22/06/2024
অনলাইন জুয়া। এক ভয়ানক ফাদ।
একদল লোক রাতের আধারে একগ্রামে কিছু বন্য বিড়াল ছেড়ে দিলেন।পরের দিন ঘোষণা করলেন যে ব্যাক্তি বিড়াল ধরে দিতে পারবে তাকে প্রতিটা বিড়ালের জন্য ২হাজার টাকা করে দেওয়া হবে। গ্রামের মানুষ এতো বিড়াল দেখে খুশি হয়ে সবার কাজ ফেলে বিড়াল ধরতে থাকলেন।প্রতিটা বিড়ালের জন্য ২হাজার করে আয় করে বেশ খুশি ছিলেন। যখন প্রায় অর্ধেক বিড়াল ধরা হয়ে গেলো তখন ঐ একদল লোক ঘোষণা করলেন এবার প্রতিটা বিড়ালের জন্য ৫হাজার টাকা করে দেওয়া হবে। গ্রামের মানুষের মধ্যে বিড়াল ধরার তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেলো। সামান্য কয়েকদিনের মধ্যে গ্রামের সবাই সাবলম্বী হয়ে উঠলেন। এই ক্রয়কৃত বিড়ালগুলো একজন পাহারাদারের মাধ্যমে খাচায় বন্দি করে রাখতেন ঐ একদল লোক। যখন সবগুলো বিড়াল ধরা শেষ হয়ে গেলো তখন ঐ একদল লোক ঘোষণা করলেন, এবার প্রতিটা বিড়ালের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ঘোষণা শুনে গ্রামবাসী মহা দু:চিন্তায় পড়ে গেলো। সবাই বিড়ালের খোজে মরিয়া হয়ে উঠলেন।গ্রামের একজন বুদ্ধি দিলেন, আমরা যদি ঐ পাহাদারকে ঘুষ দিয়ে বিড়াল আনাতে পারি তাহলে আমরা কোটিপতি হয়ে যাবো। বুদ্ধি শুনে সবাই পাহারাদারের কাছে গিয়ে ঘুষ দিতে চাইলেন।তবে পাহারাদার ছিলো খুবই চালাক। সে বললো, আমি বিড়াল দিতে রাজি আছি যদি আমাকে প্রতিটা বিড়ালের জন্য ৯ হাজার টাকা দাও। গ্রামবাসী ভাবলো ৯ হাজার টাকা দিয়ে বিড়াল কিনলেও তো আমাদের ১হাজার টাকা লাভ হবে। তাই সবার সব সম্পত্তি বিক্রি করে সব বিড়াল ক্রয় করলেন।কিন্তু পরের দিন যখন বিড়াল গুলো বিক্রি করতে গেলেন, তখন গিয়ে দেখেন ঐ লোকগুলো আর নেই।তারা গ্রাম ছেড়ে পালিয়েছেন।
বর্তমান তরুন সমাজ আজ অনলাইন জু্য়ায় ঠিক এই ভবে আসক্ত হয়ে সর্বস্ব হারাচ্ছে। ঐ লোক গুলোর মতো অনলাইন জুয়ার পরিচালকরা সামান্য টাকার লোভ দেখিয়ে আপনাকে ঠিক ঐ গ্রামবাসীর মতোই নি:স্ব করছে।
আপনি জেনে অবাক হবে প্রতি বছর প্রায় সারে ৪ হাজার কোটি টাকা অনলাইন জুয়ার মাধ্যমে এদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে।
কেও সর্বস্ব হারিয়ে চুরি,ছিনতাই, সন্ত্রাসীর পথ বেছে নিচ্ছে আবার কেও আত্মহত্যা করে নিজেকে শেষ করছে।
অনলাইন জুয়া আপনাকে আজ ৫০০, পরের দিন ১০০০,, তার পরেরদিন ১০হাজার টাকা দিতে দিতে,হঠাৎ করেই আপনি সর্বস্ব নিয়ে পালাবে।
আপনি নিজে ধর্মীয় শিক্ষায় গড়ে উঠুন, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় গড়ে তুলুন।
"হে বিশ্বাসীগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্যনির্ণায়ক শর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরা আল-মায়িদা, আয়াত -৯০)"