত ৩
*** ফেনিতে নিহত ৫

এছাড়াও সারাদেশের প্রায় সকল জেলা, উপজেলায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়েছে। আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাজারো মানুষ গুলিবিদ্ধ হচ্ছে। জনরোষের ভয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলার বেশিরভাগ এলাকা আ.লীগ নেতা-কর্মী শূণ্য হয়ে পড়েছে।

02/08/2024
নাটক কম করো পিও 🙂
30/07/2024

নাটক কম করো পিও 🙂

08/05/2024

দূর হতে আমি তারে সাধিব.....❤️‍🩹🌿....💌
গোপন ও বিরহ ডোরে বাঁধিব......❤️‍🩹🌿....💌

_রবীন্দ্রনাথ ঠাকুর

25/01/2024

কতদিন দেখিনি তোমায়
__গীতিকার-প্রণব রায়, শিল্পী- মান্না দে

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি,
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়।

কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে,
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়।

হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি,
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি।

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি,
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…

23/01/2024

"কোন এক ভোরবেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।”

19/01/2024

আমি চিরতরে দূরে চলে যাব
- কাজী নজরুল ইসলাম

আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দিবোনা ভুলিতে,
আমি বাতাস হইয়া, জড়াইবো কেশ
বেনী যাবে যবে খুলিতে।

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমারো বক্ষে দুলিতে।

আসিবে তোমার পরম উৎসব
কত প্রিয়জন, কে জানে
মনে পড়ে যাবে কোন সেই ভিখারী
পাইনি ভিক্ষা এখানে।

তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকে থামিয়া যাবে বেদনায়
দেখিব কে যেন মরে পড়ে আছে
তোমার পথের ধূলিতে।

Address

Dhaka

Telephone

+8801847718873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poet and Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share