অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni

অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni Anirban prokashoni deals with publication of thriller books of different genres..

দ্য র‍্যাটস রিভিউ-©তা রাবই : দ্য র‍্যাটস জনরা : হরর স্ল্যাশারলেখক : জেমস হার্বার্টঅনুবাদক : লুৎফুল কায়সারসম্পাদক : ইফতেখ...
09/08/2025

দ্য র‍্যাটস রিভিউ-

©তা রা

বই : দ্য র‍্যাটস
জনরা : হরর স্ল্যাশার
লেখক : জেমস হার্বার্ট
অনুবাদক : লুৎফুল কায়সার
সম্পাদক : ইফতেখারুল ইসলাম
প্রকাশনী : অনির্বাণ প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
মুদ্রিত মূল্য : ৪০০

এক.
'কারমিল্লা' নামক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছিল 'ড্রাকুলা'; আর 'ড্রাকুলা' থেকে...? কখনো ভেবে দেখেছেন? একটু ভেবে দেখার আগে ঘুরিয়ে আনা যাক জেমস রবার্টের লেখা প্রথম বই 'দ্য র‍্যাটস' এর ইতিহাস থেকে। প্রথম শুনেই কিছুটা ভ্রু কুঁচকে উঠতে পারেন। স্বাভাবিকভাবে প্রথম লেখাকে কেউ ই অতোটা গুরুতর হিসেবে নেয় না। তবে যদি শুনেন জেমস রবার্ট আধুনিক ব্রিটিশ হরর লেখকদের একজন তখন?

এবার আসি অনুপ্রেরণা থেকে সৃষ্ট 'দ্য র‍্যাটস' এর মূল নিয়ে। 'ড্রাকুলা'য় দেখা সেই আধাপাগল রেনফিল্ডের কথা মনে আছে তো? রেনফিল্ড কিছু অদ্ভুত প্রজাতির ইঁদুরের দেখা পেয়েছিল। যদিও তা অত্যন্ত তুচ্ছ বিষয়। তবে এই তুচ্ছ বিষয় ই হয়ে উঠেছিল 'দ্য র‍্যাটস' লেখার অনুপ্রেরণা। বলতে গেলে এটিকে একটি সূচনা হিসেবে ধরা যেতে পারে যা ছিল অনেকটা এক্সপেরিমেন্টাল।

দুই.
ধরুন রোজকার মতো আপনি ঘুম থেকে উঠে প্রার্থনা করতে দাঁড়িয়ে দেখতে পেলেন আপনার উপর কেউ হা/ম/লা চালিয়ে বসেছে। কিংবা আপনি আপনার অফিস শেষে নির্জন একটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছেন। কেমন হবে যদি কেউ পেছন থেকে আপনার শরীরে তার ধারালো দাঁতের কামড় বসিয়ে দেয়? ভয় পাচ্ছেন? ভাবছেন ধারালো দাঁত মানে বুঝি এখানেও ড্রাকুলা এসে উপস্থিত হবে? না; ড্রাকুলা নয় তবে দেখা মিলবে এক অদ্ভুত আকৃতির জন্তুর। যাকে আমরা ইঁদুর বলেই আখ্যায়িত করি। ইঁদুরের পক্ষে কেটে ফেলা সম্ভব জামা কাপড়, ব্ইখাতা এমনকি শস্যাদিও। কিন্তু যদি সেই ইঁদুর হয়ে উঠে মানুষখেকো? যদি খেয়ে ফেলে আপনাকেই তখন? টনক নড়েছে তো!

আর এভাবেই টনক নড়ে উঠেছিল লন্ডনবাসীর। যখন তাদের উপর নেমে আসে একদল রাক্ষুসে ইঁদুর। কোথা থেকে এসেছে তারা? কি চায় কেউ ই জানে না। শুধু জানে এদের ভয় তাদের তাড়া করে চলেছে প্রতিটা মূহুর্ত। একটা শহরের ভেতরে মানুষ পালিয়ে বেড়াচ্ছে কোনো মানুষের ভয়ে নয় বরং ইঁদুরের ভয়ে। ইঁদুরের আক্রমন থেকে বাঁচলেও বাঁচানো যাচ্ছে না জীবন। কারণ কোনো এক অদ্ভুত রোগ তাদের আক্রমণ করে চলেছে। এক নাগাড়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে জনে জনে। কিন্তু কেন? এটা কি কোনো মহামারীর পূর্বাভাস নাকি মহাপ্রলয়ের?

