03/12/2025
দ্য র্যাটস
রিভিউ- Tanvir Hasan
দ্য র্যাটস আমার পড়া প্রথম ন্যাচারাল হরর।আগে কখনো এই জনরার কোন বই পড়া হয় নাই।বইটা একবছর আগে সংরক্ষণ করা,পড়বো পড়বো করে আর পড়া হয়নি।অবশেষে লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদ করা বইটা পড়ে শেষ করলাম। দ্য র্যাটস বইটা পড়ে বেশ ভালোই লেগেছে।পুরোটা বই জুড়েই ছিলো মারাত্মক হিংস্রতা আর নৃশংসতা।বইটা প্রথম প্রথম একটু স্লো হলেও প্রথম হাফ শেষ হওয়ার পর ভালো গতিতেই এগিয়ে চলে।পুরো বইয়ের নৃশংস বর্ণনা গুলো ভালোই ছিলো।পুরোটা বই জুড়েই একটা ভয় ভয় থ্রিলিং ছিলো। এমনিতে আমি অনুবাদ তেমন পড়তে পারি না কিন্তু লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদের প্রশংসা করতেই হয়।আমি পুরোটা বই পড়ার সময় মনেই ছিলো না অনুবাদ পড়সি,মনে হচ্ছিল মৌলিক বই-ই পড়সি।অনুবাদ ছিলো একদম ঝরঝরে,সহজ এবং সুন্দর অনুবাদের জন্য বইটা একটানাই পড়ে ফেলেছি।বইটা শেষ করার পর ইদুর বা চিকা দেখলেই শরীরটা কেমন ঘিন ঘিন করে আর মনে মনে একটা ভয় হয় যদি লাফিয়ে এসে কামড় দেয়।বইয়ের শেষে কি হবে তা মোটামুটি আগেই ধারণা করে ফেলেছিলাম।সবমিলিয়ে বইটা ভালোই ছিলো।আশা করি কায়সার ভাই এই সিরিজের বাকি বইগুলোও অনুবাদ করবেন।এটা পড়ার পর বাকি গুলোও পড়ার ইচ্ছে হচ্ছে।
বই: দ্য র্যাটস।
লেখক- জেমস হারবার্ট
অনুবাদক- লুৎফুল কায়সার
জনরা:ন্যাচরাল হরর
সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বুক ওয়ার্ল্ড বইনগর - Boinagar Book Street Boimoi Book Shop PORUA Bookshop - পড়ুয়া বুকশপ গ্রন্থমালা Gronthomala The Book Harbour রংধনু Bookশপ অহর্নিশ অনুস্বর ধী - dhee থেকে সর্বোচ্চ ৫৫% পর্যন্ত ছাড়ে।