তিন.
সাদামাটা একটা গল্প, একটা শহরকে ঘিরে। তারপরও একটা ভীতি। শুধুই কি ইঁদুরের ভয়? নাকি জীবন বাঁচাতে ছুটে চলা একদল মানুষের সংগ্রাম! এই গল্পের আড়ালে বসে লেখক দেখিয়েছেন একদলের উদাসীনতার প্রভাব। কাদের? দ্বিতীয় বিশ্বযু/দ্ধের পরের কয়েক দশক ধরে চলে আসা ইউরোপের পরিবর্তনের ও। দ্বিতীয় বিশ্বযু/দ্ধের পর পশ্চিমা সমাজের কাহিনীর কিছুটা অংশ। রাজনীতিবীদদের ক্ষমতায় আসার পর তাদের ক্ষমতার অপব্যবহার। অপব্যবহার ই তো বটে। কারণ তারা নিজেদের নিয়ে ব্যস্ত, তাদের মতে নিম্ন আয়ের মানুষদের আজ যতটুকু উন্নয়ন হয়েছে সেটাও আগে ছিল না অথচ ঘটনা ঠিক তার উল্টো। তাদের অবহেলায় অন্ধকার গলি গুলোতে বেড়ে উঠেছিল একদল হিংস্র প্রাণী। কিন্তু ফল ভুগতে হয়েছে পুরো শহরকে। ঠিক যেন ওই বাগধারার মতো,'ধর্মের কল বাতাসে নড়ে।'

চার.
টার্নিং পয়েন্ট বা টানটান উত্তেজনা অনুভব হয়েছে প্রতিটা মূহুর্ত। এমন একটা ভাব যেন আপনি ব্ইটা এক বসায় পড়তেও পারছেন না আবার ছেড়ে যেতেও পারছেন না। সামনের ঘটনা জানতে আপনি ভেতরে ভেতরে উদ্বেগ অনুভব করছেন। অথচ সেই উদ্বেগকে দমন করতে ব্ইটা হাতে নিয়েও এগুতে কষ্ট হচ্ছে। কারণ বর্ণনাগুলো খুব ভয়াবহ রকমের ভয় সৃষ্টি করে। মনের উপর একটা চাপ যা ভয়কে বাড়িয়ে দেয়; এখানে কোনো ভূত নেই তবে ভয় আছে।

এই ব্ইটিকে আরো সহজে ব্যাখ্যা করতে চাইলে আমি বলব 'ট্রেইন টু বুসান' মুভির কথা। মুভিটিতে একদল মৃত মানুষকে দেখানো হয় যারা জম্বি হয়ে ফিরে আসে। তাদের ভয়টা সেখানে জীবিতরা টের পাচ্ছিল। ঠিক তেমনটাই 'দ্য র‍্যাটস' এ। এখানেও শহরের পাশাপাশি এক জায়গায় দেখা যায় যখন এক ট্রেন ভর্তি মানুষ শিকারে পরিণত হয় ইঁদুরের। কি বিভৎস সেই বর্ণনা! পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত মানুষের হাড়গোড়। শুনতেই গা গুলিয়ে আসার উপক্রম। আর লেখনীর ধারাবাহিকতার কৃতিত্ব এখানেই যে এই বইটি পড়লে কিছুটা মুভির মতোই মনে হতে পারে। হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলা মানুষগুলোর বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু চোখের সামনে দেখা সম্ভব। তাইতো বইয়ের ঘটনার উপর ১৯৮২ সালে 'ডেডলি আইস' নামে মুভি নির্মিত হয়েছিল।

পাঁচ.
জনরা নিয়ে একটু আলোচনা করা যাক। জনরা হিসেবে বইটিকে রাখা হয়েছে স্ল্যাশার হররের মধ্যে।
স্ল্যাশার হরর কী জানেন তো? এর মানে বইতে ভয়ের এলিমেন্টস থাকবে তবে তা কেবল মৃত মানুষ বা ভূত-প্রেত কেন্দ্রীয় নয়; বরং প্রাকৃতিক শক্তি। অনেকটা ন্যাচারাল হররের মতোই। মূলত এখানে অতিপ্রাকৃত কোনো সত্তা, প্রাণী বা বিকৃতি কিছু উপস্থাপন করা হয় যার ভয় সবাইকে তাড়া করে বেড়ায়। রেহাই পাবে না কোনো পশুপাখিও। কিছুটা হিংস্রতাপূর্ণ। যদিও গল্পের গভীরতা তেমন দেখা যায় না। যেমন 'দ্য র‍্যাটস' ব্ইটিতে খুব বেশি চরিত্রের আগমন দেখা যায় নি। ঘটনার সাপেক্ষে চরিত্রের সমাগম দেখা গিয়েছে এবং কিছু মূল চরিত্র নিয়েই ঘটনা আবর্তিত হয়েছে। তাদের মধ্যে একজন ছিল হ্যারিস। হ্যারিস চরিত্রটি আমার কাছে অনেকটা 'ড্রাকুলা'র জোনাথনের মতোন ই মনে হয়েছে। হয়ত অনুপ্রেরণা নিয়ে লেখার সাইড এফেক্ট। তবে জেমস হারবার্টের লেখা 'দ্য র‍্যাটস' অনেকের মতে স্ল্যাশার জনরার একদম পার্ফেক্ট উদাহরণ হিসেবে দাঁড় করাতে সক্ষম।

ছয়.
লুৎফুল কায়সার ভাইয়ার অনুবাদের সাথে প্রথম পরিচয় হয় 'কারমিল্লা'র মাধ্যমে। এরপর ভাইয়ার বেশ কয়েকটি বইয়ের অনুবাদ পড়েছি। সবগুলো পড়তে গিয়েই আমার মাথায় এসেছে এটা মৌলিক না তো! সত্যি বলতে অনুবাদ বাজে হলে পড়তে ভালো লাগে না। ঘটনার আকস্মিকতায় চমকে উঠা সম্ভবপর হয় না। কারণ যে পড়তে সে শুধু রিডিং পড়ে যায় না বরং লেখাটাকে নিজের মনের ভেতর কল্পনা করে সাজিয়ে নেয়। আর এই ক্ষেত্রে অনুবাদক সফল। তিনি শব্দচয়নে বরাবরের মতোই এবারো আমায় মুগ্ধ করেছেন।

আর সম্পাদনার দায়িত্বে ছিলেন ইফতেখারুল ইসলাম। আমি বলব সম্পাদনার অংশটুকু বেশ ভালোভাবেই করেছেন তিনি। লাইনের ধারাবাহিকতা, বর্ণনা আর বানানে তেমন কোনো অসামঞ্জস্যতা চোখে পড়েনি। আর‌ প্রচ্ছদটাও বেশ নজরকাড়া।‌ কথায় আছে আগে 'দর্শনধারী পরে গুন বিচারী'; 'দ্য র‍্যাটস' এর‌ প্রচ্ছদকার লেখার সাথে সামঞ্জস্য রেখেই মূল প্রচ্ছদে বিশালাকৃতির ইঁদুরকে রেখেছেন। আমি মনে করি প্রচ্ছদ দেখলেও গল্পটার অনেকাংশ আন্দাজ লাগানো সম্ভব। এতে করে পাঠক তার পছন্দের উপর ভিত্তি করে পড়ার সিদ্ধান্ত নিতে পারে যদিও সকলে সব ধরনের বর্ণনা নিতে অভ্যস্ত নন।

পার্সোনাল রেটিং : ৪.১/৫

ছবি ক্রেডিট : মাহরীন হক মোহো

আজকেই শেষ দিন কিন্তু।📒সম্পূর্ণ সিরিজ টি অর্ডার করে ফেলুন Bangla Bazar Books থেকে ৫৫% ছাড়ে।★জন পুলার সিরিজ★ইরাক-আফগানিস্ত...
06/08/2025

আজকেই শেষ দিন কিন্তু।

📒সম্পূর্ণ সিরিজ টি অর্ডার করে ফেলুন Bangla Bazar Books থেকে ৫৫% ছাড়ে।

★জন পুলার সিরিজ★

ইরাক-আফগানিস্তানের মিশন শেষে মানসিকভাবে ভেঙ্গে পড়া জন পুলার ছয় বছর আগে ইউএস আর্মি সিআইডিতে ইনভেস্টিগেটর হিসেবে জয়েন করে। স্বল্প সময়েই সে তদন্তকারী কর্মকর্তা হিসেবে বেশ ভালই নাম কামাতে সক্ষম হয়। আর তাই ওয়েস্ট ভার্জিনিয়ার প্রত্যন্ত অঞ্চলে একজন সামরিক কর্মকর্তার পুরো পরিবারকে যখন নৃশংসভাবে খুন করা হয়,তখন এ খুনের তদন্তের ভার পুলারের উপর এসে পড়ে। ফিল্ডে নামার পর সে বুঝতে পারে, বেশ প্রতিভাবান একজন গ্র্যান্ডমাস্টারের সাথে তাকে লড়তে হবে; যে কিনা দাবার প্রথম চালটা বেশ দক্ষতার সাথেই চেলেছে। খুনিকে ধরা অতটা সহজ হবে না তার জন্য। একের পর এক মানুষ খুন হতে লাগল। কিন্তু কেন? তা বের করতেই লোকাল হোমিসাইড ডিটেকটিভ সামান্থা কোলের সাথে একসাথে কাজ করা শুরু করল পুলার। সন্দেহভাজন প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে বুঝতে পারল-গোলকধাঁধায় আটকে পড়েছে তারা। এ ধাঁধার সমাধান না করতে পারলে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে সবাইকে। কাউকে বিশ্বাস করা যাবে না; করলেই তোমার মৃত্যু সুনিশ্চিত। এমতাবস্থায় একজন মানুষই তাকে এ বিপর্যয় থেকে বাঁচাতে পারে। পুলারের উপরই এখন হাজার হাজার মানুষের জীবন নির্ভর করছে। সে তাদের বাঁচাতে পারবে কি না সে নিজেই তা জানে না। অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে জেতা অসম্ভব; পুলার সেই অসম্ভবকে সম্ভব করতে পারবে তো? প্রখ্যাত থ্রিলার লেখক ডেভিড বালডাচির জন পুলার সিরিজের প্রথম খণ্ড ‘জিরো ডে’ এর রহস্যে ঘেরা জগতে আপনাদের স্বাগতম।

বই: কিল ফর মি কিল ফর ইউজনরা: সিরিয়াল কিলিং/মার্ডার মিস্ট্রি লেখক: স্টিভ কাভানাহঅনুবাদ: সোহানা রহমান প্রকাশনী: অনির্বাণ প...
05/08/2025

বই: কিল ফর মি কিল ফর ইউ
জনরা: সিরিয়াল কিলিং/মার্ডার মিস্ট্রি
লেখক: স্টিভ কাভানাহ
অনুবাদ: সোহানা রহমান
প্রকাশনী: অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni
পৃষ্ঠা: ৩৬০
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা

নিউ ইয়র্কের ঝকমকে এক সন্ধ্যায় ঘটনাক্রমে পরিচয় হলো দুইজন নারীর। কথা বলতে বলতে তারা জানলো তাদের জীবনের গল্পটা অনেকটাই একরকম। দুজনেরই প্রিয় মানুষকে অত্যাচার করে খুন করা হয়েছিল।

বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য এখন প্রতিশোধ নেয়া, সেই নরপশু দুইজনকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়া।

আমান্ডা এবং ওয়েন্ডি চমৎকার একটা পরিকল্পনা করলো। তারা খুন করবে ঠিকই; তবে একজন আরেকজনের হয়ে।
---
শহরের অন্য প্রান্তে স্বামীকে নিয়ে সাজানো গোছানো সংসার ছিল রুথের। কিন্তু নিজের বাড়িতেই এক রাতে সে নীল চোখের এক দুর্বৃত্তের ভয়ংকর আক্রমণের শিকার হলো। রাতারাতি যেন জীবনটা নরকে পরিণত হলো তার।

রুথ কি আর কখনো স্বাভাবিক হতে পারবে?

ছন্নছাড়া এই তিনজন মহিলার জীবন এলোমেলো হয়ে যাবার জন্য কি ঐ নীল চোখের মানুষটাই দায়ী? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র?

★সংগ্রহ করে ফেলুন ৫৫% ছাড়ে Bangla Bazar Books থেকে★

ঘনিষ্ঠ প্রতিবেশীর আমন্ত্রণ রক্ষা করতে ঘরোয়াভাবে আয়োজিত এক ডিনার পার্টিতে উপস্থিত হলো কন্টি দম্পতি। কিন্তু ভুলটা করলো ছয়ম...
03/08/2025

ঘনিষ্ঠ প্রতিবেশীর আমন্ত্রণ রক্ষা করতে ঘরোয়াভাবে আয়োজিত এক ডিনার পার্টিতে উপস্থিত হলো কন্টি দম্পতি। কিন্তু ভুলটা করলো ছয়মাসের ঘুমন্ত কন্যাশিশুকে ঘরে একা রেখে গিয়েই। যখন তারা তাদের ভুলটা বুঝতে পারলো-ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এ ভুলের মাশুল দিতে গিয়ে কন্টি দম্পতিকে যে ভয়ঙ্কর সব সত্যের সম্মুখীন হতে হবে সেটা কি ঘুণাক্ষরেও আঁচ করতে পেরেছিলো তারা।
শুধু তাই নয়-চারপাশের চেনাজানা মানুষগুলোর অতিপরিচিত মুখোশের আড়ালে কতটা অন্ধকারাচ্ছন্ন সব অধ্যায় লুকিয়ে ছিলো এতদিন ধরে,সেটাও কি দুঃস্বপ্নের ঘোরে ভেবেছিলো কখনও!

বই- দ্য কাপল নেক্সট ডোর
লেখক-শ্যারি লাপেনা
অনুবাদক-ইরাজ উদ্দৌলা দিবাকর
সম্পাদনায়- ইফতেখারুল ইসলাম
প্রচ্ছদকার-জুলিয়ান
পৃষ্ঠা সংখ্যা-৩৫২
মুদ্রিত মূল্য-৫৫০টাকা
প্রকাশনায়- অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni

সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee Boimoi Book Shop বুক ওয়ার্ল্ড Book Street PORUA Bookshop - পড়ুয়া বুকশপ The Book Harbour রংধনু Bookশপ অহর্নিশ অনুস্বর থেকে সর্বোচ্চ ছাড়ে।

বর্ষপূর্তি অফারে Bangla Bazar Books এ অর্ডার করে ফেলুন অনির্বাণের বইগুলো সময়ের সর্বোচ্চ ছাড়ে❤️বুকলিস্ট(ডানে বইয়ের মুদ্রি...
01/08/2025

বর্ষপূর্তি অফারে Bangla Bazar Books এ অর্ডার করে ফেলুন অনির্বাণের বইগুলো সময়ের সর্বোচ্চ ছাড়ে❤️
বুকলিস্ট(ডানে বইয়ের মুদ্রিত মূল্য লেখা)-

📚ভিলেনস সিরিজ
১. ভিশাস(৬০০)
২. ভেঞ্জফুল(৮৪০)

📚জন পুলার সিরিজ
১. জিরো ডে(৭৩০)
২. দ্য ফরগটেন(৭৩০)
৩. দি এসকেপ(৮২০)
৪. নো ম্যান’স ল্যান্ড(৭৩০)

📚ন্যাচারাল হরর সিরিজ
১/ দ্য র‍্যাটস(৪০০)
২/ দ্য নেস্ট(৩৮০)

📚অন্যান্য বই সমূহ :
১. দ্য কাপল নেক্সট ডোর(৫৫০)
[সাইকোলজিক্যাল থ্রিলার]
২. দ্য মোওয়াই আইল্যান্ড পাজল(৫০০)[লকড রুম মার্ডার মিস্ট্রি]
৩. দ্য মোজার্ট কন্সপিরেসি(৭০০)[হিস্টোরিক্যাল কনস্পিরেসি থ্রিলার ল]
৪.কিল ফর মি কিল ফর ইউ(৬০০)[মার্ডার মিস্ট্রি]
৫.লেমন- এ টেল অফ মার্ডার(৩০০)[মার্ডার মিস্ট্রি]

বর্ষপূর্তি অফারে সংগ্রহ করে ফেলুন জনপ্রিয় এ সিরিজদুটো Bangla Bazar Books থেকে সর্বোচ্চ ছাড়ে❤️🧡🔥★জন পুলার সিরিজ★ ★ভিলেনস ...
30/07/2025

বর্ষপূর্তি অফারে সংগ্রহ করে ফেলুন জনপ্রিয় এ সিরিজদুটো Bangla Bazar Books থেকে সর্বোচ্চ ছাড়ে❤️🧡🔥

★জন পুলার সিরিজ★
★ভিলেনস সিরিজ★

স্টিভ কাভানাহ এর মিস্ট্রি/সাইকোলজিক্যাল থ্রিলার- 'কিল ফর মি কিল ফর ইউ'সার সংক্ষেপ : নিউ ইয়র্কের ঝকমকে এক সন্ধ্যায় ঘটনাক্...
28/07/2025

স্টিভ কাভানাহ এর মিস্ট্রি/সাইকোলজিক্যাল থ্রিলার-
'কিল ফর মি কিল ফর ইউ'

সার সংক্ষেপ :

নিউ ইয়র্কের ঝকমকে এক সন্ধ্যায় ঘটনাক্রমে পরিচয় হলো দুইজন নারীর। কথা বলতে বলতে তারা জানলো তাদের জীবনের গল্পটা অনেকটাই একরকম। দুজনেরই প্রিয় মানুষকে অত্যাচার করে খুন করা হয়েছিল।

বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য এখন প্রতিশোধ নেয়া, সেই নরপশু দুইজনকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়া।

আমান্ডা এবং ওয়েন্ডি চমৎকার একটা পরিকল্পনা করলো। তারা খুন করবে ঠিকই; তবে একজন আরেকজনের হয়ে।
---
শহরের অন্য প্রান্তে স্বামীকে নিয়ে সাজানো গোছানো সংসার ছিল রুথের। কিন্তু নিজের বাড়িতেই এক রাতে সে নীল চোখের এক দুর্বৃত্তের ভয়ংকর আক্রমণের শিকার হলো। রাতারাতি যেন জীবনটা নরকে পরিণত হলো তার।

রুথ কি আর কখনো স্বাভাবিক হতে পারবে?

ছন্নছাড়া এই তিনজন মহিলার জীবন এলোমেলো হয়ে যাবার জন্য কি ঐ নীল চোখের মানুষটাই দায়ী? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র?

বই- কিল ফর মি কিল ফর ইউ
মূল : স্টিভ কাভানাহ
অনুবাদ : সোহানা রহমান
সম্পাদনা : ইফতেখারুল ইসলাম
প্রচ্ছদ : জুলিয়ান
প্রকাশনায় : অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni
মুদ্রিত মূল্য- ৬০০ টাকা

অর্ডার করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee PORUA Bookshop - পড়ুয়া বুকশপ বুক ওয়ার্ল্ড Boimoi Book Shop The Book Harbour Book Street অহর্নিশ রংধনু Bookশপ বুকলেট.কম অনুস্বর গ্রন্থমালা Gronthomala থেকে।

বই পরিচিতি-বই-নো ম্যান'স ল্যান্ড(জন পুলার, #৪) লেখক- ডেভিড বালডাচি অনুবাদক-মাশফিক মোস্তাফিজ নূর সম্পাদক-ইফতেখারুল ইসলাম ...
27/07/2025

বই পরিচিতি-

বই-নো ম্যান'স ল্যান্ড(জন পুলার, #৪)
লেখক- ডেভিড বালডাচি
অনুবাদক-মাশফিক মোস্তাফিজ নূর
সম্পাদক-ইফতেখারুল ইসলাম
প্রচ্ছদকার-আদনান আহমেদ রিজন
পৃষ্ঠা সংখ্যা- ৪৬৪
মুদ্রিত মূল্য-৭৩০ টাকা
প্রকাশনী-অনির্বাণ

সার সংক্ষেপ-

ত্রিশ বছর আগে জন পুলারের জীবনটা ওলটপালট হয়ে যায়, যখন ফোর্ট মনরো থেকে তার মা জ্যাকি আচমকাই উধাও হয়ে যান। কিন্তু আচানক একটা চিঠির উপর ভিত্তি করে 'জ্যাকি মিসিং কেস' রিওপেন করা হয়। আর কেসের প্রাইমারি সাসপেক্ট হিসেবে সন্দেহ করা হয় জন পুলারের বাবা লিজেন্ডারি মিলিটারি থ্রি স্টার হোল্ডার জন পুলার সিনিয়রকে, যিনি ডিমেনশিয়া রোগে আক্রান্ত...এবং দীর্ঘদিন যাবৎ হাসপাতালের চার দেয়ালের ভেতর বন্দী!

এদিকে খুনের দায়ে দশ বছর ধরে প্রতিশোধের আগুন বুকে নিয়ে জেল খাটছে পল রজার্স । তার এই অবস্থার জন্য দায়ী সবাইকে নিজের হাতে খুন করবে সে। কুড়ি বছর আগে ফোর্ট মনরোর এক রহস্যময় ফ্যাসিলিটি থেকে উধাও হয়ে গিয়েছিল সেও।

ঠিক কী হয়েছিল ফোর্ট মনরোতে? জন পুলার কি পারবে বড় ভাই এয়ারফোর্স মেজর রবার্ট আর শ্যাডো ইউএস ইন্টেলিজেন্স এজেন্ট ভেরোনিকা নক্সকে নিয়ে মায়ের নিখোঁজ রহস্যের সমাধান করতে? ফ্র্যাঙ্কেনস্টাইনরূপী পল রজার্সের সঙ্গে যুদ্ধে পারবে কি জয়ী হতে, নাকি তার কপালেও নাচছে মায়ের‌ই মতো গুম হয়ে যাওয়ার দুর্ভাগ্য?

ডেভিড বালডাচির জন পুলার সিরিজের চতুর্থ তথা শেষ খণ্ড 'নো ম্যান'স ল্যান্ড' এর অন্ধকার জগতে আপনাকে স্বাগতম।

সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee বুক ওয়ার্ল্ড Book Street Boimoi Book Shop PORUA Bookshop - পড়ুয়া বুকশপ রংধনু Bookশপ The Book Harbour অনুস্বর অহর্নিশ বুকলেট.কম গ্রন্থমালা Gronthomala থেকে

জাপানিজ থ্রিলার রাইটার অ্যালিস আরিসুগাওয়ার বিখ্যাত লকড রুম মার্ডার মিষ্ট্রি থ্রিলার ★দ্য মোওয়াই আইল্যান্ড পাজল★সার সংক্ষ...
26/07/2025

জাপানিজ থ্রিলার রাইটার অ্যালিস আরিসুগাওয়ার বিখ্যাত লকড রুম মার্ডার মিষ্ট্রি থ্রিলার
★দ্য মোওয়াই আইল্যান্ড পাজল★

সার সংক্ষেপ-

নানান রকমের ধাঁধার ভক্ত মিস্টার আরিমা নিজের মৃত্যুর পূর্বে সম্পত্তির উইলের সাথে তার উত্তরাধিকারীদের জন্য একটা ধাঁধা রেখে যান। ধাঁধাটি লুকিয়ে আছে একটা মানচিত্রে। আর সেই মানচিত্রটা মাওয়াই আইল্যান্ডের। আরিমা পরিবারের ছুটি কাটানোর জন্য প্রিয় জায়গা এই মোওয়াই আইল্যান্ডে লুকানো রয়েছে ৫০০ মিলিয়ন ইয়েন সমমূল্যের গুপ্তধন৷

জাপানের কিয়েটোর ইতো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারিয়া আরিমা। সে তার বিশ্ববিদ্যালয়ের রহস্যোপন্যাস পাঠক সংঘের দুই বন্ধু জিরো ইগামি এবং অ্যালিস আরিসুগাওয়াকে গ্রীষ্মের ছুটিতে মোওয়াই আইল্যান্ডে তার চাচার প্যানোরমা ভিলাতে ছুটি কাটাতে আমন্ত্রণ জানায়। মারিয়া তাদেরকে গুপ্তধন অনুসন্ধানে সাহায্য করতে অনুরোধ করে। এই গুপ্তধন অনুসন্ধান করতে গিয়েই তিন বছর আগে একজনের রহস্যজনক মৃত্যু হয়।

দ্বীপে পৌছানোর পর অ্যালিস, ইগামি এবং মারিয়া তিনজনে মিলে শুরু করে গুপ্তধন অনুসন্ধান।
তারা কি পারবে গুপ্তধন খুঁজে বের করতে?
নাকি গুপ্তধনের রহস্য রহস্যই থেকে যাবে?

দ্বীপ থেকে আদৌ বেঁচে ফিরতে পারবে তো তারা?

বই- দ্য মোওয়াই আইল্যান্ড পাজল
লেখক- অ্যালিস আরিসুগাওয়া
অনুবাদ- সাবিকুন্নাহার রিয়া
সম্পাদনা- ইফতেখারুল ইসলাম
প্রকাশনায়- অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni

সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee বুক ওয়ার্ল্ড Boimoi Book Shop Book Street The Book Harbour PORUA Bookshop - পড়ুয়া বুকশপ অনুস্বর রংধনু Bookশপ অহর্নিশ গ্রন্থমালা Gronthomala বুকলেট.কম থেকে।

25/07/2025

বই- দ্য নেস্ট
লেখক- কেনেথ ওপেল
অনুবাদক- ইরাজ উদ্দৌলা দিবাকর
সম্পাদক- ইফতেখারুল ইসলাম
প্রকাশনী- অনির্বাণ
পৃষ্ঠা- ১৯২
মুদ্রিত মূল্য- ৩৮০ টাকা

সার সংক্ষেপ-
কিছু কিছু শিশুর জন্য গ্রীষ্মকাল সবচেয়ে পছন্দের একটা ঋতু। কারণ তখন চারপাশ সূর্যের আলোয় আলোকিত থাকে; মাঠ দাপিয়ে তখন বন্ধুদের নিয়ে হরেক রকম খেলাধূলায় মেতে থাকা যায়। কিন্তু স্টিভের জন্য...
স্টিভের জন্য গ্রীষ্মকাল উৎকণ্ঠায় মোড়ানো আরো একটা মৌসুমের সূচনামাত্র !

সদ্য জন্মগ্রহণ করা অসুস্থ ছোটভাইকে নিয়ে উৎকণ্ঠা-
যে লড়াই করছে এক দুরারোগ্য মরণব্যাধির সাথে।

অসুস্থ নবজাতক, গোটা পরিবার আর দিশেহারা বাবা-মাকে নিয়ে উৎকণ্ঠা-
নিজেদের কর্মজীবন সামলাতে গিয়ে যাদের দশা উন্মাদপ্রায়।

উৎকণ্ঠা নতুন গজানো ভিমরুলের চাকটাকে নিয়ে- দোতলার ছাদের কার্নিশে সবার অগোচরে যেটা ক্রমাগত তিলতিল করে বেড়ে উঠছে।

এতোসব উৎকণ্ঠা থেকে মুক্তি পাওয়ার জন্য স্টিভকে শুধু একবার 'হ্যাঁ' বলতে হবে।

কিন্তু সাবধান!!!

এক অক্ষরের এই ছোট্ট শব্দের মধ্যেই অপার শক্তি... আর ভয়ঙ্করতম বিপদ দুটোই লুকিয়ে আছে। কারণ এটা এমন এক শব্দ, যা একবার কোনোভাবে উচ্চারিত হয়ে গেলে তা ফেরত নেয়ার কোনো উপায় নেই।

আর তাদের প্রকৃত উদ্দেশ্যটাই বা আসলে কী?

পাঠক আপনারা তৈরি তো? দ্য নেস্টের ভীতিকর আখ্যানের সাথে আপনাদের পরিচয় ঘটবে খুব শীঘ্রই।

সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee বুক ওয়ার্ল্ড Book Street PORUA Bookshop - পড়ুয়া বুকশপ The Book Harbour রংধনু Bookশপ Boimoi Book Shop অহর্নিশ গ্রন্থমালা Gronthomala অনুস্বর বুকলেট.কম থেকে।

23/07/2025

সুপারহিরো আরবান ফ্যান্টাসি সিরিজ ★ভিলেনস ডুয়োলজি- ভিশাস আর ভেঞ্জফুল★

সিরিজের উপজীব্য বিষয় সুপারহিরোদের নিয়ে। অবশ্য সুপারহিরোদের চিরাচরিত প্রথা ভেঙে লেখিকা ভি ই শোয়াব নতুন ধারণার তৈরি করেছেন। এই সুপারহিরোরা কেউ স্পাইডার ম্যান, সুপার ম্যানদের মতো মানবজাতির কল্যাণের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় না। বরং নিজ নিজ কামনা বাসনা লোভ প্রতিশোধ আর ক্ষমতার মোহে এই সুপারপাওয়ার ব্যবহার করে। তারা কেউই ভালো চরিত্র না। আবার কাউকেই একবাক্যে খারাপও বলা যায় না। ভালো খারাপের মাঝে যে ধূসর জায়গা থাকে, তার মাঝেই বিচরণ করে এই সিরিজের চরিত্রেরা। এখানে কেউ নায়ক নয়। আবার নির্মোহ ভাবে তাদের ভিলেন বলে ঘোষণা দেয়া যায় না।

সবাইকে আরবান সুপারহিরো ফ্যান্টাসির জগতে স্বাগতম😊

[ভিলেনস সিরিজ মুদ্রিত মূল্য -১৪৪০ টাকা]

★সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar ধী - dhee বুক ওয়ার্ল্ড Book Street PORUA Bookshop - পড়ুয়া বুকশপ Boimoi Book Shop The Book Harbour অহর্নিশ অনুস্বর রংধনু Bookশপ বুকলেট.কম থেকে★

বই: ভিশাস
সিরিজ: দ্য ভিলেনস
লেখক- ভি.ই.শোয়াব
অনুবাদক-ঝিলম বিশ্বাস
সম্পাদনায়- ইফতেখারুল ইসলাম
প্রচ্ছদকার-সুলতান আহমেদ সজল
জনরা: সুপারহিরো ফ্যান্টাসি
পৃষ্ঠা সংখ্যা-৪০০
মুদ্রিত মূল্য- ৬০০ টাকা

বই: ভেঞ্জফুল
সিরিজ: দ্য ভিলেনস
লেখক- ভি.ই.শোয়াব
অনুবাদক-ঝিলম বিশ্বাস
সম্পাদনায়- ইফতেখারুল ইসলাম
প্রচ্ছদকার-সুলতান আহমেদ সজল
জনরা: সুপারহিরো ফ্যান্টাসি
পৃষ্ঠা সংখ্যা- ৫৪৪
মুদ্রিত মূল্য-৮৪০ টাকা
প্রকাশনা- অনির্বাণ

লেখা কৃতজ্ঞতা- শামসুদ্দোহা তৌহিদ

22/07/2025

লেমন- এ টেল অফ মার্ডার। একটু অন্যরকম থ্রিলার।
রিভিউ- The Brown Storyteller 😊

সংগ্রহ করে ফেলুন Bangla Bazar Books বইনগর - Boinagar বুক ওয়ার্ল্ড PORUA Bookshop - পড়ুয়া বুকশপ Book Street The Book Harbour Boimoi Book Shop রংধনু Bookশপ ধী - dhee অনুস্বর অহর্নিশ বুকলেট.কম গ্রন্থমালা Gronthomala থেকে

Address

38, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801738300802

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনির্বাণ প্রকাশনী-Anirban Prokashoni:

Share

Category